বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। |
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় | |
---|---|
জন্ম | বিশ্বজিৎ দেব চট্টোপাধ্যায় ১৪ ডিসেম্বর ১৯৩৬ |
পেশা |
|
দাম্পত্য সঙ্গী | রত্না চট্টোপাধ্যায় (বিচ্ছেদ) ইরা চট্টোপাধ্যায় |
সন্তান | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (পুত্র) পল্লবী চট্টোপাধ্যায় (কন্যা) |
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (সম্পূর্ণ নাম: বিশ্বজিৎ দেব চট্টোপাধ্যায়) বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা। তার ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও একজন বিখ্যাত বাঙালি অভিনেতা। জন্ম কলকাতা, পশ্চিমবঙ্গে এবং পরে তিনি বোম্বে গিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
শুরু
[সম্পাদনা]বিশ্বজিৎ চ্যাটার্জির জন্ম ব্রিটিশ ভারতের কলকাতায়। তার পিতা রণজিৎ চট্টোপাধ্যায় পেশায় ছিলেন একজন চিকিৎসক। [১] কলকাতাতে কয়েকটি ছবিতে যেমন, মায়ামৃগ (১৯৬০), দুই ভাই (১৯৬১) এরপর তিনি মুম্বাই চলে যান। ১৯৬২ সালে তিনি হিন্দি চলচ্চিত্র বিশ সাল বাদ-এ অভিনয় করেন।
পরবর্তী জীবন
[সম্পাদনা]১৯৭৫ সালে, বিশ্বজিৎ কেহেতে হে মুজকো রাজা ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেন। এই ছবিতে অভিনয় করে ধর্মেন্দ্র, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা এবং রেখা। এরপর তিনি আবার অভিনয় জীবনে ফিরে যান।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিশ্বজিৎ লোকসভার দিল্লী আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তিনি ৯০৯ টি ভোট পেয়ে ৭ম স্থান অর্জন করেন।[২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]- কংস - কৃষ্ণ
- ডাক হরকরা (১৯৫৯)
- নতুন ফসল (১৯৬০)
- বঁধু - বসন্ত চৌধুরীর ছোট ভাই
- মায়ামৃগ (১৯৬০)
- কঠিন মায়া (১৯৬১)
- দুই ভাই (১৯৬১)
- নব দিগন্ত (১৯৬২)
- শেষ পর্যন্ত
- ধুপ ছায়া (১৯৬২)
- দাদা ঠাকুর (১৯৬২)
- বিশ সাল বাদ (১৯৬২)
- বিন বাদাল বারসাত (১৯৬৩)
- সেহনাই (১৯৬৪)
- প্রভাতের রঙ (১৯৬৪)
- মজবুর (১৯৬৪)
- কোহরা (১৯৬৪)
- ক্যায়সে কাহু (১৯৬৪)
- গোধূলী বেলায় (১৯৬৪)
- এপ্রিল ফুল (১৯৬৪)
- মেরে সানাম (১৯৬৫)
- দো দিল (১৯৬৫)
- ইয়ে রাত ফির না আয়েগি (১৯৬৬)
- সাগাই (১৯৬৬)
- বিবি অওর মাকান (১৯৬৬)
- অশ্র (১৯৬৬) - অমর কুমার
- নাইট ইন লন্ডন (১৯৬৭) জীবন
- নাই রোশনি (১৯৬৭) প্রকাশ
- জাল (১৯৬৭)
- হরে কাঞ্চ কি চুরিয়ান (১৯৬৭)
- ঘর কা চিরাগ (১৯৬৭)
- ভাসনা (১৯৬৮)
- কিসমত (১৯৬৮)
- দো কালিয়ান (১৯৬৮)
- চৌরঙ্গী (১৯৬৮)
- মনিহার
- তামান্না (১৯৬৯)
- রাহগির (১৯৬৯)
- প্যায়ার কা স্বপ্না (১৯৬৯)
- পরদেশি (১৯৭০)
- ইশক পার জোর নাহিন (১৯৭০)
- গড় নাসিমপুর
- মেইন সুন্দর হুন (১৯৭১)
- সারারাত (১৯৭২)
- চৈতালি (১৯৭২)
- কুহেলি (১৯৭১)
- শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩)
- মেহমান (১৯৭৩)
- আমি সিরাজের বেগম (১৯৭৩)
- প্রন্তারেখা (১৯৭৪)
- দো আঁখেন (১৯৭৪)
- ফির কাব মিলোগি (১৯৭৪)
- কাহতে হ্যায় মুজকো রাজা (১৯৭৫)
- জয় বজরং বলি (১৯৭৬)
- নামি চোর (১৯৭৭)
- বাবা তারকনাথ (১৯৭৭)
- দো শিকারি (১৯৭৯)
- হাম কদম (১৯৮০)
- অমর গীতি (১৯৮৩)
- আনন্দ অউর আনন্দ (১৯৮৪)
- সাহেব (১৯৮৫)
- কৃষ্ণ-কৃষ্ণ (১৯৮৬)
- আল্লাহ রাখহ্যাঁ (১৯৮৬)
- বেলাগাম (১৯৮৮)
- জিম্মেদার (১৯৯০)
- জিগারওয়ালা (১৯৯১)
- মেহবুব মেরে মেহবুব (১৯৯২)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ অভীক চট্টোপাধ্যায়, সম্পাদক (২০১৯)। হেমন্ত মুখোপাধ্যায় আনন্দধারা। সপ্তর্ষি প্রকাশন, কলকাতা। পৃষ্ঠা ১০৬। আইএসবিএন 978-93-8270-654-0।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৩৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- মুম্বইয়ের অভিনেতা
- হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ
- ভারতীয় অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- বাংলা চলচ্চিত্র অভিনেতা
- হিন্দি চলচ্চিত্র পরিচালক
- কলকাতার অভিনেতা
- পশ্চিমবঙ্গের অভিনেতা
- ২০১৪-এ ভারতের সাধারণ নির্বাচনের প্রার্থী
- পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজনীতিবিদ