ফেমটো-
অবয়ব
ফেমটো- (সংকেত f) হলো মেট্রিক ব্যবস্থায় এককের একটি উপসর্গ। ফেমটো দ্বারা ১০−১৫ সংখ্যক মানকে প্রকাশ করা হয়। ১৯৬৪ সালে উপসর্গটি আন্তর্জাতিক একক পদ্ধতির অন্তর্ভুক্ত হয়।[১] উপসর্গটি ড্যানীয় শব্দ "ফেমটেন" (femten) থেকে এসেছে, যার অর্থ "পনেরো"।
ব্যবহারের উদাহরণ
[সম্পাদনা]- এইচআইভি-১ ভাইরাসের ওজন প্রায় ১ x ১০−১৫ গ্রাম (g) বা ১ ফেমটোগ্রাম (fg)।
- প্রোটনের ব্যাস প্রায় ১.৬৬ ফেমটোমিটার।
ফেমটোমিটার-এর সংকেত (fm), এর পুরনো নন-এসআই একক ফার্মি-এর সাথে মিলসম্পন্ন এবং দুইটি এককই সমতুল্য। বিজ্ঞানী এনরিকো ফার্মির সম্মানে নামকৃত এই এককটি প্রায়শই নিউক্লীয় পদার্থবিজ্ঞানে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Resolution 8 of the 12th CGPM"। International Bureau of Weights and Measures। ১৯৬৪। ২০২০-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৪।
উইকিঅভিধানে ফেমটো- শব্দটি খুঁজুন।