১৯৯২–৯৩ বুন্দেসলিগা
মৌসুম | ১৯৯২–৯৩ |
---|---|
তারিখ | ১৪ আগস্ট ১৯৯২ – ৫ জুন ১৯৯৩ |
চ্যাম্পিয়ন | ভেয়ার্ডার ব্রেমেন ৩য় বুন্দেসলিগা শিরোপা ৩য় জার্মান শিরোপা |
অবনমন | বোখুম উরডিঙ্গেন জারব্রুকেন |
চ্যাম্পিয়নস লীগ | ভেয়ার্ডার ব্রেমেন |
কাপ উইনার্স কাপ | বায়ার লেভারকুজেন |
উয়েফা কাপ | বায়ার্ন মিউনিখ ফ্রাঙ্কফুর্ট বরুসিয়া ডর্টমুন্ড কার্লস্রুহার |
মোট খেলা | ৩০৬ |
মোট গোলসংখ্যা | ৮৮১ (ম্যাচ প্রতি ২.৮৮টি) |
শীর্ষ গোলদাতা | উলফ কির্স্টেন অঁতোনি ইয়েবোয়া (২০টি গোল) |
সবচেয়ে বড় হোম জয় | ডর্টমুন্ড ৬–০ ভাটেনশাইড (১৬ এপ্রিল ১৯৯৩) বায়ার্ন ৬–০ জারব্রুকেন (২৩ এপ্রিল ১৯৯৩) |
সর্বোচ্চ স্কোরিং | বায়ার্ন ৫–৩ স্টুটগার্ট (৩০ এপ্রিল ১৯৯৩) |
← ১৯৯১–৯২ ১৯৯৩–৯৪ → |
১৯৯২–৯৩ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৩০তম মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৯২ সালের ১৪ই আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৯৩ সালের ৫ই জুন তারিখে সম্পন্ন হয়েছিল।[১][২] কাইজারস্লাউটার্নের সুয়েডীয় রক্ষণভাগের খেলোয়াড় ইয়ান এরিকসন এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৩]
স্টুটগার্ট বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৯১–৯২ মৌসুমে ৫২ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ২য় বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।
এই মৌসুমে ৪৮ পয়েন্ট অর্জন করে ভেয়ার্ডার ব্রেমেন ৩য় বারের মতো বুন্দেসলিগা এবং ৩য় বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। বায়ার লেভারকুজেনের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় উলফ কির্স্টেন এবং আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের ঘানায়ীয় আক্রমণভাগের খেলোয়াড় অঁতোনি ইয়েবোয়া ২০ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।
প্রতিযোগিতার ধরন
[সম্পাদনা]প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য দুই পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী তিনটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল।
দল
[সম্পাদনা]১৯৯১–৯২ মৌসুম শেষে স্টুটগার্টার কিকার্স, হান্সা রস্টক, ডুসবুর্গ এবং ফর্টুনা ডুসেলডর্ফ মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে বায়ার ০৫ উরডিঙ্গেন এবং জারব্রুকেন বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের বিপরীতে এই মৌসুমে পূর্বের মতো ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
ক্লাব | অবস্থান | মাঠ[৪] | ধারণক্ষমতা[৪] |
---|---|---|---|
বোখুম | বোখুম | রুর স্টেডিয়াম | ৪০,০০০ |
ভেয়ার্ডার ব্রেমেন | ব্রেমেন | ভেজার স্টেডিয়াম | ৩২,০০০ |
বরুসিয়া ডর্টমুন্ড | ডর্টমুন্ড | ভেস্টফালেন স্টেডিয়াম | ৫২,৬১৬ |
ডিনামো ড্রেসডেন | ড্রেসডেন | রুডলফ হার্বিগ স্টেডিয়াম | ৩০,০০০ |
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ফ্রাঙ্কফুর্ট | ভাল্ডস্টাডিওন | ৬২,০০০ |
হামবুর্গার | হামবুর্গ | ফক্সপার্কস্টাডিওন | ৬২,০০০ |
কাইজারস্লাউটার্ন | কাইজারস্লাউটার্ন | ফ্রিৎস ভাল্টার স্টেডিয়াম | ৩৮,৫০০ |
কার্লস্রুহার | কার্লস্রুহে | ভিল্ডপার্কস্টাডিওন | ৫০,০০০ |
কলন | কোলন | মুঙ্গার্সডর্ফার স্টেডিয়াম | ৫৫,০০০ |
বায়ার লেভারকুজেন | লেভারকুজেন | উলরিখ হাবারলান্ড স্টেডিয়াম | ২৭,৮০০ |
বরুসিয়া মনশেনগ্লাডবাখ | মনশেনগ্লাডবাখ | বোকেলবার্গস্টাডিওন | ৩৪,৫০০ |
বায়ার্ন মিউনিখ | মিউনিখ | মিউনিখ অলিম্পিক স্টেডিয়াম | ৭০,০০০ |
নুর্নবার্গ | নুরেমবার্গ | ফ্রাঙ্কেন স্টেডিয়াম | ৫৫,০০০ |
জারব্রুকেন | জারব্রুকেন | লুডভিগস পার্ক স্টেডিয়াম | ৩৬,০০০ |
শালকে | গেলজেনকির্খেন | পার্ক স্টেডিয়াম | ৭০,০০০ |
স্টুটগার্ট | স্টুটগার্ট | নেকার স্টেডিয়াম | ৬৮,০০০ |
বায়ার ০৫ উরডিঙ্গেন | ক্রেফেল্ড | গ্রটেনবুর্গ স্টেডিয়াম | ৩৪,৫০০ |
ভাটেনশাইড | ভাটেনশাইড | লোরহাইডে স্টেডিয়াম | ১৫,০০০ |
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভেয়ার্ডার ব্রেমেন (C) | ৩৪ | ১৯ | ১০ | ৫ | ৬৩ | ৩০ | +৩৩ | ৪৮ | চ্যাম্পিয়নস লীগের প্রথম পর্বের উত্তীর্ণ |
২ | বায়ার্ন মিউনিখ | ৩৪ | ১৮ | ১১ | ৫ | ৭৪ | ৪৫ | +২৯ | ৪৭ | উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ |
৩ | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ৩৪ | ১৫ | ১২ | ৭ | ৫৬ | ৩৯ | +১৭ | ৪২ | |
৪ | বরুসিয়া ডর্টমুন্ড | ৩৪ | ১৮ | ৫ | ১১ | ৬১ | ৪৩ | +১৮ | ৪১ | |
৫ | বায়ার লেভারকুজেন | ৩৪ | ১৪ | ১২ | ৮ | ৬৪ | ৪৫ | +১৯ | ৪০ | কাপ উইনার্স কাপের প্রথম পর্বে উত্তীর্ণ |
৬ | কার্লস্রুহার | ৩৪ | ১৪ | ১১ | ৯ | ৬০ | ৫৪ | +৬ | ৩৯ | উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[ক] |
৭ | স্টুটগার্ট | ৩৪ | ১২ | ১২ | ১০ | ৫৬ | ৫০ | +৬ | ৩৬ | |
৮ | কাইজারস্লাউটার্ন | ৩৪ | ১৩ | ৯ | ১২ | ৫০ | ৪০ | +১০ | ৩৫ | |
৯ | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ৩৪ | ১৩ | ৯ | ১২ | ৫৯ | ৫৯ | ০ | ৩৫ | |
১০ | শালকে | ৩৪ | ১১ | ১২ | ১১ | ৪২ | ৪৩ | −১ | ৩৪ | |
১১ | হামবুর্গার | ৩৪ | ৮ | ১৫ | ১১ | ৪২ | ৪৪ | −২ | ৩১ | |
১২ | কলন | ৩৪ | ১২ | ৪ | ১৮ | ৪১ | ৫১ | −১০ | ২৮ | |
১৩ | নুর্নবার্গ | ৩৪ | ১০ | ৮ | ১৬ | ৩০ | ৪৭ | −১৭ | ২৮ | |
১৪ | ভাটেনশাইড | ৩৪ | ১০ | ৮ | ১৬ | ৪৬ | ৬৭ | −২১ | ২৮ | |
১৫ | ডিনামো ড্রেসডেন | ৩৪ | ৭ | ১৩ | ১৪ | ৩২ | ৪৯ | −১৭ | ২৭ | |
১৬ | বোখুম (R) | ৩৪ | ৮ | ১০ | ১৬ | ৪৫ | ৫২ | −৭ | ২৬ | ২. বুন্দেসলিগায় অবনমিত |
১৭ | বায়ার ০৫ উরডিঙ্গেন (R) | ৩৪ | ৭ | ১০ | ১৭ | ৩৫ | ৬৪ | −২৯ | ২৪ | |
১৮ | জারব্রুকেন (R) | ৩৪ | ৫ | ১৩ | ১৬ | ৩৭ | ৭১ | −৩৪ | ২৩ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল।
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
- ↑ কলন কাপ উইনার্স কাপের জন্য উত্তীর্ণ হওয়ায় উয়েফা কাপে তাদের বরাদ্দকৃত স্থানটি কার্লস্রুহারকে প্রদান করা হয়েছিল।
ফলাফল
[সম্পাদনা]শীর্ষ গোলদাতা
[সম্পাদনা]অবস্থান | খেলোয়াড় | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | উলফ কির্স্টেন | বায়ার লেভারকুজেন | ২০ |
২ | অঁতোনি ইয়েবোয়া | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | |
৩ | উইন্টন রুফার | ভেয়ার্ডার ব্রেমেন | ১৭ |
৪ | স্তেফান শাপুইজা | বরুসিয়া ডর্টমুন্ড | ১৫ |
৫ | আন্ড্রেয়াস টম | বায়ার লেভারকুজেন | ১৩ |
৬ | ফ্রিৎস ভাল্টার | স্টুটগার্ট | |
৭ | উভে ভেগমান | বোখুম | |
৮ | সের্গেই কিরিয়াকভ | কার্লস্রুহার | ১১ |
৯ | ব্রুনো লাবাডিয়া | বায়ার্ন মিউনিখ | |
১০ | ইঙ্গো আন্ডারব্রুগে | শালকে | ১০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Schedule Round 1"। DFB। ৮ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Archive 1992/1993 Round 34"। DFB। ৮ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "1. FC Kaiserslautern - 1. FC Köln 1:0 (Bundesliga 1992/1993, 1. Round)"। worldfootball.net। ৭ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২।
- ↑ ক খ Grüne, Hardy (২০০১)। Enzyklopädie des deutschen Ligafußballs, Band 7: Vereinslexikon (জার্মান ভাষায়)। Kassel: AGON Sportverlag। আইএসবিএন 3-89784-147-9।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ডিএফবি আর্কাইভে ১৯৯২–৯৩ বুন্দেসলিগা (জার্মান)