বিষয়বস্তুতে চলুন

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯৭৪; ৫০ বছর আগে (1974)[]
সদর দপ্তরটরটোলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
ফিফা অধিভুক্তি১৯৯৬[]
কনকাকাফ অধিভুক্তি২৩ এপ্রিল ১৯৯৪; ৩০ বছর আগে (1994-04-23) (সহযোগী সদস্য)[]
১৩ এপ্রিল ১৯৯৬; ২৮ বছর আগে (1996-04-13)[]
সভাপতিব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ অ্যান্ডি বিকার্টন
সহ-সভাপতি
  • ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ অব্রে লিবার্ড
  • ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ আভানেল মর্টন
ওয়েবসাইটbvifootball.com

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: British Virgin Islands Football Association; এছাড়াও সংক্ষেপে বিভিআইএফএ নামে পরিচিত) হচ্ছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের টরটোলায় অবস্থিত।

এই সংস্থাটি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বিভিআইএফএ জাতীয় ফুটবল লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যান্ডি বিকার্টন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জুলিয়ানা লুক।

কর্মকর্তা

[সম্পাদনা]
৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি অ্যান্ডি বিকার্টন
সহ-সভাপতি অব্রে লিবার্ড
আভানেল মর্টন
সাধারণ সম্পাদক জুলিয়ানা লুক
কোষাধ্যক্ষ নিকোলাস মেসুম
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক পল হেওলেট
প্রযুক্তিগত পরিচালক ডেন নেভিল
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) জন রেইলি
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী এল্ডন উইলিয়ামস

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০ 
  2. "This Week in CONCACAF History: 17-23 April"। CONCACAF.com (2011)। এপ্রিল ২৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "This Week in CONCACAF History: 10-16 April"। CONCACAF.com (2011)। ২১ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]