বিষয়বস্তুতে চলুন

বিগ বস ১৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিগ বস
 
 
১৩তম আসর (২০১৯–২০)
নাম প্রবেশ প্রস্থান      
সিদ্ধার্থ দিন ১  দিন ১৪০   
আসিম দিন ১  দিন ১৪০   
শেহনাজ দিন ১  দিন ১৪০   
রশ্মি দিন ১
দিন ৪০ 
দিন ৩৫
দিন ১৪০ 
 
আরতি দিন ১  দিন ১৪০   
পরশ দিন ১  দিন ১৪০   
মাহিরা দিন ১  দিন ১৩৭   
বিশাল দিন ৪২  দিন ১২৮   
শেফালী জা. দিন ৩৫  দিন ১২০   
মধুরিমা দিন ৬৪  দিন ১১২   
শেফালী বা. দিন ১
দিন ৬৪ 
দিন ৩৪
দিন ৯৯ 
 
আরহান দিন ৩৫
দিন ৬৪ 
দিন ৪৯
দিন ৯২ 
 
বিকাশ গু. দিন ৭০  দিন ৮৭   
বিকাশ পা. দিন ৩৫  দিন ৭৭   
হিমানশী দিন ৩৫  দিন ৭০   
দেবোলিনা দিন ১
দিন ৪০ 
দিন ৩৪
দিন ৬২ 
 
খেসারী দিন ৩৫  দিন ৫৪   
তেহসীন দিন ৩৫  দিন ৪১   
সিদ্ধার্থ দে দিন ১  দিন ৩০   
আবু দিন ১  দিন ২২   
কোয়েনা দিন ১  দিন ১৪   
দালজিত দিন ১  দিন ১৩   
লেজেন্ড
উচ্ছন্ন
পদচারণা
১ম রানার-আপ
নির্গত
বিজয়ী
২য় রানার-আপ
ঘরের ভোটে নির্গত

বিগ বস তেড়া বা বিগ বস ১৩ হচ্ছে ভারতীয় রিয়্যালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ত্রয়োদশ আসর। ওলন্দাজ রিয়ালিটি অনুষ্ঠান বিগ ব্রাদার সিরিজের ওপর নির্মিত বিগ বস বরাবরের মতো এবারো ভারতীয় টেলিভিশন চ্যানেল কালারসে সম্প্রচারিত হয়েছে। বিগ বসের ইতিহাসে সর্বোচ্চ ১০ম এবং টানা ৫ম বারের মতো ভারতীয় অভিনেতা সালমান খান এই আসরটির উপস্থাপনা করছেন। ২০১৯ সালের ২৯শে সেপ্টেম্বর তারিখে, এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।[] উদ্বোধনী অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল "ফার্স্ট ডে, ফার্স্ট শো" (অনুবাদ: প্রথম দিন, প্রথম অনুষ্ঠান)। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি মাসে এই আসরের বিজয়ী ঘোষণা করা হয়।

উৎপাদন

[সম্পাদনা]

এই আসরের পূর্বে নির্মাতারা জানিয়েছেন যে, শুধুমাত্র যশস্বী ব্যক্তিবর্গ এই আসরে প্রতিযোগিতা করবেন, এবং পূর্ববর্তী আসরের মতো এই আসরে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে না।[] ২০১৯ সালের ২৩শে সেপ্টেম্বর তারিখে, এই আসরের ঘরের ছবি প্রকাশ হয়েছিল; এই আসরের ঘরটি একটি "বিগ বস জাদুঘর" আদলে তৈরি করা হয়েছে। পূর্ববর্তী আসরগুলোর ঘর ভারতের লোনাওয়ালায় অবস্থিত হলেও এবারের ঘরটি গোরেগাঁওয়ে তৈরি করা হয়েছে।[] বলিউড সুপারস্টার সালমান খান আবারও বিগ বস ১৩-এ উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। যদিও বিগ বস সবসময় যশস্বী ব্যক্তিবর্গদের নিয়ে থাকেন, গত কয়েক আসর থেকে রিয়্যালিটি অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে সাধারণদের অন্তর্ভুক্ত করে অনুষ্ঠানে কিছু নতুন মোড় যোগ করে। যাহোক, পূর্বের মতো এই আসরেও কেবলমাত্র যশস্বী ব্যক্তিবর্গদের নিয়ে বিগ বস তাদের পূরানো বিন্যাসে ফিরে গেছে।

দুটি ফাইনাল

[সম্পাদনা]

একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছিল যে, এই আসরে দুটি ফাইনাল অনুষ্ঠিত হবে, প্রথমটি চার সপ্তাহ পরে এবং দ্বিতীয়টি পনেরো সপ্তাহের শেষে (চূড়ান্ত)। কেবলমাত্র ৬ জন প্রতিযোগী, ৩ জন পুরুষ এবং ৩ জন মহিলা প্রতিযোগী প্রথম ফাইনাল অতিক্রম করে দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়েছিল।

বাসিন্দা

[সম্পাদনা]

ঘরে প্রবেশের ক্রম অনুসারে এই আসরের প্রতিযোগীগণ নিম্নরূপ:

ওয়াইল্ড কার্ড

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bigg Boss 13 premiere date, timing, celebrity line-up REVEALED"। The Times of India। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "Bigg Boss 13 to witness major makeover. No commoners this time"। India Today। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "Bigg Boss 13: A sneak peek at the redesigned house"। The Times of India। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯ 
  4. "Bigg Boss 13 Confirmed contestants"। News 18। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]