বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Aishik Rehman কর্তৃক ১০ দিন আগে ""উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!" অনুচ্ছেদে
২০১২ ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৮ ২০১৯ ২০২০ ২০২১ ২০২২ ২০২৩
২০২৪ সালে প্রাপ্ত বার্তাসমূহ



অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুপ্রিয় Ashiq Shawon,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

দ্রুত অপসারণ প্রস্তাবনা বাতিল!

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


প্রিয় শাওন ভাই। আপনি লাইডিগ কোষ নিবন্ধে আমার করা দ্রুত অপসারণ প্রস্তাবনা বাতিল করেছেন, যেটি একটি খালি পাতা ছিল এবং নি৩ অনুসারে অপসারণযোগ্য ছিল। এটি এখনো খালি অবস্থাতেই আছে এবং ইতিপূর্বে কখনোই এটিতে কোনো তথ্য ছিল না। শুধুমাত্র অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় জন্য কাজ চলছে ট্যাগ যুক্ত করলেই কি নিবন্ধটি অপসারণের অযোগ্য হয়ে যায়? সেক্ষেত্রে ঐশিক রহমান ভাই ক্যান্সার উৎপাদন পাতাটিও একই ধারায় অপসারণ করেছিলেন, সেক্ষেত্রে উক্ত নিবন্ধটিও অপসারণযোগ্য নয় কি? তানভীর (আলাপঅবদান) ০১:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Tanvir 360, সাধারণত কাজ চলছে ট্যাগ লাগানোর অর্থ সেটি নিয়ে কেউ কাজ করছেন। ফলে খালি থাকলেও সেটি দ্রুত অপসারণ না করে ব্যবহারকারীকে কিছু সময় দেওয়া হয়। প্রতিযোগিতায় অনেক নতুন আসছেন যারা উইকি সবকিছু হয়ত নাও বুঝে উঠতে পারেন। আমার মনে হয় এমন ক্ষেত্রে ট্যাগ না লাগিয়ে ব্যবহারকারীকে ২/১ দিন সময় দেওয়া যায়, এর মধ্যে তিনি কোনও তথ্য যোগ না করলে তারপর অপসারণ করে দেওয়া যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

Wikipedia Asian Month 2023 Golden Barnstar

[সম্পাদনা]

আপনার মানোন্নয়নকৃত হিস্টোরিয়া প্লান্টারাম (থিওফ্রাস্টাসের বই) নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুপ্রিয় Ashiq Shawon,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরিকৃত হিস্টোরিয়া প্লান্টারাম (থিওফ্রাস্টাসের বই) নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! —শাকিল (আলাপ · অবদান) ১১:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আপনাকে, আপনার স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য। ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১২:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৮:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

আসসালামু আলাইকুম, আমার নিজের কলেজের পাতাটি অপসারণ করা হয়েছে

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


আমার নিজের ছোটবেলার স্কুল ও কলেজ নিয়ে ওই Lakshmikhola Collegiate School নামে নিবন্ধ করা। আমি ধীরে ধীরে ওখানে তথ্য যোগ করছি। কিন্তু ঐটা মুছে দেয়া হয়েছে। আশা করি একটু দেখবেন বিষয়টি। Marjan Rahman Rabby (আলাপ) ১০:৪৮, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি আপনার আবেগের বিষয়টি বুঝতে পারছি। কিন্তু, উইকিপিডিয়া মূলতঃ একটি বিশ্বকোষ - যেখানে সকল ধরণের নিবন্ধ রাখার সুযোগ নেই; উল্লেখযোগ্যতার নীতিমালা বিষয়টি এর সাথে জড়িত। কাজেই, নীতিমালার কারণে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না; নীতিমালার অধীনে আমরা বাঁধা। দুঃখিত। সমবেদনা রইলো। - Ashiq Shawon (আলাপ) ১৯:০৪, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
সেক্ষেত্রে কি করা যায়, উইকিপিডিয়ায় দেখলাম প্নেক স্কুল কলেজের তথ্য দেয়া আছে। সেগুলো কিভাবে দেয়া। আমার এখানে ভুল কি কি ? এটা যশোর বোর্ডের আওতাধীন একটা কলেজ। আড় আমাদের উপজেলার প্রথম শারীর একটা কলেজ।
আমি কিভাবে এই নিবদ্ধ উইকিপিডিয়ায় যোগ করতে পারি ?? জানানবেন প্লিজ। Marjan Rahman Rabby (আলাপ) ০৬:১৩, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
উল্লেখযোগ্য নয় - এমন নিবন্ধ যোগ করলেও সেগুলো পরবর্তীতে ধারাবাহিকভাবে অপসারণ করা হয়; খেয়াল করলেই এটি বুঝতে পারবেন। আপনার প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য হতে হলে সেটিকে উইকিপিডিয়ার মানদণ্ড উত্তীর্ণ হতে হবে। সরকারি/শতবর্ষী/প্রখ্যাত শিক্ষার্থীর শিক্ষালয়/জাতীয় কোনো বিশেষ ঘটনায় অবদান বা যুক্ত থাকা - এমন কিছু হলে তা সাধারণতঃ উত্তীর্ণ বলে ধরে নেয়া হয়। - Ashiq Shawon (আলাপ) ১৭:৩৮, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


প্রিয় Ashiq Shawon,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

মৌসুমী দিকপতি — Mausumi Dikpati অপসারন বিষয়ে

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


ভাই... নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ “বিভিন্ন ক্ষেত্রে নারী” এর মৌসুমী দিকপতি — Mausumi Dikpati নিবন্ধটি নিয়ে কাজ করার জন্য ইংরেজী নিবন্ধটি 2399 bytes থেকে 7478 bytes করেছি। বৈশ্বিক উইকিতে জমা দিয়েছি। এদিকে বাংলা উইকিতে এসে দেখি কোন কিছু না জানতে দিয়েই মূল নিবন্ধে ও আলাপ পাতায় কাজ চলমান টেমপ্লেট সংযোজিত থাকার পরও আপনার দ্বারা নিবন্ধটি অপসারিত হয়েছে। ভাই, বিষয়টি কি একটু দেখবেন ? আমি নিবন্ধটি নিয়ে কাজ করছি। যেহেতু ইংরেজী নিবন্ধটিতেও সংযোজন করতে হয়েছে তাই একটু সময় লাগতেছে। আশা করি অতি শীঘ্রই কাজ শেষ করবো। Md. Giashuddin Chowdhury (আলাপ) ১১:৩৯, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বেশ কয়েকদিন যাবত্ সম্পাদনাহীন থাকায় অতিক্ষুদ্র ও তথ্যসূত্রহীন হিসাবে মৌসুমী দিকপতি নিবন্ধটি অপসারণ করা হয়। আপনার অনুরোধে নিবন্ধটি আবার ফিরিয়ে এনেছে,অপরাপর প্রশাসক। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৭:৩৫, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজী নিবন্ধটা নিয়ে একটু ব্যস্ত থাকায় সম্ভব হচ্ছিল না। আজকে সমাপ্ত করে দিয়েছি ভাই। Md. Giashuddin Chowdhury (আলাপ) ২২:৫০, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৩:৫১, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

উইকিপিডিয়া:বিজ্ঞান এডিটাথন ২০২৪-এর পুরস্কার

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


Certificate for 1st place winner at Science Editathon 2024
Certificate for 1st place winner at Science Editathon 2024
প্রিয় উইকিপিডিয়ান,
সাম্প্রতিক উইকিপিডিয়া:বিজ্ঞান এডিটাথন ২০২৪-এ অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার অবদানের জন্য আপনাকে এই সনদপত্রটি (প্রথম স্থান) প্রদান করা হলো। বিজ্ঞান এডিটাথনে অংশগ্রহণ করে বিজ্ঞান বিষয় নিবন্ধ রচনার মাধ্যমে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হবে।

এডিটাথনের সংগঠক,
খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:৪১, ২৯ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ০৩:৫০, ১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

মুহাম্মাদ নিবন্ধের পর্যালোচনা কার্যক্রম

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


প্রিয় Ashiq Shawon,
আশা করি ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী নিবন্ধটির মান যথাযথ পর্যায়ে উন্নীত করা হয়েছে এবং বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে নিবন্ধটিকে পর্যালোচনাধীন রাখা হয়েছে। আপনি এই পর্যালোচনা কার্যক্রমে অংশ নিয়ে নিবন্ধটির নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পর্যালোচনায় আপনার অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।

—অনুরোধক্রমে, রিজওয়ান আহমেদ (আলাপ) ০৮:৪৬, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আপনাকে। - Ashiq Shawon (আলাপ) ০৩:৪৯, ১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

তৌহিদুল ইকবাল সম্পদ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা বাতিল আবেদন

[সম্পাদনা]

উক্ত ব্যাক্তি বাংলাদেশের একজন সুনামধন্য লেখক ও কার্টুনিস্ট। এসম্পর্কিত দেশের কয়েকটি প্রথম সারির পত্রিকার উদ্ধৃতিও সম্পাদনায় ব্যবহার করা হয়েছে। তৌহিদুল ইকবাল সম্পদ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা বাতিলের আবেদন জানাচ্ছি। Rrpriyam (আলাপ) ০৯:৪৪, ২৮ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এটি একটি বিশ্বকোষ; এখানে বিশ্বকোষীয় তথ্য যুক্ত করে অবদান রাখুন। উইকিপিডিয়া কী - আগে সেটি জানুন। ধন্যবাদ। Ashiq Shawon (আলাপ) ০২:১২, ২৯ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অপরীক্ষিত সম্পাদনা

[সম্পাদনা]

@Ashiq Shawon:, মহিলা সৈনিক শাখা নিবন্ধটিতে আমি সম্পাদনা করেছি, ওটা অপরীক্ষিত হিসেবে আছে, নিবন্ধটির ইংরেজি সংস্করণে মার্কিন সেনাবাহিনীর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন পুরুষ সেনাদের সংখ্যা উল্লেখ নেই বিধায় ওটা আমি অপসারণ করেছি, আর 'ভিয়েতনাম যুদ্ধ' অনুচ্ছেদ অতি সংক্ষেপে যুক্ত করেছি, এটা ইংরেজি সংস্করণে আছে, আমি ভাবানুবাদ করেছি; অনুগ্রহ করে আমার সম্পাদনা পরীক্ষিত করে দিন। মারুফ মাহমুদুল (আলাপ) ০২:৪৯, ২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

[সম্পাদনা]
বাংলা উইকিসম্মেলন ২০২৪
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

[সম্পাদনা]

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!

[সম্পাদনা]
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৪ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন