মাক্সিম লেস্তিয়েন
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মাক্সিম লেস্তিয়েন[১] | ||
জন্ম | ১৭ জুন ১৯৯২ | ||
জন্ম স্থান | মুকরোঁ, বেলজিয়াম | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | স্ট্যান্ডার্ড লিয়েজ | ||
জার্সি নম্বর | ২২ | ||
যুব পর্যায় | |||
১৯৯৬–২০০৮ | মুকরোঁ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮–২০০৯ | মুকরোঁ | ২০ | (৩) |
২০১০–২০১৪ | ক্লাব ব্রুজ | ৯৯ | (৩৪) |
২০১৪–২০১৬ | আল-আরাবি | ০ | (০) |
২০১৪–২০১৫ | → জেনোয়া (ধার) | ২৩ | (১) |
২০১৫–২০১৬ | → পিএসভি (ধার) | ১৪ | (১) |
২০১৬–২০১৮ | রুবিন কাজান | ২৩ | (৫) |
২০১৮ | → মালাগা (ধার) | ১২ | (০) |
২০১৮– | স্ট্যান্ডার্ড লিয়েজ | ৪৭ | (১১) |
জাতীয় দল‡ | |||
২০০৭ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ | ৪ | (১) |
২০০৭–২০০৮ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ | ১১ | (৫) |
২০০৯ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ | ৫ | (০) |
২০০৯ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ | ১ | (১) |
২০০৯–২০১১ | বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ | ১৪ | (৪) |
২০১০–২০১৩ | বেলজিয়াম অনূর্ধ্ব-২১ | ৯ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:০২, ২১ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৪৬, ২১ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাক্সিম লেস্তিয়েন (ফরাসি উচ্চারণ: [maksim lɛstjɛn], ইংরেজি: Maxime Lestienne; জন্ম: ১৭ জুন ১৯৯২) হলেন মুকরোঁয় জন্মগ্রহণকারী একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজিয়ামের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বেলজীয় প্রথম বিভাগ এ-এ স্ট্যান্ডার্ড লিয়েজ এবং বেলজিয়াম জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পাশের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পাশের আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
১৯৯৬–৯৭ মৌসুমে, বেলজীয় ফুটবল ক্লাব মুকরোঁর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে লেস্তিয়েন ফুটবল জগতে প্রবেশ করেন এবং একই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই তিনি নিজের খেলার বিকাশ করেছেন। ২০০৮–০৯ মৌসুমে, মুকরোঁর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, যেখানে তিনি ১ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ২০ ম্যাচে ৩টি গোল করেছেন। পরবর্তীতে তিনি ক্লাব ব্রুজ, আল-আরাবি, ধারে জেনোয়া, ধারে পিএসভি এইন্থোভেন, রুবিন কাজান এবং ধারে মালাগার হয়ে খেলেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি রুবিন কাজান হতে বিনামূল্যে স্ট্যান্ডার্ড লিয়েজে যোগদান করেছেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Acta del Partido celebrado el 10 de febrero de 2018, en Málaga" [Minutes of the Match held on 10 February 2018, in Málaga] (Spanish ভাষায়)। Royal Spanish Football Federation। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বিনামূল্যে স্ট্যান্ডার্ড লিয়েজে যোগদান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারবেসে মাক্সিম লেস্তিয়েন (ইংরেজি)
- সকারওয়েতে মাক্সিম লেস্তিয়েন (ইংরেজি)
- জীবিত ব্যক্তি
- ১৯৯২-এ জন্ম
- বেলজীয় ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- মালাগা ফুটবল ক্লাবের খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- জেনোয়া ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- রুশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ফুটবল ক্লাব রুবিন কাজানের খেলোয়াড়
- বেলজীয় প্রো লিগের খেলোয়াড়
- ক্লাব ব্রুজের খেলোয়াড়
- রয়্যাল এক্সেল মুকরোঁর খেলোয়াড়
- স্ট্যান্ডার্ড লিয়েজের খেলোয়াড়
- এরস্টে ডিভিজির খেলোয়াড়
- বেলজিয়ামের আন্তর্জাতিক যুব ফুটবলার
- বেলজিয়ামের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- পিএসভি আইন্দোভেনের খেলোয়াড়
- এরেডিভিজির খেলোয়াড়
- ইতালিতে প্রবাসী ফুটবলার
- স্পেনে বেলজীয় প্রবাসী ক্রীড়াবিদ