বাড়মের জেলা
বাড়মের জেলা बाडमेर जिला | |
---|---|
রাজস্থানের জেলা | |
দেশ | ভারত |
রাজ্য | রাজস্থান |
প্রশাসনিক বিভাগ | যোধপুর বিভাগ |
সদরদপ্তর | বাড়মের |
আয়তন | |
• মোট | ২৮,৩৮৭ বর্গকিমি (১০,৯৬০ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ২৬,০৩,৭৫১ |
• জনঘনত্ব | ৯২/বর্গকিমি (২৪০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৬.৯৭ শতাংশ |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৫৬.৫৩ |
• লিঙ্গানুপাত | ৯০২ |
প্রধান মহাসড়ক | ১৫ নং জাতীয় সড়ক, ১১২নং জাতীয় সড়ক |
স্থানাঙ্ক | ৭০°৫০′ উত্তর ৭২°৫২′ পূর্ব / ৭০.৮৩° উত্তর ৭২.৮৭° পূর্ব-২৪°৫৮′ উত্তর ২৬°৩২′ পূর্ব / ২৪.৯৭° উত্তর ২৬.৫৩° পূর্ব |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাড়মের ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য, রাজস্থানের পশ্চিমাংশে[১] যোধপুর বিভাগের অন্তর্গত গুরুত্বপূর্ণ একটি জেলা। বাড়মের জেলার সদরদপ্তর বাড়মের শহরে অবস্থিত। বাড়মের রাজস্থানে দ্বিতীয় বৃহত্তম জেলা। জেলার সদরদপ্তর ছাড়া অন্যান্য শহরগুলি যেমন; জাসোল, সিওয়ানা, বালোত্রা ইত্যাদি উল্লেখ্য। বর্তমানে বাড়মের জেলায় ক'একটি তৈলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে তার মধ্যে ঐশ্বর্যা তৈল ক্ষেত্র বৃহত্তম।
ভূগোল
[সম্পাদনা]বাড়মের জেলা রাজস্থানেরর পশ্চিমংশে অবস্থিত যার কিছু অংশ থর মরুভূমির অংশ। জেলার উত্তর সীমায় জৈসলমের জেলা, দক্ষিণে জালোর জেলা, পূর্ব সীমায় পালি ও যোধপুর জেলা এবং পশ্চিম সীমায় পাকিস্তানের পূর্ব সীমান্ত।
জেলার মট আয়তন ২৮,৩৮৭ বর্গকিলোমিটার (১০,৯৬০ মা২).[১] বাড়মের জেলা ২৪,২৮' থেকে ২৬,৩২' উত্তর অক্ষাংশ এবং ৭০,০৫' থেকল ৭২, ৫২' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।[১]
লুনী নদী হল জেলার দীর্ঘতম নদী।
প্রশাসন
[সম্পাদনা]লোকসভা কেন্দ্র | সাংসদ | বিধানসভা কেন্দ্র | বিধায়ক |
---|---|---|---|
বাড়মের লোকসভা কেন্দ্র | কৈলাশ চৌধুরী (BJP) *1 | চোহতান | পদ্ম রাম (INC) *2 |
বারমের | মেওয়ারাম জৈন (INC) | ||
গুধা মালানি | হেমারাম চৌধুরী (INC) *3 | ||
বেটু | হরিশ চৌধুরী (INC) *4 | ||
সিওয়ানা | হামিরসিংহ ভায়াল (BJP) |
- কৈলাস চৌধুরী বর্তমানে ভারত সরকারের মোদী মন্ত্রিসভার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। পূর্বে এই আসন থেকে কল্যাণ সিং কালভি নির্বাচিত হন যিনি চন্দ্র শেখর মন্ত্রিসভার শক্তি মন্ত্রী ছিলেন। এছাড়া জয়সালমীরের মহারাওয়াল রঘুনাথ সিং বাহাদুর নির্বাচিত হন।
- চোহতান থেকে পূর্বে গঙ্গারাম চৌধুরী নির্বাচিত হন যিনি রাজ্য সরকারের রাজস্ব মন্ত্রী ছিলেন।
- হেমারাম চৌধুরী যিনি রাজ্য সরকারের রাজস্ব মন্ত্রী । এছাড়া গুধা মালানি থেকে পূর্বে পরশরাম মাদেরনা, রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার ও মদন কৌর, রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী নির্বাচিত হন
- হরিশ চৌধুরী , রাজস্থান সরকারের প্রাক্তন রাজস্ব মন্ত্রী
অর্থনীতি
[সম্পাদনা]বাড়মের জেলা ভারতের পিছিয়ে পড়া জেলাগুলির একটি[২] ও রাজস্থানের বারোটি পিছিয়ে পড়া জেলাগুলির একটি যারা বিআরজিএফ ফান্ড পাচ্ছে।[২]
আকর্ষক স্থান
[সম্পাদনা]- কিরাডু মন্দির - পরমার রাজবংশ-এর আমলে নির্মিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "District Profile: Barmer"। Government of Rajasthan। ৮ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৬।
- ↑ ক খ Ministry of Panchayati Raj (সেপ্টেম্বর ৮, ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০১১।