প্রবেশদ্বার:ফুটবল/নির্বাচিত দল/৪
অবয়ব
ইতালি জাতীয় ফুটবল দল (ইতালীয়: Nazionale di calcio dell'Italia) আন্তর্জাতিক ফুটবলে ইতালির প্রতিনিধিত্ব করে। এটি নিয়ন্ত্রণ করে ইতালির জাতীয় ফুটবল সংস্থা ফেদেরাজিওনে ইতালিয়ানা জিউয়োকো কালচো, সংক্ষেপে এফআইজিসি। ২০০৬ ফিফা বিশ্বকাপে শিরোপা অর্জন করার মাধ্যমে ইতালি ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল। আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সাফল্যমণ্ডিত দলগুলোর মধ্যে ইতালির জাতীয় দল অন্যতম। সেই সাথে তারা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দল। ইতালি মোট চারবার বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬)। ইতালির চেয়ে বেশি শিরোপাজয়ী একমাত্র দল হচ্ছে ব্রাজিল; যারা পাঁচবার বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে।