দ্বিতীয় মুহাম্মদ ইবনে হুসাইন
অবয়ব
দ্বিতীয় মুহাম্মদ ইবনে হুসাইন (১৮ সেপ্টেম্বর ১৮১১ – ২০ সেপ্টেম্বর ১৮৫৯) (আরবি: محمد باي بن حسين, Muḥammad Bāy bin Ḥusayn) ছিলেন হুসাইনি রাজবংশের ১১তম শাসক। তিনি ১৮৫৫ থেকে ১৮৫৯ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিউনিসিয়ার শাসক ছিলেন।
তিনি দ্বিতীয় হুসাইন ইবনে মাহমুদ ও তার দ্বিতীয় স্ত্রী লাল্লা ফাতিমা আল মুনাসতিরির পুত্র। ১৮৫৫ সালে তার এক ভাই ও সাবেক শাসক প্রথম আহমেদ বের উত্তরসুরি হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]পূর্বসূরী প্রথম আহমেদ বে |
তিউনিস বে ১৮৫৫–১৮৫৯ |
উত্তরসূরী তৃতীয় মুহাম্মদ আস সাদিক |