বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন:লিপিশালা/মহাফেজখানা/৬

উইকিসংকলন থেকে
Bodhisattwa (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৪১, ৭ এপ্রিল ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ ("উইকিসংকলন:লিপিশালা/মহাফেজখানা/৬" সুরক্ষিত করা হয়েছে ([সম্পাদনা=কেবল প্রশাসকদের জন্য অনুমতি] (অসীম) [সরিয়ে নেওয়া=কেবল প্রশাসকদের জন্য অনুমতি] (অসীম)))
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মুদ্রণ সংশোধন প্রমাদ দূরীকরণ

সুধী, বর্তমানে প্রায় ৭ লক্ষ পাতা ওসিআর সম্পন্ন হতে চলেছে, সেই তুলনায় মাত্র ১২,০০০ পাতা মুদ্রণ সংশোধন হয়েছে, যার একটি প্রধান কারণ আমাদের স্বেচ্ছাসেবকদের সংখ্যার অপ্রতুলতা। গতকাল একটি আলোচনায় @Sumita Roy Dutta:দি মতামত দেন যে, কোন বটের সাহায্যে গুগল ওসিআরের ফলে সংগঠিত কোন বিশেষ টাইপোকে গণহারে প্রতিটি পাতায় সংশোধন করা গেলে কাজ করতে অনেক সুবিধা হয়। এই প্রসঙ্গে @Titodutta: দুটি এক্সটেনশনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করেন - ১) Extension:Replace Text ও ২) MassEditRegex, যা মূলত এই কাজ করে থাকে, কিন্তু এই দুটি এক্সটেনশন এখনো পর্যন্ত উইকিমিডিয়ার কোন উইকিতে সক্রিয় নেই। এই দুটি এক্সটেনশন ও অন্যান্য কোন স্ক্রিপ্ট সম্বন্ধে আলোকপাত করতে সকলের (বিশেষ করে @Aftabuzzaman, Jayantanth, Mahir256, Hrishikes:) মতামত কামনা করছি। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:১৭, ৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Bodhisattwa: এটা দেখ: en:User:Ineuw/common.js/typoscan.js. গণহারে সম্পাদনা AWB দিয়ে করা যায়। Hrishikes (আলাপ) ১৪:৪৭, ৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes:দা, হ্যাঁ, এটা আগে দেখেছি। আমার কমন জাভাস্ক্রিপ্টে লোড করা আছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:৪২, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
আমি হ্যাঁ বা না কিছু মতামত দিচ্ছি না। যোগ করলেও আমি আপত্তি জানাবো না, আবার না করেলেও না। তবে আমার দুশ্চিন্তা হচ্ছে অন্যখানে। আমার AWB ব্যবহারের অভিজ্ঞতা থেকে দেখেছি, যদি আমরা অনুসন্ধান ও প্রতিস্থাপন ব্যবহার করি তবে দেখা যায় তা ভুল বানান ঠিক করার পাশাপাশি ঠিক বানান ভুল করে দেয়। যেমন: "অণু" বানান ধরা যাক। "অনু"কে → অণু করতে গেলে যদি সেই পাতায় "অনুসারে" বানান থাকে, তবে দেখা যায় তা "অনুসারে" কে → "অণুসারে" (ন কে ণ) করে দেয় যা কিনা সঠিক বানানকে ভুল করে দেয়া। তাই বানান ঠিককরণের ক্ষেত্রে অনুসন্ধান ও প্রতিস্থাপন ব্যবহার করা উচিত হবে না মনে করি। একমাত্র ভরসা রিজেক্স দ্বারা অনুসন্ধান ও প্রতিস্থাপন। আমি এখানে রিজেক্স দ্বারা করার চেষ্টা করেছি কিন্তু মনে হচ্ছে বাংলার জন্য রিজেক্স ঠিকমত কাজ করে না। রিজেক্স ব্যবহারের পরেও উপরের "অণু" সমস্যা হয় (উদাহরণের স্বার্থে একটি শব্দ দিয়েছি, এই রকম প্রচুর বানান আছে)। নাকি আমার রিজেক্সে ত্রুটি আছে? --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩১, ৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@Aftabuzzaman:, সেক্ষেত্রে কি শুধু সেই অনুকে প্রতিস্থাপন করা যায় না, যার পরে একটা গ্যাপ আছে ("অনু ")? এই ক্লিন আপ জাভাস্ক্রিপ্ট দিয়েও প্রতিস্থাপন করা হয়ে থাকে, সেখানে শব্দের পরের ফাঁক ব্যবহার করে প্রতিস্থাপন করা হয়ে থাকে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:৪২, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, এই রকম খালিস্থান যোগ করে করা যেতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৭, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যক্তিগত মিডিয়াউইকিতে Extension:Replace Text ইন্সটল করে দেখলাম, ভালোই কাজ করছে। ফ্যাব্রিকেটরে বাগ রিপোর্ট করলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশাসকদের কাজের মূল্যায়ন ও নিষ্ক্রিয়তা

প্রশাসকদের কাজের মূল্যায়ন ও নিষ্ক্রিয়তা সম্পর্কে আমি একটি স্থানীয় নীতিমালা প্রস্তাব করেছি ও কিছু পরিবর্তন করেছি। এখানে । আগে ছিল প্রশাসকদের ন্যুনতম ৫০০টি সম্পাদনা করতে হবে, সেটি ১০০ করেছি , এক বছরে। আমার প্রস্তাবিত নীতিমালা এই রকম , "কোনো প্রশাসক ১ বছরে (৩৬৫ দিন) ন্যুনতম ১০০টি সম্পাদনা না করলে ধরে নেওয়া হতে পারে, যে তিনি সক্রিয় নন। অর্থাৎ প্রশাসককে শুধুমাত্র প্রশাসন সংক্রান্ত কাজেই অবদান রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি যেন উইকিসংকলনের মুল কাজে সক্রিয় থাকেন। এক্ষেত্রে এক বছর ধরা হবে , ১লা জানুয়ারি থেকে ৩১সে ডিসেম্বর একটি পঞ্জিকাবর্ষে সকল প্রশাসক ন্যুনতম ১০০টি সম্পাদনা করবেন। প্রতি জানুয়ারি মাসে সকল প্রশাসকের মূল্যায়ন হবে ও ১০০টির কম সম্পদনাকারি প্রশাসকের জন্য মেটাতে ডি-অ্যাডমিনশিপের আবেদন এখানে সরাসরি যেকোনো ব্যবহারকারী করতে পারবেন। " - সেই মত আমি সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি এখানে মেটাতে একজন প্রশাসকের জন্য বছরে ন্যুনতম ১০০টি সম্পদনা করতে হবে এই মর্মে লিখেছি। এর অর্থ , মেটার নিয়ম অনুসারে দুই বছর অন্তর তাদের নিজস্ব ন্যমের বাইরে গিয়ে আমরা আমাদের স্তানীয় নীতিমালা অনুসারে যে কোন প্রশাসককে ডি-অ্যাডমিনশিপের আবেদন প্রতি বছর জানুয়ারি মূল্যায়ন করব । সবার মতামত ও আলোচনা প্রয়োজন। এক সপ্তাহে কোনো আপত্তি না হলে, এই নীতিমালা বলদৎ থাকবে। Jayanta(জয়ন্ত) ০৮:০২, ২৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন, কোন আপত্তি নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:১৪, ২৯ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪২, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন মাহির২৫৬ (আলাপ) ১৭:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Exemption Doctrine Policy (EDP)

Exemption Doctrine Policy (EDP),এই কথার বাংলা অনুবাদ করতে পারলাম না । আপনারা পড়লেই বুঝবেন , প্রতিটি প্রকল্পেরই স্বতন্তর লাইসেন্স পলিসি ঠিক করার অধিকার আছে । কিছু বলা না থাকলে সাধারণত , সকল উইকিসোর্সের প্রকাশ লাইসেন্স হল All works on Wikisource in the public domain or released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License (CC-BY-SA). কেউ কেউ সাথনীয় আলোচনার মাধ্যমে তাদের স্থানীয় প্রকাশ নীতি ঠিক করতে পারেন , তার তালিকা এখানে পাবেন। অনেক প্রকপ্লেই Non-free_content নির্দিস্ট কিছু শর্তে প্রকাশ করে থাকে । সেটাই Exemption Doctrine Policy (EDP)।

কমন্সের সম্প্রদায় যেমন Exemption Doctrine Policy (EDP) কে সম্পুর্ন রূপে বর্জন করেছে।

আমার একটি প্রস্তাবনায় আছে , সেখানে Non-free_content যুক্ত করা নয় , কিন্তু আমাদের কিছু বইয়ের ক্ষেত্রে প্রকাশের লাইসেন্স একটু অন্য করা , সেটি হল CC BY-NC-ND 3.0। কিছু প্রকাশক/লেখকের সঙ্গে আলোচনার জানতে পারলাম , তারা উইকিসংকলনে কোনো বইকে প্রকাশের জন্য তাদের কোনো আপত্তি নেই , কিন্তু তার বাণিজ্যিক ব্যবহার হলে তাদের আপত্তি আছে । সেটি একমাত্র এই লাইসেন্স দ্বারাই তাদের নির্ভরতা দেওয়া যায় । কিছু বই এমন আছে যা আমরা লেখক/ লেখকের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে প্রকাশ করতে পারি , যদি সম্প্রদায় কিছু বইয়ের জন্য অন্য লাইসেন্স নীতিমালা করতে একমত হই। সবার মন্তব্য ও আলোচনা প্রয়োজন। Jayanta(জয়ন্ত) ১৩:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

একজন লেখকের সঙ্গে আমার কিছু বার্তালাপের কিছু অংশ আমি তুলে দিচ্ছি , তাতে আমার এই চাওয়াটার আসল উদ্দেশ্য পরিষ্কার হবে,

প্রশ্নঃ Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License (CC-BY-SA) প্রকাশ করলে আপনার কি অসুবিধা আছে ?

উত্তর ঃ আমার অসুবধার জায়গা একটাই , আমার বই নিয়ে যে কেউ ব্যবসা করতে পারবে কিন্তু আমি এক পয়সা পাবো না ।

প্রশ্ন ঃ কিন্তু এই যে আপনার বইয়ের স্ক্যান কপি ইন্টারনেটে রয়েছে , সবাই পরছে এতে আপনার কোনো আপত্তি নেই ? বা আপনার কোনো ব্যবসায়িক ক্ষতি হচ্ছে না?

উত্তর ঃ না এতে আমার কোনো আপত্তি নেই , বা আমার কোনো ব্যবসায়িক ক্ষতিও হচ্ছে না বলে মনে করি। বরঞ্চ অনেক পাঠক আমার বাড়ছে , আমার লেখা পড়ে আমাকে জানছে ও প্রয়োজনে ভাল লাগলে আমার বই কিনে সংগ্রহে রেখে দিচ্ছে ।

'প্রশ্নঃ আপনার অনুমতি না নিয়ে উইকিসংকলন যদি আপনার বই প্রকাশ করে আপনার কোনো আপত্তি নেই ?

উত্তর ঃ না এতে আমার কোনো আপত্তি নেই, কারণ আপনারা ব্যবসা করছেন না । স্ক্যান কপি যারা আপলোড করছে তারাও ব্যবসা করছে না । উপরন্তু পরোক্ষে আমার সাহায্য করছে , আপনার প্রকাশ করলে আমারই ভাল । আপনারাই তাই করুন , আমার বই প্রকাশ করুন , কিন্তু লিখিত কিছু দিতে পারব না বা সেটা দেওয়া সম্ভব নয় । লিখিত দেওয়া মানে আমি ঘোষণা করলাম , আমার বই যে কেউ আমার অণুমতি ব্যতীত যে কেউ প্রকাশ করতে পারবে , ব্যবসায়িক ভাবেও।

প্রশ্নঃ কিন্তু আপনার অনুমতি ব্যতীত আমরা তো প্রকাশ করতে পারি না ।

উত্তর ঃ আপনারা প্রকাশ করুণ না , আমার কোনো আপত্তি নেই ।

প্রশ্নঃ কিন্তু লিখিত অনুমতি ব্যতীত আমরা তো প্রকাশ করতে পারি না ।

উত্তর ঃ লিখিত আপনি যেটা ছাইছেন , তাতে আপত্তির জায়গাটা বললাম আপনাকে । লিখিত দেওয়া আমানে তো যে কেউ আমার বই আমার অনুমতি ব্যতীত প্রকাশ করবে ও ব্যবহা করবে। সেটা কি করে আমি দিতে পারি? উইকিপিডিয়া প্রকাশ করলে আমার আপত্তি নেই ।

সচেতনতা ভিডিও

সুধী, বাঙালি বইপ্রেমী ও নেটিজেনদের মধ্যে বাংলা উইকিসংকলন সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য একটি স্বল্প দৈর্ঘ্যের ডকুমেন্টরী ভিডিও তৈরি করার চিন্তাভাবনা করছি। এই প্রসঙ্গে মেটায় একটি র‍্যাপিড গ্র্যান্টের আবেদন করেছি। সেখানে সকলের সুচিন্তিত মতামত ও সমর্থন কাম্য। - বোধিসত্ত্ব (আলাপ) ০৭:২৩, ১৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সুধী, গ্র্যান্ট আবেদন গ্রহণ করা হয়েছে এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের তরফে এই প্রকল্পে অর্থ প্রদান করা হবে। @Hrishikes, Jayantanth, Mahir256, DeepanjanGhosh:, এই ভিডিওতে সম্ভবতঃ উইকিসংকলনের এক বা একাধিক বই অভিনয়ের মাধ্যমে প্রদর্শিত হবে। কোন বই দেখানো হবে, সেটা ঠিক করা জরুরি। এখানে সকলের মতামত কাম্য। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:৩৩, ১১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

একটি সম্ভাব্য তালিকা

বই আপলোড প্রুফরিড বৈধকরণ
গৌড়রাজমালা করা হয়েছে করা হয়েছে করা হচ্ছে...
গৌড়লেখমালা (প্রথম স্তবক) করা হয়েছে করা হয়েছে করা হচ্ছে...
কথোপকথন করা হয়েছে করা হয়েছে করা হচ্ছে...
আমার দুপয়সা: ১. শকুন্তলা — বিভিন্ন অনুবাদ ও সংস্করণ সমেত, এতে বোঝা যাবে আমরা কোন রচনার বহুবিধ প্রকাশিত রূপ সম্বন্ধে সচেতন। ২. আমরা একই সঙ্গে ইংরেজি ও বাংলায় একই রচনার ওপর প্রায়ই কাজ করে থাকি, পারস্পরিক যোগ দেখিয়ে; যথা কেরীর কথোপকথন, রবীন্দ্রনাথের Mashi and Other Stories, প্রভাত মুখুজ্যের Stories of Bengalee Life, শরৎচন্দ্রের শ্রীকান্ত ইত্যাদি। ৩. আমরা কোন লেখকের সামগ্রিক রচনা কালানুক্রমিক ভাবে, পাঠান্তরের ক্ষেত্রে (যথা আনন্দমঠ) বিভিন্ন সংস্করণ সমেত পাঠকের সামনে তুলে ধরি। বঙ্কিম, শরৎ, রবীন্দ্র, বিভূতি এঁদের লেখক পাতা দেখানো যেতে পারে। ৪. গৌড়লেখমালার বিভিন্ন আলাপপাতা, উইকিসংকলন সংযোজনের নিদর্শন। Hrishikes (আলাপ) ০৫:২৪, ১১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সকলের জ্ঞাতার্থে গতকাল রাতে একটি গুগল হ্যাংআউটে এই ভিডিও নির্মাতাদের সাথে আলোচনা করা হয়। @SGill (WMF): এই আলোচনাটি সঞ্চালনা করেন। উইকিসংকলনের পক্ষ থেকে @Hrishikes, Jayantanth, Mahir256: ও আমি এই আলোচনাও অংশগ্রহণ করি। উইকিসংকলন কি, এই প্রকল্পের গুরুত্ব, এই ভিডিও লক্ষ্য ও সম্ভাব্য দর্শক, কবে কি বিষয়ে কি কাজ হবে সেও বিষয়ে সম্ভাব্য তারিখ, সিনেমার দৈর্ঘ্য ইত্যাদি বিভিন্ন বিষয়ে সিনেমা নির্মাতাদের সাথে আলোচনা হয়। সকললের জ্ঞাতার্থে একটি গুগল ডকে সমস্ত গুরুত্ব পূর্ণ তথ্য নথিভুক্ত করা হবে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:৪৩, ১৬ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভিডিও প্রমোশন

সুধী, সকলের জ্ঞাতার্থে, উইকিসংকলনের জন্য নির্মীয়মাণ সচেতনতা ভিডিওগুলি খুব শীঘ্রই এক দুইদিনের মধ্যেই ইউটিবে, কমন্সে ও ফেসবুকে মুক্ত করা হবে। কিন্তু, ভিডিওর প্রমোশণের জন্য কিছু অর্থের প্রয়োজন হয়ে পড়েছে, কারণ পূর্বের র‍্যাপিড গ্র্যান্টে সমস্ত অর্থ খরচ হয়ে গেছে, ফলে সিআইএস-এর নিকটে এখানে ১০,০০০ টাকা চাইতে হচ্ছে। এই ব্যাপারে সকলের সমর্থন প্রয়োজন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৭:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভিডিও মুক্তি

সুধী, সকলের অবগতির জন্য অত্যন্ত আনন্দের সাথে একথা জানাচ্ছি যে, উইকিসংকলনের সচেতনতা ভিডিওগুলিকে ইউটিউবে ওয়েস্ট বেঙ্গল উইকিমিডিয়ান্স ইউজার গ্রুপের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে এবং কমন্সে আপলোড করা হয়েছে। এই প্রকল্পের বিস্তারিত মেটায় রয়েছে।

এই প্রকল্পের সাথে যুক্ত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।

  • পরিচালক - ঈশান শর্মা
  • সিনেমাটোগ্রাফার - সুখানসার সিং
  • কার্য্যনির্বাহী প্রযোজক - আর্য্যমান নাথ
  • শব্দ পরিচালক - সুকৃত সেন
  • ফোকাস পুলার - থিওড্রস ট্যাডিসি
  • সহকারী পরিচালক - স্নেহা দাস
  • চলচ্চিত্র সম্পাদক - হিমাংশু কাম্বলে
  • কালারিস্ট - পঙ্কজ নেলসন
  • অভিনয়ে - শ্রাবন্তী ভট্টাচার্য, অবিনাশ
  • উইকিসংকলন দল - বোধিসত্ত্ব মণ্ডল, হৃষীকেশ সেন, মাহির মোর্শেদ, জয়ন্ত নাথ
  • সমন্বয়কারী - সতদীপ গিল
  • প্রযোজনা সংস্থা - উইকিমিডিয়া ফাউন্ডেশন

এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকলকে আমার কৃতজ্ঞতা জানাই।

নীচে ভিডিওগুলির লিঙ্ক দেওয়া হল -

ধন্যবাদ -- বোধিসত্ত্ব (আলাপ) ০১:৫৩, ১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য - র‍্যাপিড গ্র্যান্ট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। - বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৬, ১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পত্রিকায় প্রকাশিত লেখা

সুধী, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, দ্বিমাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক, বার্ষিক ইত্যাদি পত্রিকাগুলিতে প্রকাশিত লেখাগুলির শিরোনাম কি ফর্ম্যাটে হবে, তা নিয়ে আলোচনা করলে ভালো হয়। যেমন পত্রিকা/বছর তারিখ/শিরোনাম বা পত্রিকা/খণ্ড/শিরোনাম বা অন্য কিছু? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩০, ১৮ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পত্রিকার ধরণ শিরোনাম
বার্ষিক পত্রিকা/সাল/লেখার নাম
দ্বিমাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক ?
মাসিক পত্রিকা/সাল/মাস/লেখার নাম
পাক্ষিক ?
সাপ্তাহিক ?
দৈনিক পত্রিকা/তারিখ/লেখার নাম
(সম্পাদনা সংঘাত) যদি হয় যে ১) প্রতি বছরের জন্য শুধু একটি খণ্ড থাকে ২) প্রতি খণ্ডে শুধু এক বছরের লেখা আছে, তাহলে পত্রিকা/বছর/শিরোনাম হোক। তা না হলে পত্রিকা/খণ্ড/শিরোনাম থাক। মাহির২৫৬ (আলাপ) ০৬:৫৫, ৯ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমার মতে: পত্রিকা/বছর/মাস (বা পক্ষ, সপ্তাহ ইত্যাদি)/লেখার নাম। স্ক্যানের কাঠামোর উপর নির্ভর করবে, যথা প্রবাসী/ষট্‌ত্রিংশ ভাগ/প্রথম খণ্ড/পাল-সাম্রাজ্যের শাসন-প্রণালী বা en:Popular Science Monthly/Volume 13/May 1878/The Question of Pain in DrowningHrishikes (আলাপ) ০৭:০২, ৯ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ডঃ তপোধীর ভট্টাচার্য

সুধী, সকলের জ্ঞাতার্থে, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ তপোধীর ভট্টাচার্য তাঁর পাঁচটি বইয়ের কপিরাইট ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক ৪.০ আন্তর্জাতিক লাইসেন্সে মুক্ত করেছেন। এই বইগুলি উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয়েছে এবং ইংরেজি ও বাংলা উইকিসংকলনে কাজ শুরু হয়েছে। ডঃ তন্ময় বীরজয়ন্ত নাথকে এই কাজে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য অশেষ অভিনন্দন। উল্লেখ্য এই প্রথম কোন বাংলা বইয়ের লাইসেন্স মুক্ত করা হল। ধন্যবাদান্তে, -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৫২, ২০ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নববর্ষ উপলক্ষে আড্ডা

সুধী, ১৫ই এপ্রিল ১লা বৈশাখ কলকাতায় নববর্ষ উপলক্ষে @Mausumi chakrabarti1995: একটি আড্ডার আয়োজন করেন, যেখানে উইকিমিডিয়া সম্বন্ধে আলোচনার জন্য @Arindam Maitra: ও আমি আমন্ত্রিত হই। অরিন্দম চুঁচুড়ায় ওলন্দাজ কবরখানায় এবং বাংলার মন্দির সংক্রান্ত ডকুমেন্টশনের কাজগুলি তুলে ধরেন ও উইকিপিডিয়ার কর্মকান্ড সংক্ষেপে আলোচনা করেন। আমি উইকিসংকলনের কাজকর্মগুলি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। অন্যান্য ডিজিটাল গ্রন্থাগারগুলির সঙ্গে উইকিসংকলনের প্রযুক্তিগত পার্থক্য ও উইকিসংকলনে কাজ করার তুলনামূলক সুবিধা, লেখকের কপিরাইট সম্মান করার ব্যাপারে ও কপিরাইট আইন মেনে চলার সম্বন্ধে আমাদের কঠোর নীতিমালা, প্রুফরিড ও বৈধকরণ সিস্টেম ও তার গুরুত্ব, ডাটা সংযোগ ইত্যাদি সম্বন্ধে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করার ও এই প্রসঙ্গে উইকি প্রকল্পগুলি সম্বন্ধে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। উইকিসংকলনে মেটাডাটার ব্যবস্থা সম্বন্ধে একটি প্রশ্ন এক্ষেত্রে উল্লেখযোগ্য। প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন, একজন সাধারণ পাঠক যদি উইকিসংকলনে কোন একটি শব্দ (ধরুন বর্ষা) কতগুলি বইয়ে রয়েছে তা খুঁজে পেতে চান তবে কিভাবে সহজে তা করতে পারেন। এর উত্তরে গুগল বা উইকিসংকলন অনুসন্ধান, উইকিসংকলনের ক্যাটালগ সিস্টেম এবং উইকিডাটার মাধ্যমে এটি করা সম্ভব বলে জানানো হয়, যদিও এটিও আমরা স্বীকার করি, উইকিসংকলনে মেটাডাটা ম্যানেজমেন্ট এখনো আরো অনেক উন্নত করা প্রয়োজন এবং ভবিষ্যতে তা করার চেষ্টা করা হবে। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উইকিসংকলনের প্রচার ও এই প্রসঙ্গে বাধাগুলি সম্বন্ধেও খুব সংক্ষেপে আলোচনা হয়। এছাড়া ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সন্বন্ধে ও বিভিন্ন লেখকের দ্বারা তাঁদের কাজ কপিরাইট মুক্ত করার ঘটনাগুলি সন্বন্ধে জানানো হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, শ্রী কলিম খান ও শ্রী রবি চক্রবর্তী দ্বারা প্রণীত ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থবিধি সংক্রান্ত বইগুলির ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে মুক্ত করার সম্ভাবনা সম্বন্ধে সেখানে উপস্থিত শ্রী নারায়ণচন্দ্র দাশের সঙ্গে আমাদের আলোচনা হয়। এই বিষয়টি @Arindam Maitra: দেখাশোনা করবেন। এছাড়া অগ্নিশ্বর চক্রবর্তী দ্বারা তৈরি কথকতা নামক বাংলা ভাষার জন্য একটি মুক্ত স্পিচ টু টেক্সট সফটওয়ার সম্বন্ধে জানতে পারি, কিন্তু ওনার ব্যস্ততার কারণে তিনি আগেই বেরিয়ে যাওয়ায় ওনার সঙ্গে আমাদের কথা হতে পারেনি, তবে একথা জানতে পারি, বিভিন্ন আর্থিক ও প্রযুক্তিগত কারণে সার্ভারের সমস্যা রয়েছে বলে মাঝে মাঝে তিনি সফটওয়ার বন্ধ রাখতে বাধ্য হন। সেক্ষেত্রে ভবিষ্যতে মিডিয়াউইকির মত করে অভিযোজিত করে উইকিমিডিয়া সার্ভারে রেখে সফটওয়্যারটির সমস্যা সমাধান করা যায় কি না, এই নিয়ে অরিন্দমের সঙ্গে আমার আলোচনা হয়। ভবিষ্যতে সম্ভব হলে অগ্নিশ্বরবাবুর সাথে এই নিয়ে কথা বলা যেতে পারেন, যদি উনি রাজি হন তবেই। সফটওয়্যারের কোডটি অবশ্য আমি খুঁজে পাইনি, হয়তো সেটি এখনো অনলাইনে প্রকাশিত নয়। কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এখানে না বলে থাকলে @Arindam Maitra: জানাবেন, আশা রাখি। ধন্যবাদান্তে -- বোধিসত্ত্ব (আলাপ) ০২:২৩, ১৬ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বোধিসত্ত্ব সংক্ষেপে কিন্তু খুব সুন্দর করে শ্রীমতী মৌসুমী চক্রবর্তী আয়োজিত এই নববর্ষ উপলক্ষ্যে আড্ডায় আলোচিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তুই এখানে তুলে ধরেছেন। ফলে নূতন করে আমার খুব একটা কিছু বলবার নেই। শুধু একটি বিষয় যোগ করা প্রয়োজন মনে করছি। আমাদের আলোচনা পরবর্তী প্রশ্নোত্তর পর্বে কথায় কথায় আলোচনায় একটি প্রসঙ্গ উঠে আসে - তা হল বিভিন্ন স্কুল-কলেজে বর্তমানে যে'সব প্রজেক্টের কাজ করা হয়, তার সাথে যুক্ত করে ছাত্রছাত্রীদের উইকিসংকলনের এবং সম্ভব হলে উইকিপিডিয়ারও বিভিন্ন নিবন্ধ সম্পাদনার কাজে কিছুটা সক্রিয় করে তোলা সম্ভব কিনা। বিষয়টির এইমুহূর্তে প্রয়োগসম্ভাব্যতা নিয়ে প্রশ্ন থাকলেও ভবিষ্যতে আলোচনার দাবি রাখে বলেই মনে হয়। ধন্যবাদান্তে --Arindam Maitra (আলাপ) ১৮:১৫, ১৬ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সিলেক্টরের (ইউএলএস) ওয়েবফন্ট

সুধী, বর্তমানে কিছু ব্যবহৃত টেমপ্লেট আছে ({{blackletter}} একটি উদাহরণ) যার জন্য অন্য সার্ভার থেকে ফন্ট নেওয়া প্রয়োজন (ওয়েবফন্ট); সেগুলা আবশ্যিকভাবে {{ULS}} পরিলেখন করে। কিন্তু সেসব টেমপ্লেট কাজ করবে না কারণ সব সময় এইসব ফন্ট ব্যবহার করতে গেলে একটি মিডিয়াউইকি পছন্দ বদলাতে হবে। যদি সবার জন্য ইউএলএসের ওয়েবফন্ট দেখাতে চান, তাহলে নিচে আপনার মন্তব্য দিয়ে দেন। ধন্যবাদান্তে। মাহির২৫৬ (আলাপ) ০৬:২০, ৩০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন -- Hrishikes (আলাপ) ০৭:৪৬, ৩০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন

সুধী, ইদানিং খুব বেশী পরিমাণে বিভিন্ন ব্যবহারকারীর উইকিমিডিয়া অ্যাকাউন্টে অবৈধ প্রবেশের চেষ্টা চলছে। এই ধরণের ব্যর্থ প্রবেশের চেষ্টা হলে আপনার কাছে একটি বিজ্ঞপ্তি আসবে। আপনি যদি প্রশাসক হন, তবে Two-factor authentication সক্রিয় করে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে পারেন। যদি আপনি প্রশাসক না হয়ে থাকেন, তবে, এখানে এই টুল সক্রিয় করার অনুরোধ করতে পারেন। ধন্যবাদ, -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:০৭, ৩ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

AdvancedSearch

Birgit Müller (WMDE) ১৪:৪৫, ৭ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিভ্রমণ অনুমোদিত হয়েছে

সুধী, আজ বাংলা উইকিভ্রমণ ভাষা কমিটি থেকে অনুমোদন পেয়েছে। এখন বাংলা উইকিভ্রমণ সাইট তৈরির কাজ চলছে। দীর্ঘ ৬ মাস যাবত যারা ইনকিউবেটরের বাংলা উইকিভ্রমণে অবদান রেখে এই অনুমোদন পেতে কাজ করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। সকল অবদানকারীর তালিকা এখানে পাওয়া যাবে (স্থায়ী)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৩, ৪ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Aftabuzzaman: - উইকিভ্রমণ খোলার ব্যাপারে তোমার অবদান ভোলার নয়। অভিনন্দন !!! -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:২৫, ৫ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
https://bn.wikivoyage.org/ তৈরি হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৮, ৭ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Update on page issues on mobile web

CKoerner (WMF) (talk) ২০:৫৮, ১২ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিসংকলন প্রতিযোগিতার নতুন টুল

সুধী, সকলের জ্ঞাতার্থে, উইকিসংকলন প্রতিযোগিতা সহজে সংগঠিত করার জন্য @Samwilson: টুলল্যাবে একটি টুল তৈরি করেছেন। ধন্যবাদান্তে, -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৪০, ১৪ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রকাশক নামস্থান চালুর আবেদন

সুধী, উইকিসংকলনে প্রকাশকদের জন্য আলাদা নামস্থান চালু করা যায় কি না এই বিষয়ে সম্প্রদায়ের মতামত প্রয়োজন। বর্তমানে কিছু কিছু প্রকাশককে প্রবেশদ্বারে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু এমন অনেক প্রকাশক রয়েছে, যারা মাত্র একটি বা দুটি বই প্রকাশ করেছে, তাদের প্রবেশদ্বারে জায়গা দেওয়া মুশকিল বা যায় না। লেখক পাতাগুলির মত প্রকাশকদের অনেক সুবিধা হয়, ডাটা তৈরি করার কাজও করা যেতে পারে। এই বিষয়ে সকলের মতামত ও সমর্থন কাম্য। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:১৪, ২৯ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রকাশক নামস্থান চালু করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৪৫, ১৯ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নির্ঘণ্ট পাতার রঙ প্রদর্শিত হচ্ছে না

সুধী, @Hrishikes:দা লক্ষ্য করেন যে সম্প্রতি নির্ঘণ্ট পাতার রঙ প্রদর্শিত হচ্ছে না। পার্জ বা নাল এডিট করে রঙ ফেরত আসছে না। ইংরেজি উইকিসংকলনেও একই সমস্যা হচ্ছে, (আলোচনা দেখুন)। touch.py ব্যবহার করলে এই রং ফেরত আসবে তা এই আলোচনায় @Billinghurst: সমাধান দিয়েছেন, কিন্তু সব পাতায় এই স্ক্রিপ্ট চালাতে প্রচুর সময় লাগছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:২৩, ৩০ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Can I do goggle eyes? ^^^What he said (I think) <grin> Billinghurst (আলাপ) ০৫:২৪, ৩০ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
Oops, sorry @Billinghurst:, here I just added a note about the disappearance of the proofread status color in Index pages and the solution you gave in the form of touch.py. :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:৩৩, ৩০ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
যেহেতু সাম্প্রতিক পরিবর্তনে বটের এই কাজ প্রতিফলিত হবে না, তাই নীচের সারণিতে কাজের অগ্রগতি দেওয়া হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:৫১, ৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
বিষয়শ্রেণী হালনাগাদ কবে শেষ হল
লেখাবিহীন করা হচ্ছে...
মুদ্রণ সংশোধন করা হয়নি  করা হয়নি
সমস্যাসঙ্কুল‎ করা হয়েছে ৭ জুলাই, ২০১৮
মুদ্রণ সংশোধন করা হয়েছে‎  করা হয়নি
বৈধকরণ‎‎ করা হয়েছে ৮ জুলাই, ২০১৮
বিষয়শ্রেণী ধরে আর করছি না, তাই সারণিটি সরিয়ে দিলাম। সমস্ত নির্ঘণ্টের পাতা ধরে করছি এখন। উইকিসংকলনে কত পাতা বাকি থাকল তা এই কোয়েরিতে দেখা যাবে। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৪৯, ৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

একটি বটের পক্ষে ৬লক্ষ পাতা নিয়ে কাজ করতে প্রায় ৭-১০ দিন সময় লাগবে। যদি সম্প্রদায় থেকে অন্য কোন ব্যবহারকারী তাঁর বট অ্যাকাউন্ট দিয়ে এই কাজে সাহায্য করেন, তাহলে সুবিধে হয়। এই কাজ pywikibot দিয়ে করতে হবে। টার্মিনালে নিম্নের কোড ব্যবহার করুন -

python pwb.py touch -lang:bn -family:wikisource -pt:0 -maxlag:1 "-start:Page:ফাইলের নাম.pdf/পাতার সংখ্যা"

উদহারণ স্বরূপ কেউ নির্ঘণ্ট:সিরাজদ্দৌলা - অক্ষয়কুমার মৈত্রেয়.pdf -এর ১০ নং পাতা দিয়ে কাজ শুরু করতে চাইলে ব্যবহার করুন

python pwb.py touch -lang:bn -family:wikisource -pt:0 -maxlag:1 "-start:Page:সিরাজদ্দৌলা - অক্ষয়কুমার মৈত্রেয়.pdf/১০"

এই touch.py স্ক্রিপ্ট বর্ণানুক্রমিক পাতাগুলি নিয়ে কাজ করবে, অতএব কোন একটি বর্ণের (ধরুন স) প্রথম বই নিয়ে কাজ শুরু করুন। আমি ইংরেজি বর্ণমালা ও অ দিয়ে শুরু এরকম সকল নির্ঘণ্টে কাজ শেষ করেছি, আ-এর কাজ চলছে। আপনারা মাঝের দিকের কোন বর্ণ দিয়ে শুরু এরকম কোন নির্ঘণ্ট শুরু করলে ভালো হয়, যে বর্ণ নিয়ে কাজ শুরু করবেন, সেটি জানিয়ে দেবেন, তাহলে সমন্বয় রক্ষা হবে। দয়া করে কয়েকটি কথা মনে রাখবেন,

  1. pywikibot/page.py স্ক্রিপ্টের ১৪১৬ নং লাইনে minor=False, botflag=True, force=True কোড দিন, তাহলে সাম্প্রতিক পরিবর্তনসমূহ পাতায় বটের কাজ নজরে আসবে না।
  2. touch.py স্ক্রিপ্ট মাঝে মাঝে বন্ধ হয়ে যেতে পারে, তখন যে পাতাতে শেষ কাজ করেছে, সেই পাতা থেকে স্ক্রিপ্ট চালু করবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:০৮, ৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বর্ণানুক্রমিক নির্ঘণ্ট তালিকা এখানে রয়েছে

  • ০-৯ করা হয়েছে
  • A-Z করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে

  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে

  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে

  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে

  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে

  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
  • করা হয়েছে
@Ankry:, thanks for the quarry, is there any way to touch the leftover pages which were missed due to some error? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৪২, ১১ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Bodhisattwa: Download the list, remove header, and touch in a loop? Ankry (আলাপ) ১৫:০৪, ১১ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Bodhisattwa-botWikisource-bot দ্বারা কাজ সম্পন্ন করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:২৪, ৮ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Bot rights for User:Wikisource-bot

Hi. With the requirement to fix the page categorisation as notified at phab:T198470, I would like to propose to the community to have our bot run through and address the problem with the solution identified. The bot has been used to resolve issue previously on the Wikisources.

Thanks. Billinghurst (আলাপ) ০৮:২৫, ৭ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন - বোধিসত্ত্ব (আলাপ) ১১:৩৯, ৭ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন Sounds good. মাহির২৫৬ (আলাপ) ১৬:৫৪, ৭ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে by steward Ruslik0. Ankry (আলাপ) ১৮:৩৫, ৩০ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Addition of bnWS to global bots

Above I have added a bot request, as this wiki is not within the global bot project, per list m:Special:WikiSets/2. Would the community consider opting in to the global bots, so that when we have Wikisource-wide fixes for mw:Extension:ProofreadPage that is possible to organise the bots to do the jobs within Phabricator, and simply get the fix in place. Billinghurst (আলাপ) ০৮:২৬, ৭ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন - Thanks @Billinghurst: for bringing this proposal for consideration, so that global maintenance bots can fix issues easily in bnws. I also support for automatic approval of the bot in this wiki as per the bot policy. -- বোধিসত্ত্ব (আলাপ) ১১:৩৭, ৭ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন Sounds good. মাহির২৫৬ (আলাপ) ১৬:৫৪, ৭ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Requesting bot flag for Hrishikesbot

  • Botmaster: User:Hrishikes
  • Purpose: Few automated maintenance tasks
  • Technical details: Pywikipedia framework

I am planning to do pywikibot touch edits and other maintenance works. Thanks for consideration. হৃষীকেশ (আলাপ) ১৭:২২, ৯ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন Added your request here. মাহির২৫৬ (আলাপ) ০০:৪৮, ১০ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:০৪, ১১ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Global preferences are available বৈশ্বিক পছন্দসমূহ সক্রিয় করা হয়েছে

১৯:১৯, ১০ জুলাই ২০১৮ (ইউটিসি)

@Keegan (WMF):, the links lead to blank pages. I am correcting the faulty translation. It would be helpful if a second person is requested to review the translation before being posted in village pumps. Thanks for informing us about the update on Global preferences. -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:১৭, ১০ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
জনাব @Jhalmuri: এই অনুবাদটি করেছেন। ওনাকে আমি মানা করেছিলাম গুগল অনুবাদ ব্যবহার না করতে। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪১, ১০ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

"স্বয়ংপরীক্ষক" ব্যবহারকারী দলের প্রস্তাব

ইংরেজি উইকিসংকলনে প্রশাসকরা নতুন ব্যবহারকারীদের সম্পাদনা পরীক্ষা করে ঠিকঠাক পেলে সেই ব্যবহারকারীকে স্বয়ংপরীক্ষক দলের অন্তর্ভুক্ত করতে পারেন (phab:T20307)। বহু উইকিসংকলনে এই ব্যবস্থা আছে। বাংলায় নেই। ফলে এখানে বহু পুরনো ব্যবহারকারীরাও নতুন পাতা তৈরি করলে সাম্প্রতিক পরিবর্তনের পাতায় সেই সম্পাদনার আগে একটি লাল বিস্ময়চিহ্ন দেখায়, অর্থাৎ পাতাটি পরীক্ষার প্রয়োজন। ফলে এখানে এই দল সৃষ্টির প্রস্তাব রাখছি। হৃষীকেশ (আলাপ) ০৭:৩৩, ১১ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন পরে ফ্যাব্রিকেটরে নতুন টিকেট কাটব। মাহির২৫৬ (আলাপ) ১৫:২০, ১১ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:০১, ১১ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩০, ১২ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বৈধকরণ প্রয়োজন এরকম পাতা অনুসারে নির্ঘন্ট পাতার তালিকা সাজান

সুধী, সকলের জ্ঞাতার্থে, এবার থেকে নির্ঘণ্ট পাতার তালিকাটি বৈধকরণ প্রয়োজন এরকম পাতার সংখ্যা অনুসারে সাজানো যাবে। ‘নির্ঘণ্টের পাতা সাজান’ ট্যাবটি খুললে তিন নম্বরে এই অপশন পাওয়া যাবে। বর্তমানে বার্তাটি ইংরেজিতে দেখা গেলেও বাংলায় বার্তা আনার জন্য একটি প্যাচ জমা দেওয়া হয়েছে এক্সটেনশেন অনুবাদ করা হয়েছে, আশা করি শীঘ্রই বাংলা বার্তাটি দেখা যাবে। ধন্যবাদ, -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:০১, ১১ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Consultation on the creation of a separate user group for editing sitewide CSS/JS

উইকিম্যানিয়া কেপ টাউন

হ্যাকাথন

সুধী, উইকিম্যানিয়া কেপ টাউনের হ্যাকাথনে উইকিসংকলন নিয়ে একটি টেবিলে কাজ করা হচ্ছে। সম্প্রদায়ের পক্ষ থেকে কোন অনুরোধ থাকলে দয়া করে জানাবেন। আপাতত ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি নেটওয়ার্কবাংলা অ্যাকাডেমি থেকে কমন্সে সহজে বই আপলোডের ব্যবস্থা করার চেষ্টা চলছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১০:১২, ১৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Bodhisattwa: ব্রিটিশ লাইব্রেরি ও ক্রসএশিয়াকেও ধরতে পার। -- হৃষীকেশ (আলাপ) ১১:৪৯, ১৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা অ্যাকাডেমি PDF ডাউনলোড করার টুল - এখানে --Pmlineditor (t · c · l) ১৪:০৯, ১৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ব্রিটিশ লাইব্রেরি PDF ডাউনলোড করার টুল - এখানে --Pmlineditor (t · c · l) ১০:৪৫, ২৫ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সকলের সুবিধার্থে, আমি নীচে @Pmlineditor: নির্মিত এই স্ক্রিপ্টগুলি সম্বন্ধে বিশদে লিখলাম।

বাংলা অ্যাকাডেমি ডাউনলোডার স্ক্রিপ্ট

বাংলা অ্যাকাডেমির বইগুলিকে স্ক্রিপ্টের সাহায্যে mass-download করতে এই zip ফোল্ডারটি ডাউনলোড করুন, এবং তা আপনার পছন্দমত ডাইরেক্টরিতে extract করুন। এরপর bn-acad-downloader ফোল্ডারে গিয়ে টার্মিনালে নীচের কমান্ডগুলি দিন

sudo pip3 install -r requirements.txt
sudo pip3 install setuptools
python3 app.py

এই স্ক্রিপ্ট বাংলা অ্যাকাডেমি ওয়েবসাইট থেকে বইয়ের তলিকা একটি ফাইলে হালনাগাদ করবে এবং যে বইগুলি ডাউনলোড করা হয়নি, তা ডাউনলোড করবে। আপনার কম্পিউটার থেকে ডাউনলডকৃত ফাইলগুলি অপসারণ করলেও এই স্ক্রিপ্ট নতুন করে তা আপলোড করবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি তালিকার ফাইল থেকে সেই বইগুলিকে অপসারণ করছেন। মনে রাখবেন, এই স্ক্রিপ্ট pdf ব্যতীত কোন বই ডাউনলোড করবে না এবং কমন্সে কোন বই আপলোড করবে না। কোন সমস্যা হলে এখানে জানান।

ব্রিটিশ লাইব্রেরি ডাউনলোডার স্ক্রিপ্ট

ব্রিটিশ লাইব্রেরির endangered archive program প্রকল্পের অন্তর্গত বইগুলিকে ডাউনলোড করতে এই zip ফোল্ডারটি ডাউনলোড করুন, এবং তা আপনার পছন্দমত ডাইরেক্টরিতে extract করুন। এরপর eap2pdf ফোল্ডারে গিয়ে টার্মিনালে নীচের কমান্ডগুলি দিন

sudo pip install -r requirements.txt

ব্রিটিশ লাইব্রেরির বইগুলি দুইটি স্ক্রিপ্টে দুইভাবে ডাউনলোড করা যায়,

১) ব্রিটিশ লাইব্রেরির কোন নির্দিষ্ট collection এর সব বই mass-download করার জন্য eap2pdf ফোল্ডারে collections.txt ফাইলে EAPabc/x/y আকারে তালিকা তৈরি করুন (উদাহরণ এখানে)। এরপর টার্মিনালে নীচের কমান্ডগুলি দিন

python3 get_eap_entry.py
python3 eap_download_mass.py

মনে রাখবেন, একবারে এই স্ক্রিপ্টের সাহায্যে ৫০টি বই ডাউনলোড করতে পারবেন। এই উর্দ্ধসীমা সংখ্যাটি পরিবর্তন করতে হলে eap_download_mass.py কোডে পরিবর্তন করতে হবে। এই স্ক্রিপ্টের সাহায্যে কমন্সে আপলোড করা যায় না।

২) ব্রিটিশ লাইব্রেরির কোন নির্দিষ্ট বই কমন্সে আপলোড করতে হলে eap2pdf ফোল্ডারে eap_conf.ini ফাইলটি প্রয়োজনমত পরিবর্তন করে টার্মিনালে নীচের কোডটি দিন

 python3 eap_download_sel.py

এই স্ক্রিপ্ট দ্বারা আপলোডকৃত সকল বই কমন্সের এই বিষয়শ্রেণীতে পাওয়া যাবে। স্ক্রিপ্ট সংক্রান্ত কোন সমস্যা হলে এখানে জানান। ধন্যবাদ -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৩০, ১ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিসংকলন সম্মিলন

উইকিম্যানিয়ার শেষ দিনে অনুষ্ঠান শেষ হওয়ার পর মাত্র আধ ঘণ্টার জন্য উইকিসংকলনের সম্মিলন হয়। এই উইকিম্যানিয়ায় উইকিসংকলকদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মত, যার প্রতিফলন ঘটে সম্মিলনে। ইংরেজি ও ফরাসি উইকিসংকলনের কোন প্রতিনিধি এই উইকিম্যানিয়ায় ছিলেন না। ইতালীয় উইকিসংকলক OrbiliusMagister এই সম্মিলন আহ্বান করেন। ভারতীয় ভাষাগুলির মধ্যে বাংলা উইকিসংকলন থেকে আমি, তামিল উইকিসংকলন থেকে বালাজী জগদীশ, পাঞ্জাবী উইকিসংকলন থেকে সতদীপ গিল এই সম্মিলনে অংশগ্রহণ করি। ফাউন্ডেশনের গ্ল্যাম টিমের সদস্য সহ ৫ জন স্টাফও যোগ দেন। আলোচনার সময়কাল অত্যন্ত কম হওয়ায় খুব সংক্ষেপে উপস্থিত উইকিসংকলকরা তাঁদের সাফল্য ও সমস্যা তুলে ধরেন। বাংলা উইকিসংকলনের পক্ষ থেকে আমি হ্যাকাথনে আমাদের তৈরি নতুন স্ক্রিপ্টগুলি সম্বন্ধে ও নির্মীয়মাণ উইকিসংকনের সচেতনতা ভিডিও সম্বন্ধে বলি। উইকিপিডিয়ানদের মধ্যে উইকিসংকলন সম্বন্ধে অসচেতনতা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্বন্ধে জানাই এবং সাধারণ জনগণের সঙ্গে সঙ্গে উইকিপিডিয়ানদের মধ্যেও সচেতনতা বৃদ্ধির কাজ প্রয়োজন, তা বলার চেষ্টা করি। পাঞ্জাবী উইকিসংকলনের বিভিন্ন টেমপ্লেট, গ্যাজেট ও টুলের অনুপস্থিতি ও ঐ উইকিসংকলনের সম্পাদকদের অনভিজ্ঞতার সমস্যা সতদীপ তুলে ধরলে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান ইউজার গ্রুপের পক্ষ থেকে সমস্ত ধরণের সাহায্য করার কথা বলি ও ভবিষ্যতে যে কোন ভারতীয় ভাষার উইকিসংকলন গঠনের ক্ষেত্রে বাংলা উইকিসংকলনের অভিজ্ঞ সম্পাদকরা যাতে সেই ভাষার সম্পাদকদের নিয়ে কর্মশালা করতে পারেন, এই বিষয়ে আমাদের ইউজার গ্রুপের চিন্তাভাবনার কথা বলি। বালাজী প্রস্তাব দেন, যাতে অ্যামাজন বুক স্টোরে উইকিসংকলনের বইগুলি বিনামূল্যে রাখা সম্ভব হয়, ফাউন্ডেশনের স্টাফেরা এতে সাহায্য করবেন বলে আশ্বাস দেন। আসফ বলেন যে অদূর ভবিষ্যতে উইকিসংকলন সম্প্রদায়কে এস্প্রেসো বুক মেশিনের জন্য তৈরি থাকা উচিৎ। ফাউন্ডেশনের গ্ল্যাম টিম ও অন্যান্য স্টাফেরা উইকিসংকলন প্রকল্পে উৎসাহ দেখান ও এই প্রকল্পকে সাহায্য করার জন্য আশ্বাস দেন, যা এই সম্মিলনের অন্যতম পাওনা বলা চলে। সম্মিলনের শুরুতে ও শেষে OrbiliusMagister-এর সঙ্গে কিছু আলোচনা করার সুযোগ ঘটে যেখানে জানতে পারি, ইতালিয় উইকিসংকলকরা অত্যন্ত আগ্রহ সহকারে বাংলা উইকিসংকলনের দ্রুত অগ্রগতির দিকে নজর রেখে থাকেন। বাংলা উইকিসংকলনের পক্ষ থেকে তাঁকে, Alex brolloকে ও সমগ্র ইতালিয় উইকিসংকলন সম্প্রদায়কে আমাদের ধন্যবাদ জানাই। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:৫৬, ১ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনুচ্ছেদের জন্য বোতাম

সুধী, পাতায় অনুচ্ছেদ থাকলে <section begin="" /> <section end="" /> যোগ করার জন্য সম্পাদনা সরঞ্জাম বাক্সের উন্নত ট্যাবে একটি বোতাম যোগ করা হল। পাতার যে অংশের জন্য অনুচ্ছেদ করা হবে, সেটি নির্বাচন করে এই বোতামে ক্লিক করলে সেখানে অনুচ্ছেদের জন্য নাম চাওয়া হবে। ধরুন আপনি সেখানে A1 লিখলেন, তখন স্বয়ংক্রিয়ভাবে ঐ নির্বাচিত অংশের ওপরে ও নীচে <section begin="A1" /> <section end="A1" /> চলে আসবে। এই বোতামটি গ্যাজেট হিসেবে যোগ করা হয়েছে। ধন্যবাদ, -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:১৪, ১৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভোটের জন্য বোতাম

সুধী, ভোট প্রদান করার জন্য সম্পাদনা সরঞ্জাম বাক্সের উন্নত ট্যাবে , , এই তিনটি বোতাম যোগ করা হল। কোন ভোটাভুটিতে এগুলি সমর্থন সমর্থন, নিরপেক্ষ নিরপেক্ষবিরোধিতা বিরোধিতা যোগ করবে। এই বোতামটি গ্যাজেট হিসেবে যোগ করা হয়েছে। ধন্যবাদ, -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:২০, ১৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পূর্ণতা অনুসারে লেখা ও বইয়ের ভাগ

সুধী, ইতালিয় উইকিসংকলনে বই ও নির্ঘণ্টগুলির কতটা কাজ সম্পূর্ণ হয়েছে, তার অপর ভিত্তি করে তাদের বিভিন্ন বিষয়শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। বাংলা উইকিসংকলনে তা চালু করার পর লক্ষ্য করলাম, প্রত্যেকটি নির্ঘণ্ট ও লেখায় আলাদা আলাদা করে ম্যানুয়ালি সম্পূর্ণতা অনুসারে ভাগ করতে হচ্ছে, যা অত্যন্ত সময়সাপেক্ষ। আমার মনে হয়, প্রতিটি পাতার প্রুফরিড অবস্থার গড় করে স্বয়ংক্রিয় ভাবে নির্ঘণ্ট ও মূল নামস্থানের সম্পূর্ণতা বিচার করা সম্ভব। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:১১, ২১ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

New user group for editing sitewide CSS/JS

সিলেটি ভাষা

সুধী, আমার প্রশ্ন দুটি

  • সিলেটি ভাষা একটি পৃথক ভাষা না বাংলা ভাষার উপভাষা?
  • সিলেটি নাগরী লিপিতে কি বাংলা ভাষার বই প্রকাশিত হয়েছিল?

তথ্যসূত্র সহকারে বিস্তারিত উত্তর পেলে সুবিধে হয়। ধন্যবাদ -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:৫৬, ৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সিলেট কামরূপের অংশ ছিল; ফলে সিলেটি অসমীয়া ভাষার সঙ্গে বেশি মেলে। সিলেটি নাগরীতে প্রায় ১৫০টি পুঁথি/ছাপা বই আছে (দ্র: http://bn.banglapedia.org/index.php?title=সিলেটি_নাগরী )। হৃষীকেশ (আলাপ) ১৩:১৩, ৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes: দা, অনেকেই বলেন, সিলেটি বাংলারই একটি উপভাষা, অনেকে আবার একে পৃথক ভাষা বলে থাকেন। যে কারণে এটি জিজ্ঞেস করা, সিলেটি নাগরী লিপিতে প্রকাশিত বই কি বাংলা উইকিসংকলনে রাখা যাবে? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৪৬, ৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমার মনে হয় আপাতত বহুভাষী উইকিসংকলনে রাখা উচিত। আরো বই আছে যেগুলা অন্য উইকিসংকলনে স্থানান্তর করা উচিত। মাহির২৫৬ (আলাপ) ১৬:২১, ৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Mahir256:, এটি উড়িয়া উইকিসংকলনে @Hrishikes:দা দিয়েছিলেন, ওরা অপসারণ করে দেয়। তাই আপাতত বাংলাতে রাখা আছে। উড়িয়াতে স্থানাতর করা সম্ভব হলে এখান থেকে অপসারণ করে দেওয়া যাবে। সিলেটি বইগুলিকে বহুভাষিক উইকিসংকলনে রাখার ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই। ওগুলো পরে ধরব, তবে আলোচনা চলুক। আমি কিছু প্রামাণ্য তথ্যসূত্রের সন্ধানে আছি আপাতত। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:৪১, ৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
translatewiki তে সিলেটি প্রকল্প রয়েছে আর ইনকিউবেটরেও চার বছর আগে থেকে সিলেটি উইকিপিডিয়া রয়েছে, অতএব, সিলেটি বইগুলি বহুভাষিক উইকিসংকলনে রাখা ছাড়া গতি নেই। তাই আপাতত ওদিকে আর হাত দিচ্ছি না। যদি সিলেটী নাগরী লিপিতে কোন বাংলা বই পাই, তবেই বাংলা উইকিসংকলনে রাখব। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:২৬, ১০ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এটা একটা লিঙ্ক যেখানে সিলেটি উপভাষা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে আরও একটা আলোচনা, পড়ুন, এটিও পড়ুন

লিপির সঙ্গে পৃথক ভাষার সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে, আমরা দেখেছি এক সময় বাংলা লিপিতে সংস্কৃত লেখা হত, অসমীয়া আর বাংলা লিপির চরিত্র প্রায় এক, ওড়িয়া লিপিতে লেখা বাংলা সাহিত্যের উদাহরণ আছে প্রচুর, নেপালি নাগরীতেও রয়েছে বাংলা নাটক, বিষ্ণুপ্রিয়া মনিপুরী, ককবরক ব্লাংলা লিপিকে গ্রহণ করেছিল, রোমান লিপিকে অবলম্বন করে অনেকগুলি ভাষায় লেখা হয়। অবশ্যই কিছু আঞ্চলিক বিশিষ্টতা আছে, সোজা কথায় সেগুলি আছে বলেই তা উপভাষা। বোধিসত্ত্ব যেহেতু বলছেন সিলেটি লিপিতে লেখা বাংলা, তাই সেগুলিকে বাংলাতেই রাখা সঙ্গত তা বলার অপেক্ষা রাখে না। -- Dr. Bir (আলাপ) ১৫:১৩, ১০ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভাষাবিদ প্রভাতরঞ্জন সরকার তাঁর বাংলা ও বাঙালী বইতে লিখেছেন, পৃথিবীর যে কোন ভাষাকে নিম্নলিখিত আটটি শর্তানুসারে বিচার করে ভাষা-উপভাষার পার্থক্য নিরূপণ করা যায়। শর্ত গুলি হল:-
  1. নিজস্ব শব্দ সম্ভার (own vocabulary)
  2. নিজস্ব শব্দরূপ (case ending)
  3. নিজস্ব ক্রিয়া প্রকরণ (verb ending)
  4. নিজস্ব সর্বনাম (pronoun)
  5. উচ্চারণ রীতি (intonation)
  6. লিখিত বা অলিখিত সাহিত্য ও লোকগীতি
  7. নিজস্ব মানসবোধাত্মক ধ্বনি বিজ্ঞানগত অভিব্যক্তি (psyco-acoustic notes) ও তান্মাত্রিক বোধাত্মক ধ্বনি বিজ্ঞানগত অভিব্যক্তি (inferential acoustic notes)
  8. সংরচনাশৈলী।
তাঁর মতে এই আটটি শর্তের একটিও কম হলে তা উপভাষা, বুলি বা খন্ড ভাষা হয়ে যাবে। তাঁর মতে, বাংলা ভাষার মূলত ১২টি উপভাষা। সেগুলি হল:-
  1. মধ্যরাঢ়ীয় বাংলা
  2. কাঁথি বাংলা
  3. কলকাতা বাংলা
  4. নদীয়া বাংলা
  5. শেরশাহবাদীযা বা মালদাইয়া বা জঙ্গিপুরী বাংলা
  6. বরেন্দ্রী বাংলা
  7. রংপুরী বাংলা
  8. সিলেটি বাংলা
  9. ঢাকাই বা বিক্রমপুরী বাংলা
  10. যশোর বাংলা
  11. বরিশাল বা চন্দ্রদ্বীপী বাংলা
  12. চট্টল বাংলা
অর্থাৎ, ভাষাবিদ প্রভাতরঞ্জন সরকারের মতানুসারে চললে, সিলেটি বইগুলিকে বাংলা উইকিসংকলনে রাখা যায়। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:৪৭, ১৬ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিউপাত্তে লেখক

সুধী, সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে উইকিউপাত্তে একটি লেবেল-আ-থন অনুষ্ঠিত হয়, সেখানে বাংলা উইকিসংকলনের লেখকদের নাম উইকিউপাত্তে অন্য ভাষায় তৈরি করার অনুরোধ করা হয়। @Indrajitdas: হিন্দি ভাষায় এবং @Ijon: হিব্রু ভাষায় উইকিসংকলনের লেখকদের লেবেল তৈরি করেন। উইকিসংকলনের পক্ষে থেকে তাঁদের দুজনকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:২২, ১৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Editing of sitewide CSS/JS is only possible for interface administrators from now

(দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন)

Hi all,

as announced previously, permission handling for CSS/JS pages has changed: only members of the interface-admin (ইন্টারফেস প্রশাসক) group, and a few highly privileged global groups such as stewards, can edit CSS/JS pages that they do not own (that is, any page ending with .css or .js that is either in the MediaWiki: namespace or is another user's user subpage). This is done to improve the security of readers and editors of Wikimedia projects. More information is available at Creation of separate user group for editing sitewide CSS/JS. If you encounter any unexpected problems, please contact me or file a bug.

Thanks!
Tgr (talk) ১২:৩৯, ২৭ আগস্ট ২০১৮ (ইউটিসি) (via global message delivery)[উত্তর দিন]

Read-only mode for up to an hour on 12 September and 10 October

১৩:৩৩, ৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)

ইবুক ডাউনলোডের পরিসংখ্যান

সুধী, @Tshrinivasan: উইকিসংকলনের লেখাগুলির ইপাব, পিডিএফ, মোবি ইত্যাদি সংস্করণের ডাউনলোডের পরিসংখ্যান সূচক টুল তৈরি করেছিলেন। সম্প্রতি তিনি বাংলা উইকিসংকলনের জন্য তা চালু করলেন। টুলের লিঙ্ক পাবেন এখানে। কোডের উৎস পাবেন এই গিটহাব পাতায়। ধন্যবাদ, -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:১৩, ৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

লেখার উল্লেখযোগ্যতা

উইকিপিডিয়াতে উল্লেখযোগ্যতা একটা মৌলিক নীতি আছে, কিন্তু এখানে এমন কোনও নীতি নেই। আমরা এখনও পর্যন্ত প্রকাশিত সকল পাবলিক ডোমেইন লেখাকে স্থান দিচ্ছি। কোনো ক্ষেত্রেই উল্লেখযোগ্যতাকে স্থান দিচ্ছি না ঐ সকল পুরানো লেখাগুলির জন্য। যদি সকল লেখা গুলি আমাদ্যার উইকিসংকলন:উইকিসংকলনে কোন লেখা অন্তর্ভুক্ত করা যাবে এই নীতিমালাকে সমর্থন করে। কিন্তু বর্তমানে কিছু লেখা OTRS করার মাধ্যমে এখানে নিয়ে আসছি। উইকি আজ শক্তিশালী একটা মাধ্যম। একটাকে ব্যবহার করে যে কেউ নিজের জনপ্রিয়তা বাড়াবার জন্য ব্যবহার করতেই পারে। OTRS পদ্ধতির মাধ্যমে নিজেকে প্রকাশ করার উদ্দেশ্যে অনেক অনামি লেখক উইকিসংকলনকে তাদের বইয়ের বা লেখার বিজ্ঞাপনের কাজে ব্যবহার করতে পারে। মানে উইকিকে বা উইকিসংকলঙ্কে ব্যবহার করে তার লেখার প্রচার হবে। এই প্রবণতা সব খানেই দেখা দ্যায়। আজ জানবেন, বাংলার ঘরে ঘরে লেখক। অনেক লেখাই বিভিন্ন পত্রিকাতে প্রকাশ হয়। কিন্তু সেইগুলির গুরুত্ব (ঐতিহাসিক!) বা উল্লেখযোগ্যতা কত তা ভেবে দেখার সময় এসেছে। আমরা যদি প্যান্ডোরা বাক্সটা খুলে দি, আরও এমন অনেক লেখা পাবো, অনেক লেখক পাবো। বাংলাদেশের আনাছে কানাচে এমন অনেক পত্রিকা রোজ প্রকাশিত হচ্ছে ও হবে। আমার কাছে চারটে চটি এক পাতার লেখা OTRS মুক্তির জন্য এসেছে। OTRS করে দেওয়া এমন কোনো ব্যপার নয়, কিন্তু কমন্সেও এইগুলির ঐতিহাসিক গুরুত্ব বা গ্রহণ যোগ্যতা কতটা সেটাও ভেবে দেখতে হবে। কমন্সে থাকলেও এখানে আনব কিনা আমাদের এই ব্যপারে স্পষ্ট ও পরিষ্কার নীতিমালা থাকা প্রয়োজন। টাই আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে।।

  • উল্লেখযোগ্যতা, লেখা, লেখার মান, লেখক ইত্যাদি আমরা সিদ্ধান্ত নেব? নাকি সকল CCSA প্রকাশিত ( মুদ্রণ শিল্প ও অনলাইন ) লেখা এখানে উইকিসংকলনে স্থান পাবে। সাথে স্থান পাবে সকল লেখা যা OTRS হয়ে আসবে, সকল লেখাকে স্থান দেব। কোনো প্রকার গুরুত্ব বা উল্লেখযোগ্যতা যাচাই করার কাজ উইকিসংকলন করবে না।
  • কোন লেখা গ্রহণ করা হবে, ও কোণটা গ্রহণ করা হবে না, তার নীতিমালা কি হবে সেটাও গ্রহণ করা দরকার। আর এটা যদি না করা হয়, আমি এমন কয়েকটি প্রকাশনা সংস্থা জানি, তাড়া তাদের লেখা এখানে প্রকাশ করার জন্য বসে আছে।

সবাই তাদের সুচিন্তিত মতামত দিন। ধন্যবাদ । Jayanta(জয়ন্ত) ০৯:২৩, ৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিসংকলনে কোন লেখা রাখা যাবে আর কোন লেখা রাখা যাবে না সে সম্বন্ধে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। সেখানে বলা আছে, উইকিসংকলন ব্যবহারকারীদের দ্বারা রচিত লেখা বা কোন যাচাইযোগ্য ফোরামে প্রকাশিত না হলে কোন লেখা উইকিসংকলনে রাখা যাবে না। তবে, সম্প্রদায়ের ঐক্যমত্য থাকলে এর ব্যতিক্রম হতে পারে। অবশ্যই উইকিসংকলনে কোন লেখা প্রথম প্রকাশ করা চলবে না। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
নীতিটা হচ্ছে, উইকিসংকলন প্রথম প্রকাশের জায়গা নয়। উইকিসংকলকদের বা উইকি-ব্যবহারকারীদের রচনা (যথা: en:Index:Presentation Wikipedia for India.pdf এবং en:Author:Adrianne Wadewitz) অন্যত্র প্রকাশিত হয়ে থাকলে এবং স্বপ্রকাশিত না হলে উইকিসংকলনে রাখা যেতে পারে। বিজ্ঞজন-পর্যালোচনা (Peer-review)ই উইকিসংকলনের মাপকাঠি; উল্লেখযোগ্যতা (notability) উইকিপিডিয়ার ব্যাপার, উইকিসংকলনের নয়। তবে প্রকাশন সংস্থাটি ভ্যানিটি প্রেস কিনা (অর্থাৎ লেখক টাকা দিয়ে প্রকাশ করিয়েছে কিনা, যা স্ব-প্রকাশনার সমতুল), সন্দেহ হলে সেটা আলোচনা/বিশ্লেষণ করা যেতে পারে। হৃষীকেশ (আলাপ) ০৫:১৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ঋষিকেসদা ও বোধিসত্ত্ব দুই জনকেই ধন্যবাদ উত্তর দেবার জন্য। আমার মনে হয় আমার চিন্তার জায়গা টা বোঝাতে পারিনি। আমি নীতিমালার মৌলিক দিকটা জানি ।

অন্যত্র প্রকাশিত হয়ে থাকলে এবং স্বপ্রকাশিত না হলে উইকিসংকলনে রাখা যেতে পারে।উইকিসংকলন ব্যবহারকারীদের দ্বারা রচিত লেখা বা কোন যাচাইযোগ্য এইগুলো সব আমি জানি। আরো নির্দিষ্ট করে বললে, আজ ঋষি দার লেখা আছে উইকিসঙ্কলনে। বা ইন্দ্রের লেখা উইকিসঙ্কলনে আসছে। যদিও তারা এখানে স্বেচ্ছাসেবক রূপে কাজ করছেন। এখানেও আমার কোনো আপত্তি নেই। কারণ একজন লেখক ও উইকিসঙ্কলনে স্বেচ্ছাসেবক হতেই পারেন। এবং তার লেখা আগে কোথাও প্রকাশিত হলে তিনি এখানে সেটা OTRS করতেই পারেন। আমার চিন্তাটা এই ভাবে OTRS করার মাধ্যমে অনেক তথাকথিত ও উল্লেখযোগ্য লেখা উইকিসঙ্কলনে চলে আসতে পারে। যদিও আমি ও উইকিসঙ্কলন কোন লেখা ভাল/মন্দ বা উল্লেখযোগ্য কিনা তা যাচাই/নির্ধারণ করার দায়িত্ব নয়। কিন্তু আমিও জানি না আমরা সীমাটা কোথায় টানব। আমি শুধু আমি আমার চিন্তার জায়গাটা জানালাম। তারমানে কি আমরা এই নীতিই মেনে নেব? যেকোনো প্রকাশিত লেখাই এখানে রাখা যাবে? ওই স্বপ্রকাশীত লেখা গুলি ছাড়া, যদিও জানি না সেটাও আমরা প্রমান করব কি ভাবে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাও প্রথম দিকে স্বপ্রকাশীত ছিল, তার প্রমান ও আছে বইগুলির প্রচ্ছদে। তাহলে কি সেই বইগুলি বাদ দেব? জানি দেব না। কিন্তু কেন তার যুক্তি কি হবে? আবার ধরুন চৌথুপির চর্যাপদ তার পাঁচমুড়োর পঞ্চানন মঙ্গল ---লেখক-প্রীতম বসু আমেরিকাতে স্বপ্রকাশীত। বলাই আছে। কলকাতায় কলেজ স্ট্রিটে আজকের দিনে বেশ জনপ্রিয় বই। বইয়ের জগতে খোঁজ নিন। জানতে পারবেন। ধরুন তিনি তার লেখাতে আজ OTRS করলেন। বইটিকে কি উইকিসঙ্কলনে রাখা যাবে না? যেহেতু স্বপ্রকাশীত? আবার কোনো তথাকথিত ছোট প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত লেখককি স্থান দেব না? আমরাও বা যাচাই করব কিভাবে কে বড় কে ছোট? আলিপুর বার্তা বা পুরুলিয়া বার্তা কেন এখানে প্রকাশিত করযে পারব না 🎂?যদি এইগুলি OTRS করা হয়? আলোচনা দরকার কাউকে বাদ দিলেও কেন তাকে বাদ দেব? বা রাখলেই বা কেন রাখব?

তারমানে কি আমাদের নীতিমালা এটাই হবে? যে কোনো মুদ্রণ সংস্থা থেকে পুর্বে প্রকাশিত যে কোনো লেখায় OTRS করার মাধ্যমে এখানে প্রকাশ করা যাবে। Jayanta(জয়ন্ত) ০৭:১৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পুরনো (PD-India) স্ব-প্রকাশিত লেখা সমস্তই রাখা যাবে। আধুনিক স্ব-প্রকাশিত/ভ্যানিটি-প্রেস লেখাও রাখা যাবে, যদি তা peer-reviewed হিসাবে দেখানো যায়। ইংরেজি উইকিসংকলনে একটা লেখা ভ্যানিটি প্রেস প্রকাশনা/স্ব-প্রকাশিত সন্দেহে অপসারণের জন্য প্রস্তাবিত হয়েছিল। লেখক দেখাতে পেরেছিলেন যে সেটি ছিল তাঁর ইউনিভার্সিটি থিসিস, ফলে তা peer-reviewed। ফলে লেখাটি রাখা হয়। হৃষীকেশ (আলাপ) ০৮:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
তারমানে চৌথুপির চর্যাপদ তার পাঁচমুড়োর পঞ্চানন মঙ্গল ---লেখক-প্রীতম বসুর লেখাটি উইকিসঙ্কলনে আনা যাবে না?Jayanta(জয়ন্ত) ১১:১৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
লেখক কি OTRS দিয়েছেন? হৃষীকেশ (আলাপ) ১২:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমাদের নীতিমালা তো স্পষ্ট নয়। আগে নীতিমালা ঠিক করা হোক। তারপর আমি এগোতে পারি। আমি অনেক লেখকের সাথেই কথা বলছি। তারা সবাই প্রস্তুত। কিন্তু উইকিসঙ্কলনর নীতিমালা স্পষ্ট নয়। আগে নীতিমালা ঠিক করা হোক। আমার করা সকল প্রশ্নের উত্তর দেওয়া হোক। তাহলে অনেক লেখক আসবে। আমিই আনব। প্রায় অনেক লেখক আছেন। যারা লেখা প্রকাশ করতে চান। আমিই আটকে রেখেছে। Jayanta(জয়ন্ত) ১৫:১২, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমার মনে হয়, হৃষিকেশদা যে বক্তব্য বলেছেন, তা যথেষ্ট যুক্তিসঙ্গত। পিয়র-পর্যালোচনা হয়ে থাকলে স্বপ্রকাশিত লেখা রাখা যাবে, কিন্তু তাঁর জন্য লেখককে অবশ্যই প্রমাণ করতে হবে যে পিয়র-পর্যালোচনা হয়েছে। তা না হলে রাখা যাবে না। যদি প্রীতম বসু প্রমাণ করেন যে তাঁর লেখা পিয়র-পর্যালোচিত, তবে উনি কপিরাইট ছাড়লে উইকিসংকলনে না রাখার কোন কারণ নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:২৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
তার মানে পিয়ার রিভিয় না হলে ওনার লেখা প্রকাশ করা যাবে না? ভাল তাহলে লেখক বলে দিচ্ছি । তার বই রাখা যাবে না। এমনি অনেকের সাথে আমার কথা চলচেব চলছিল। আমি ব্যক্তিগতভাবে করছিলাম। তাহলে আজ থেকে এই প্রজেক্টের কাজ বন্ধ করে দিলাম। কারণ শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। Jayanta(জয়ন্ত) ১৭:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Jayantanth: আপনি রেগে যাচ্ছেন কেন? আলোচনাটা তো এখনও শেষ হয় নি। পত্রপত্রিকার পুস্তক-আলোচনাকে peer-review বলে আমরা ধরতে পারি কি? সেটা একটা সমাধানের সূত্র হতে পারে। হৃষীকেশ (আলাপ) ০১:১৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমারও এবিষয়ে মত রয়েছে, কোন পত্রপত্রিকায় বা কোন উল্লেখযোগ্য ওয়েনসাইটে পুস্তক সমালোচনা বেরোলে স্বপ্রকাশিত গ্রন্থ উইকিসংকলনে রাখা যেতেই পারে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:১৮, ১৭ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

The GFDL license on Commons

১৮:১১, ২০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)

উইকিসংকলন পরিসংখ্যান

সুধী, সকলের জ্ঞাতার্থে উইকিসংকলনের একটি পরিসংখ্যান সরঞ্জাম এখানে রয়েছে। এই সরঞ্জামটি উইকিমিডিয়া ফ্রান্স রক্ষণাবেক্ষণ করে থাকে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:০৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Words hyphenated across pages in Wikisource are now joined

Hi, this is a message by Can da Lua as discussed here for wikisource communities

The ProofreadPage extension can now join together a word that is split between a page and the next.

In the past, when a page was ending with "concat-" and the next page was beginning with "enation", the resulting transclusion would have been "concat- enation", and a special template like d:Q15630535 had to be used to obtain the word "concatenation".

Now the default behavior has changed: the hyphen at the end of a page is suppressed and in this case no space is inserted, so the result of the transclusion will be: "concatenation", without the need of a template. The "joiner" character is defined by default as "-" (the regular hyphen), but it is possible to change this. A template may still be needed to deal with particular cases when the hyphen needs to be preserved.

Please share this information with your community.

MediaWiki message delivery (আলাপ) ১০:২৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Reminder: No editing for up to an hour on 10 October

১২:০৩, ৪ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

পশ্চিমবঙ্গ ব্যবহারকারী দলের পক্ষ থেকে আহ্বান

সুধী, পশ্চিমবঙ্গ ব্যবহারকারী দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের উইকিমিডিয়া সম্প্রদায়ের সকলকে ২০১৯ সালের কার্যকলাপের জন্য প্রকল্প জমা দেওয়ার আহ্বান করা হচ্ছে। এই পাতায় আপনারা আগামী এক বছরে কি উইকিমিডিয়া প্রকল্প রূপায়িত করতে চান, তাতে কত আনুমানিক খরচ হতে পারে, এই প্রকল্প থেকে উইকিমিডিয়ার কি লক্ষ্য পূরণ হবে, ইত্যাদি বিস্তারিত ভাবে জানান। আপনাদের প্রস্তাবিত প্রকল্প বিবেচনা করেই ইউজার গ্রুপের তরফ থেকে উইকিমিডিয়া ফাউন্ডেশনের নিকট হতে র‍্যাপিড গ্র্যান্টের আবেদন করা হবে এবং তা গৃহীত হলে আপনাদের প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হবে। দয়া করে মনে রাখবেন, আনুমানিক লক্ষ্য পূরণ করে প্রকল্প সম্পন্ন বলে ঘোষণা করলে ও সমস্ত রসিদের স্ক্যান জমা দিলে তবেই ইউজার গ্রুপ থেকে প্রকল্প খরচ পাঠিয়ে দেওয়া হবে, তার আগে নয়। যে কোন কারণে তা পূরণে ব্যর্থ হলে, ইউজার গ্রুপ খরচ পাঠাতে দায়বদ্ধ থাকবে না। আগামী এক মাস ধরে আপনাদের বিস্তারিত প্রকল্প জমা নেওয়া হবে। ধন্যবাদান্তে, -- পশ্চিমবঙ্গ ব্যবহারকারী দলের পক্ষে থেকে বোধিসত্ত্ব (আলাপ) ১৬:৪৩, ১২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Proposal to commence a marketing experiment with the Bengali Wikisource community

হ্যালো,

Apologies for writing in English. Please feel free to translate this message into Bengali.

Many members of the Bengali community might already be aware of the awareness efforts by the New Readers team over the past two years which included awareness campaigns in Iraq, Nigeria and most recently Hindi community in India.

Now, we are starting community marketing experiments in which instead of major TV and video marketing, these campaigns will make use of social media ads to promote Wikimedia projects. We plan to promote the Bengali Wikisource videos produced as a part of the Inspire campaign.

We would need 1-2 volunteers from the Bengali community who will work along with the New Readers team over the next two months. Interested volunteers are requested to sign up below by 31st October 2018.

We will evaluate how this experiment will help in increasing readership of Bengali Wikisource.

We would also welcome any sort of feedback or comments from the larger Bengali community.

Looking forward to working with you folks!

--SGill (WMF) (আলাপ) ১৬:৩৭, ২৪ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Volunteer Sign Up

Community Comments

The Community Wishlist Survey

১১:০৫, ৩০ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

উইকিসংকলন সম্বন্ধে ক্যাথেরিন মাহেরর বক্তব্য

বাংলা উইকিসংকলন সম্বন্ধে বলার সময় ক্যাথেরিন মাহের

সুধী, গতকাল ৪ই নভেম্বর, তেল আভিভে অনুষ্ঠিত গ্ল্যামউইকি কনফারেন্সে উইকিমিডিয়া ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথেরিন মাহের তাঁর ভাষণে বাংলা উইকিসংকলনের বিশেষ ভাবে উল্লেখ করেন। তিনি বলেন যে, উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে উইকিসংকলন প্রকল্পগুলিকে সহায়তা প্রদান করা হবে। কোন রকম সাংগঠনিক সহায়তা ব্যতীত বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত স্বেচ্ছাসেবী উদ্যোগে পরিচালনাধীন উইকিসংকলনের পক্ষে এই বার্তা অত্যন্ত আশাপ্রদ। বাংলা উইকিসংকলনের কাজ যে সকলের নজরে আসছে, এটিও অত্যন্ত সুখের বিষয় বলে মনে করি। শুভেচ্ছান্তে, -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:৫৮, ৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Change coming to how certain templates will appear on the mobile web

CKoerner (WMF) (talk) ১৯:৩৪, ১৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

"রচনা" নামস্থানের প্রস্তাব

উইকিসংকলনে মূল নামস্থানে বিভিন্ন বই, কবিতা, গল্প, নিবন্ধ ইত্যাদি "সংস্করণ" হিসাবে থাকে; একই রচনার একাধিক সংস্করণ থাকতে পারে। লেখাগুলি সংস্করণ পর্যায়ভুক্ত হওয়ায় উইকিউপাত্তেও সংস্করণ হিসাবেই থাকে, ফলে উইকিপিডিয়া ও অন্যন্য উইকিসংকলনের সঙ্গে যোগ স্থাপনে অসুবিধা হয়। বর্তমানে আমরা মূল রচনাটি দেখানোর জন্য বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করি (দ্ব্যর্থতা নিরসন, অনুবাদ, সংস্করণ ইত্যাদি) বা স্থানীয়ভাবে আন্তঃ-উইকি যোগ স্থাপন করি। এগুলিতে উইকিউপাত্তে যোগস্থাপনে এবং বটদ্বারা স্বতস্ক্রিয় রক্ষণাবেক্ষণে অসুবিধা হচ্ছে। তাই আমি একটি স্বতন্ত্র রচনা (Work) নামস্থানের প্রস্তাব রাখছি, ইতালীয় উইকিসংকলনের Opera নামস্থানের অনুরূপ। এটি হলে, সবলেখার জন্যই, প্রাথমিকভাবে যেসব লেখার একাধিক সংস্করণ এখানে আছে, বা অন্য উইকিসংকলনে অনুবাদ আছে, বা উইকিপিডিয়ায় নিবন্ধ আছে, সেগুলির মূল রচনাটির জন্য (সংস্করণের জন্য নয়) রচনা নামস্থানে একটি পাতা থাকবে, যা দিয়ে উইকিউপাত্ত-ভিত্তিক সংযোগ-সাধনগুলি করা যাবে। মতামত কাম্য। হৃষীকেশ (আলাপ) ০১:৫৬, ১৯ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন, অবশ্য প্রয়োজনীয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:০০, ১৯ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন মাহির২৫৬ (আলাপ) ০৪:৫৯, ১৯ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে -- হৃষীকেশ (আলাপ) ১৪:১৭, ৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Community Wishlist Survey vote

১৮:১৩, ২২ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

উইকিসংকলন সম্মিলন কলকাতা

সুধী, সকলের জ্ঞাতার্থে, আগামী ২৫ শে নভেম্বর, ২০১৮ রবিবার সন্ধ্যে ৬টা থেকে ৮টা পর্যন্ত কলকাতায় উইকিসংকলনের সম্মিলন অনুষ্ঠিত হতে চলেছে। বিস্তারিত পাওয়া যাবে এখানে। ধন্যবাদ, - বোধিসত্ত্ব (আলাপ) ০৯:১৫, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Johanna Strodt (WMDE) (talk) ১০:৫৭, ২৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিসংকলন এর কর্মশালা

সুধী, সকলের জ্ঞাতার্থে, একটি কর্মশালা করার আবেদন করছি, ব্যাঁটরা পাবলিক লাইব্রেরী (কদমতলা, হাওড়া), এই লাইব্রেরীতে প্রচুর পরিমানে পুরানো বই আছে এবং এইখানে প্রচুর ছেলেমেয়ে এখানে বই নিতে আসে ও পড়তে আসে। এনারা এই লাইব্রেরীতে অনেক শিক্ষামূলক কর্মসূচী করে থাকেন। এইখানে  যদি একটি কর্মশালা করা যায় কেমন হবে? এটি হাওড়া জেলার সবচেয়ে প্রাচীন লাইব্রেরী এবং এর দূরত্ব হাওড়া স্টেশন থেকে ৫ কিমি (কদমতলা বাজার)। লাইব্রেরীর যিনি সভাপতি তাঁর সাথে আমার কথা হয়েছে, আমাদের উইকিপিডিয়া/ উইকিসংকল থেকে একটি চিঠি দিতে হবে আর সামান্য কিছু টাকা লাগবে। আমাদের ওই লাইব্রেরীতে যাওয়ার উদ্দেশ্য কিছু পুরানো বই সংগ্রহ, স্ক্যান করার অনুমতি পাওয়া যায় কি না। মতামত কাম্য Tarunsamanta (আলাপ) ০৮:৪৪, ২৯ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Tarunsamanta:, আমাদের দুজনের মধ্যে ফোনে যা কথা হয়েছে, তাতে আপনি বলেছিলেন যে, লাইব্রেরিতে কর্মশালা করার মতো কোন কম্পিউটার নেই এবং আমাদেরকেই অন্তত দশটা ল্যাপটপ নিয়ে যেতে হবে। সমস্যা হচ্ছে, দশটা ল্যাপটপ পাওয়া আমাদের পক্ষে মুশকিল, যদি পাওয়াও যায়, ব্যক্তিগত ব্যবহারের ল্যাপটপ অন্যকে ব্যবহার করতে প্রায় কেউই দিতে চাইবেন না। দ্বিতীয়তঃ যদি কর্মশালায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত কম্পিউটার না থাকে, তবে কর্মশালা করিয়ে খুব একটা লাভ হবে না, কারণ উইকিসংকলনের সমস্ত কাজই কম্পিউটার-নির্ভর। যদি লাইব্রেরি থেকে নিশ্চিত করা যায় যে, অংশগ্রহণকারীরা তাঁদের ব্যক্তিগৎ ল্যাপটপ নিয়ে উপস্থিত থাকতে পারবেন তবে, কর্মশালা করা যেতে পারে। তবে আমার মনে হয়, লাইব্রেরির যা পুরোন বইয়ের সংগ্রহ রয়েছে, তা ক্যাটালগ করা যদি আপনার পক্ষে সম্ভব হয়, তার জন্য যাবতীয় কাগজপত্র আপনাকে দিয়ে দেওয়া যাবে। ক্যাটালগের যে বইগুলি এখনো স্ক্যান করা হয়নি, সেগুলি আমাদের তরফ থেকে স্ক্যান করে উইকিসংকলনে তুললে সেটা একটা বড় কাজ হবে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:৩৯, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Tarunsamanta:, আমরা মনে কি করব সেটা সিদ্ধান্ত নিতে পারছি না । সব সময় কর্মশালা করতেই হবে এমন কোনো বাধ্য বাধকতা নেই । কর্মশালার জন্য বিশেষ প্রস্তুতি চাই । আমরা ১০টা ল্যাপটপ ভাড়া করে নিয়ে গেলে , বিশেষ কাজে দেবে না বলেই মনে করি। সম্প্রদায় তৈরি হলে/ বা থাকলে , তাদের জন্য কর্মশালা আয়োজন করা যায় । না হলে নয় । অংশগ্রহণকারীদের কাছে ল্যাপটপ থাকবে ও পরে সেটাতেই কাজ করবেন , তবেই সেই কর্মশালা কাজে দেবে। সারা বিশ্বেই উইকিমিডিয়ার বিভিন্ন প্রকার অনুষ্ঠান হয়ে চলেছে। তার মধ্যে , মিট-আপ ( Meetup), কর্মশালা (Workshop) , আউটরিচ (Outreach), উপস্থাপন (Introduction),আলোচনা (Discussion) , প্রচারণা (Campaign) ইত্যাদি হয়ে থাকে। আমাদের কেই ঠিক করতে হবে আমরা কি করব সেখানে গিয়ে । বধির কথা মত , আমরা স্ক্যানের কাজ করতে পারি। Jayanta(জয়ন্ত) ১৮:২৮, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

"রচনা" নামস্থানের নিয়মাবলি

নতুন তৈরি রচনা নামস্থানের জন্য কিছু নিয়ম প্রয়োজন। আমার প্রস্তাব: গল্প/কবিতা/উপন্যাসের জন্য এই নামস্থানে পাতা থাকতে পারে, কিন্তু সাধারণভাবে কোন সংকলনের জন্য (যথা বিভিন্ন রচনাবলি) এবং কোন সাময়িকপত্রের নির্দিষ্ট খন্ডের জন্য এই নামস্থানে পাতা থাকবে না। সম্পূর্ণ সাময়িকপত্রটির জন্য (যথা প্রবাসী) পাতা থাকবে। ধ্রুপদি ও অতি-বিখ্যাত সংকলনের জন্য, যথা গল্পগুচ্ছ, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (যেহেতু সাহিত্য অকাদেমি পুরস্কার-প্রাপ্ত) ইত্যাদির জন্য পাতা থাকতে পারে। তবে যে-সব বইয়ের ওপর উইকিপিডিয়ায় নিবন্ধ আছে বা অন্য উইকিসংকলনে যে বইয়ের অনুবাদ আছে, তার জন্যেও পাতা থাকবে। পাতাগুলি সংস্করণ-নিরপেক্ষ হবে। মতামত কাম্য। হৃষীকেশ (আলাপ) ১৪:৩৪, ৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Selection of the Wikisource Community User Group representative to the Wikimedia Summit

Dear all,

Sorry for writing in English and cross-posting this message.

The Wikisource Community User Group could send one representative to the Wikimedia Summit 2019 (formerly "Wikimedia Conference"). The Wikimedia Summit is a yearly conference of all organizations affiliated to the Wikimedia Movement (including our Wikisource Community User Group). It is a great place to talk about Wikisource needs to the chapters and other user groups that compose the Wikimedia movement. For context, there is a short report on what happened last year. The deadline is short and to avoid the confusing vote on the Wikisource-I mailing list of last year, we created a page on meta to decide who will be the representative of the user group to the Wikimedia Summit.

The vote will be in two parts:

  1. until December 7th, people can add their name and a short explanation on who they are and why they want to go to the summit. Nomination of other people is allowed, the nominated person should accept their nomination.
  2. starting December 7th, and for a week, the community vote to designate the representative.

Please feel free to ask any question on the wikisource-I mailing list or on the talk page.

For the Wikisource Community User Group, Tpt (talk) 15:15, 5 December 2018 (UTC)

New Wikimedia password policy and requirements

CKoerner (WMF) (talk) ২০:০২, ৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Wikisource Community User Group representative vote

Dear all,

Sorry for writing in English and cross-posting this message.

Following the previous message, the vote for the representative of the Wikisource Community User Group to the Wikimedia Summit 2019 is now open.

There is two great candidates on page on meta to decide who will be the representative of the user group to the Wikimedia Summit. You can support a candidate now. All active Wikisource users can vote. The vote is ending on December 14, 2018.

Feel free to ask any question on the wikisource-I mailing list or on the talk page.

আপনাকে ধন্যবাদ!

For the Wikisource Community User Group, Tpt (talk) December 8, 2018 at 18:53 (UTC)

আগামী বর্ষের কার্যকলাপের জন্য র‍্যাপিড গ্র্যান্টের আবেদন

সুধী, সকলের জ্ঞাতার্থে, পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান ইউজার গ্রুপের তরফ থেকে আগামী এক বছরের কার্যকলাপের জন্য র‍্যাপিড গ্র্যান্টের আবেদন করা হয়েছে। সম্প্রদায়ের সকলের সমর্থন কামনা করি। ধন্যবাদ, -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:৩৫, ৯ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]