মাইকেল শ্যানন
মাইকেল শ্যানন | |
---|---|
Michael Shannon | |
জন্ম | মাইকেল করবেট শ্যানন ৭ আগস্ট ১৯৭৪ |
পেশা | অভিনেতা, সঙ্গীতজ্ঞ |
কর্মজীবন | ১৯৯২-বর্তমান |
সঙ্গী | কেট অ্যারিংটন (২০০২–বর্তমান) |
সন্তান | ২ |
আত্মীয় | রেমন্ড করবেট শ্যানন (পিতামহ) |
মাইকেল করবেট শ্যানন (জন্ম: ৭ আগস্ট ১৯৭৪)[১] হলেন একজন মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ। তিনি হাস্যরসাত্মক ও নাট্যধর্মী উভয় ধরনের চলচ্চিত্রে তার বৈচিত্রধর্মী পর্দা উপস্থিতির জন্য পরিচিত। রিভলূশন্যারি রোড (২০০৮) ও নকচার্নাল অ্যানিমেলস (২০১৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি নাইন্টি নাইন হোমস (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং লং ডেস জার্নি ইনটু নাইট (২০১৬) মঞ্চনাটকে কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
শ্যানন ১৯৯৩ সালে গ্রাউন্ডহগ ডে চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এবং এইট মাইল (২০০২) চলচ্চিত্রে অভিনয় করে সকলের দৃষ্টি কাড়েন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল পার্ল হারবার (২০০১), ব্যাড বয়েজ টু (২০০৩), বাগ (২০০৬), বিফোর দ্য ডেভিল নোস ইউ আর ডেড (২০০৭), ব্যাড লেফটেন্যান্ট: পোর্ট অব কল নিউ স্টোরিজ (২০০৭), টেক শেলটার (২০১১), মাড (২০১২), মিডনাইট স্পেশাল ও লাভিং (২০১৬)। তিনি এইচবিওর নাট্যধর্মী ধারবাহিক ব্রডওয়াক এম্পায়ার (২০১০-১৪)-এ নেলসন ভ্যান অ্যাল্ডেন চরিত্রে অভিনয় করে তিনটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে মনোনীত হন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শ্যানন ১৯৭৪ সালের ৭ই আগস্ট কেন্টাকির লেক্সিংটনে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট পতজ্ঞ বা কীটবিজ্ঞানী রেমন্ড করবেট শ্যাননের দৌহিত্র।[২] তার পিতা ডোনাল্ড সাদারলিন হাইন ডিপল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের অধ্যাপক এবং মাতা জেরাল্ডিন শ্যানন একজন আইনজীবী।[৩][৪] তার পিতামাতার বিবাহবিচ্ছেদের পর তিনি কেন্টাকির লেক্সিংটন ও ইলিনয়ের শিকাগোতে বেড়ে ওঠেন।[৫][৬]
কর্মজীবন
[সম্পাদনা]২০০৮ সালে তিনি লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটের সাথে প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র রিভলূশন্যারি রোড (২০০৮)-এ অভিনয় করেন। ছবিটিতে তার কাজ ব্যাপকভাবে সমাদৃত হয়,[৭][৮][৯][১০] এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে স্যাটেলাইট পুরস্কার অর্জন করেন[১১] এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১২]
তিনি নাইন্টি নাইন হোমস (২০১৪) চলচ্চিত্রে রিক কার্ভার চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৬ সালে তিনি অ্যামি অ্যাডামস ও জেক ইলেনহলের সাথে মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী নকচার্নাল অ্যানিমেলস (২০১৬) চলচ্চিত্রে কাজ করেন। তদন্তকারী গোয়েন্দা চরিত্রে তার কাজ সমাদৃত হয়[১৩][১৪][১৫][১৬] এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে তার দ্বিতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৭] লং ডেস জার্নি ইনটু নাইট (২০১৬) মঞ্চনাটকে কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তিনি গিয়ের্মো দেল তোরোর প্রণয়ধর্মী অলীক কল্পকাহিনীমূলক দ্য শেপ অব ওয়াটার (২০১৭) চলচ্চিত্রে কর্নেল রিচার্ড স্ট্রিকল্যাণ্ড চরিত্রে অভিনয় করেন।[১৮] ৭৪তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়[১৯] এবং সেখানে তা গোল্ডেন লায়ন জয় করে।[২০][২১] এছাড়া ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার লাভ করে। ২০১৮ সালে তিনি প্যারামাউন্ট নেটওয়ার্কের ওয়াকো মিনি ধারাবাহিক গ্যারি নোয়েজনার চরিত্রে অভিনয় করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ট্যাপলি, ক্রিস্টোফার। "INTERVIEW: Michael Shannon"। ইনকনটেনশন। ২৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৮।
- ↑ "Obituary & Guest Book Preview for Dr. Donald S. Shannon"। শিকাগো সান-টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৮।
- ↑ Dr. Donald S. Shannon ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৬-১৭ তারিখে. শিকাগো ট্রিবিউন. November 24, 2008.
- ↑ Who's Who in the Midwest, 1982–1983 – Marquis Who's Who, LLC – Google Books। Books.google.ca। জুলাই ১৯৮২। আইএসবিএন 9780837907185। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-২৬।
- ↑ "unknown title"। শিকাগো ট্রিবিউন। ২০১৩-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ এডেলস্টেইন, ডেভিড (ডিসেম্বর ২৮, ২০০৮)। "Killer Instincts"। নিউ ইয়র্ক ম্যাগাজিন।
- ↑ "Revolutionary Road"। Rolling Stone। ৩০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "Revolutionary Road"। Variety। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "'Revolutionary Road' stars Kate Winslet, Leonardo DiCaprio, Michael Shannon"। Chicago Tribune। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "Oscar Watch: Revolutionary Road Review"। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "Golden Satellite Award Winners"। Awards Daily। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ Hoard, Catherine (জানুয়ারি ২২, ২০০৯)। "Oscar nominations: How Michael Shannon stole Kate Winslet's glory"। The Guardian (UK)। London। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "Nocturnal Animals review: Tom Ford returns with a superb, painstakingly crafted movie sure to pick up awards"। The Independent। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "'Nocturnal Animals' Review: Tom Ford's Complex Suspense Thriller Is Worthy Of Hitchcock"। Deadline Hollywood। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "Review: Tom Ford's 'Nocturnal Animals' has a wild style"। USA Today। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "'Nocturnal Animals' Review: Stories of Your Life"। Collider। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "Michael Shannon connected to his 'Nocturnal Animals' lawman character from the get-go"। Los Angeles Times। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "Michael Shannon in Talks to Star in Guillermo del Toro's Cold War Love Story (Exclusive)"। The Wrap। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "Venice Film Festival Sets Lido Launch for Aronofsky, Clooney, Del Toro, Payne & More As Awards Buzz Begins – Full List"। Deadline Hollywood। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "Guillermo de Toro's The Shape of Water wins Venice Golden Lion"। The Guardian। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
- ↑ "Guillermo del Toro's 'Shape of Water' Gets Awards-Season Release Date"। Variety। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে মাইকেল শ্যানন (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে মাইকেল শ্যানন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মাইকেল শ্যানন (ইংরেজি)