মুকুট
অবয়ব
মুকুট হল রাজা বা কোন বীর কর্তৃক তার ক্ষমতা এবং মর্যাদার প্রতীকরূপে মাথায় পড়ার এক প্রকার ঐতিহ্যবাহী অলঙ্করণ বা টুপি বিশেষ। বিস্তৃতভাবে বললে, মুকুট একজন রাজার আধিপত্য বা আধিপত্যের সমর্থক কিছু বিশেষ বিষয়ের প্রতীক। সচরাচর এটি সোনা, রূপা কিংবা হীরার ন্যায় মূল্যবান ধাতু সহযোগে তৈরি করা হয়। চিত্রশিল্পে রাজাকে প্রায়শই মুকুট পরিহিত অবস্থায় চিত্রিত করা হয়।