পাবলো মারি
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | পাবলো মারি ভিয়ার[১] | ||
জন্ম | [২] | ৩১ আগস্ট ১৯৯৩||
জন্ম স্থান | আলমুসাফেস, স্পেন | ||
উচ্চতা | ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আর্সেনাল | ||
জার্সি নম্বর | ২২ | ||
যুব পর্যায় | |||
মায়োর্কা | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১৩ | মায়োর্কা বি | ৬৯ | (৩) |
২০১১–২০১২ | মায়োর্কা | ২ | (০) |
২০১৩–২০১৬ | তারাগোনা | ৯১ | (৬) |
২০১৬–২০১৯ | ম্যানচেস্টার সিটি | ০ | (০) |
২০১৬–২০১৭ | → জিরোনা (ধার) | ৮ | (০) |
২০১৭–২০১৮ | → ব্রেদা (ধার) | ২১ | (১) |
২০১৮–২০১৯ | → দেপোর্তিভো লা কোরুনিয়া (ধার) | ৩৮ | (২) |
২০১৯–২০২০ | ফ্লামেঙ্গো | ২২ | (২) |
২০২০ | → আর্সেনাল (ধার) | ২ | (০) |
২০২০– | আর্সেনাল | ১২ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:১৩, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৩, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
পাবলো মারি ভিয়ার (স্পেনীয়: Pablo Marí, স্পেনীয় উচ্চারণ: [ˈpaβlo maˈɾi biˈʎaɾ]; জন্ম: ৩১ আগস্ট ১৯৯৩; পাবলো মারি নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
স্পেনীয় ফুটবল ক্লাব মায়োর্কার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মারি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১০–১১ মৌসুমে, প্রথমে মায়োর্কা বি এবং পরবর্তীকালে মায়োর্কার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; মায়োর্কার হয়ে এক মৌসুমে ২ ম্যাচে অংশগ্রহণ করার পর ২০১৩–১৪ মৌসুমে তিনি তারাগোনায় যোগদান করেছেন। তারাগোনায় তিন মৌসুম অতিবাহিত করার পর প্রায় ০.২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। অতঃপর জিরোনা, ব্রেদা এবং দেপোর্তিভো লা কোরুনিয়ার হয়ে ধারে খেলার পর তিনি প্রায় ২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলীয় ক্লাব ফ্লামেঙ্গোয় যোগদান করেছেন, ফ্লামেঙ্গোর হয়ে তার তিনি ২০১৯ কোপা লিবের্তাদোরেসের শিরোপা জয়লাভ করেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি প্রায় ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্লামেঙ্গো হতে ইংরেজ ক্লাব আর্সেনালে যোগদান করেছেন, এরপূর্বে তিনি এক মৌসুমে জন্য ধারে আর্সেনালের হয়ে খেলেছেন।
ব্যক্তিগতভাবে, মারি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৯ সালে কাম্পেরনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ-এর বর্ষসেরা দলে অন্তর্ভুক্তি অন্যতম।[৩] দলগতভাবে, মারি এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার উভয়ই ফ্লামেঙ্গোর হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পাবলো মারি ভিয়ার ১৯৯৩ সালের ৩১শে আগস্ট তারিখে স্পেনের আলমুসাফেসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Premier League publish retained lists"। Premier League। ৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- ↑ "Pablo Marí: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- ↑ "Prêmio Craque do Brasileirão 2019: veja a seleção e quem foi premiado" [Brasileirão Star Award 2019: see all-star team and awardees]। Goal.com (পর্তুগিজ ভাষায়)। ৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে পাবলো মারি (ইংরেজি)
- সকারবেসে পাবলো মারি (ইংরেজি)
- বিডিফুটবলে পাবলো মারি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে পাবলো মারি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে পাবলো মারি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে পাবলো মারি (ইংরেজি)
- ১৯৯৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- রিয়াল ক্লাব দেপোর্তিভো মায়োর্কার খেলোয়াড়
- দেপোর্তিভো লা করুনিয়ার খেলোয়াড়
- স্পেনীয় ফুটবলার
- আর্সেনাল ফুটবল ক্লাবের খেলোয়াড়
- তারাগোনা জিমনাস্টিক ক্লাবের ফুটবলার
- ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- জিরোনা ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- রিয়াল ক্লাব দেপোর্তিভো মায়োর্কা বি-এর খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- স্পেনীয় প্রবাসী ফুটবলার
- এরেডিভিজির খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ-এর খেলোয়াড়
- নেদারল্যান্ডসে প্রবাসী ফুটবলার
- ইংল্যান্ডে প্রবাসী ফুটবলার
- সেহুন্দা দিভিসিওন বি-এর খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওনের খেলোয়াড়
- ইংল্যান্ডে স্পেনীয় প্রবাসী ক্রীড়াবিদ
- ফুটবল সেন্ট্রাল ডিফেন্ডার
- দেপোর্তিবো লা করুনিয়ার খেলোয়াড়
- উদিনেসে কালচোর খেলোয়াড়
- আসোচাৎসিওনে কালচো মোনৎসার খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- ইতালিতে স্পেনীয় প্রবাসী ক্রীড়াবিদ