বৈশালী মেট্রো স্টেশন
অবয়ব
বৈশালী মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইনে অবস্থিত। এটি জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির অন্তর্গত উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার গাজিয়াবাদ শহরে বৈশালী সেক্টর ৪-এ অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ব্লু লাইনে আনন্দবিহারের পরে ২.৫৭ কিলোমিটার সম্প্রসারণের পর ২০১১ সালের ১৪ই জুলাই তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[১][২][৩] প্রাথমিকভাবে ২০১১ সালের মার্চ মাসে এই মেট্রো স্টেশনটি চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে এই সময় বিলম্বিত হয়ে ১৪ই জুলাই চূড়ান্ত করা হয়। স্টেশনটি বৈশালী বসুন্ধরা মহারাজপুর ইন্দিরাপুরম ও খোরা এলাকায় পরিষেবা দান করে।[৪][৫][৬] স্টেশনটিতে এটিএম এবং লাউঞ্জ পরিষেবা উপলব্ধ।[৭]
স্টেশন বিন্যাস
[সম্পাদনা]জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
পূর্বদিকগামী | অন্তিম স্টেশন | |
পশ্চিমদিকগামী | গন্তব্য স্টেশন ← দ্বারকা সেক্টর ২১ পরবর্তী স্টেশন কৌশাম্বী | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ |
প্রবেশ / প্রস্থান
[সম্পাদনা]বৈশালী মেট্রো স্টেশনের প্রবেশ / প্রস্থান[৮] | ||||
---|---|---|---|---|
দ্বার নং-১ | দ্বার নং-২ | দ্বার নং-৩ | ||
মোহননগর-আনন্দবিহার রোড | বৈশালী সেক্টর ৩ ও ৪ | ফুট-ওভার ব্রিজ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Vaishali"। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২২।
- ↑ Verma, Lalmani (১০ ফেব্রুয়ারি ২০১০)। "Metro's date with Ghaziabad delayed: now it's March 2011"। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "Day One: 30,000 hop on to Vaishali Metro"। The Times of India। ১৫ জুলাই ২০১১। ১৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Ghaziabad corridor to be Inaugurated on July 9 - Hindustan Times"। www.hindustantimes.com। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Anand Vihar - Vaishali Section To Open For Passenger Services From 14th July 2011"। Press Releases। DMRC। ১৩ জুলাই ২০১১।
- ↑ "Vaishali Metro to kick off on July 14 minus Maya"। The Times of India। ১৩ জুলাই ২০১১। ৫ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Vaishali"। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২২।
- ↑ "Vaishali"। delhimetrorail.com। Delhi Metro Rail Corporation। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২২।