শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক গোল্ডেন গ্লোব পুরস্কারের একটি বিভাগ, যা বছরের সেরা নাট্যধর্মী চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়। ১৯৪৪ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে।
শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার | |
---|---|
বিবরণ | সেরা নাট্যধর্মী চলচ্চিত্র |
অবস্থান | যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন |
প্রথম পুরস্কৃত | ১৯৪৪ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
বর্তমানে আধৃত | অপেনহাইমার (২০২৩) |
ওয়েবসাইট | goldenglobes |
প্রথমে সেরা চলচ্চিত্রের জন্য একটি পুরস্কার প্রদান করা হত, পরে ১৯৫১ সাল থেকে নাট্য এবং সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্রের জন্য আলাদা দুটি পুরস্কার প্রদান শুরু হয়। ১৯৫৩ সালে আবার একবার দুটি বিভাগের জন্য একটি পুরস্কার দেওয়া হয়েছিল। সাম্প্রতিক বিজয়ী চলচ্চিত্র হল অপেনহাইমার (২০২৩)।
বিজয়ী ও মনোনীত চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাচলচ্চিত্র প্রযোজকগণ এই পুরস্কারের প্রাপক। নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী চলচ্চিত্রসমূহ গাঢ় বর্ণে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে।
তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।
১৯৫০-এর দশক
সম্পাদনা১৯৫০-এর দশক
সম্পাদনা১৯৬০-এর দশক
সম্পাদনা১৯৭০-এর দশক
সম্পাদনা১৯৮০-এর দশক
সম্পাদনা১৯৯০-এর দশক
সম্পাদনাবছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | সূত্র. |
---|---|---|---|---|
১৯৯০ | ড্যান্সেস উইথ উলভ্স | জিম উইলসন, কেভিন কসনার | [৪৮] | |
১৯৯১ | বাগ্সি | ওয়ারেন বিটি | [৪৯] | |
১৯৯২ | সেন্ট অব আ ওম্যান | মার্টিন ব্রেস্ট | [৫০] | |
১৯৯৩ | শিন্ডলার্স লিস্ট | স্টিভেন স্পিলবার্গ | [৫১] | |
১৯৯৪ | ফরেস্ট গাম্প | ওয়েন্ডি ফিনারম্যান | [৫২] | |
১৯৯৫ | সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি | লরি বোর্গ | [৫৩] | |
১৯৯৬ | দি ইংলিশ পেশন্ট | সউল জায়েনৎজ | [৫৪] | |
১৯৯৭ | টাইটানিক | জেমস ক্যামেরন, জন ল্যান্ডাউ | [৫৫] | |
১৯৯৮ | সেভিং প্রাইভেট রায়ান | স্টিভেন স্পিলবার্গ | [৫৬] | |
১৯৯৯ | আমেরিকান বিউটি | ব্রুস কোহেন | [৫৭] |
২০০০-এর দশক
সম্পাদনাবছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | সূত্র. |
---|---|---|---|---|
২০০০ | গ্ল্যাডিয়েটর | ডগলাস উইক | [৫৮] | |
২০০১ | আ বিউটিফুল মাইন্ড | ব্রায়ান গ্রেজার | [৫৯] | |
২০০২ | দি আওয়ার্স | রবার্ট ফক্স, স্কট রুডিন | [৬০] | |
২০০৩ | দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং | পিটার জ্যাকসন, ব্যারি এস. ওসবর্ন, ফ্রান ওয়ালস | [৬১] | |
২০০৪ | দি অ্যাভিয়েটর | মাইকেল মান | [৬২] | |
২০০৫ | ব্রোকব্যাক মাউন্টেইন | ডায়ান ওসানা | [৬৩] | |
২০০৬ | বাবেল | স্টিভ গলিন | [৬৪] | |
২০০৭ | অ্যাটোনমেন্ট | টিম বেভান | [৬৫] | |
২০০৮ | স্লামডগ মিলিয়নিয়ার | ক্রিশ্চিয়ান কলসন | [৬৬] | |
২০০৯ | অ্যাভাটার | জেমস ক্যামেরন, জন ল্যান্ডাউ | [৬৭] |
২০১০-এর দশক
সম্পাদনাবছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | সূত্র. |
---|---|---|---|---|
২০১০ | দ্য সোশ্যাল নেটওয়ার্ক | ডেভিড ফিঞ্চার | স্কট রুডিন, ডানা ব্রুনেত্তি, মাইকেল দে লুকা, শন শ্যাফিন | [৬৮] |
ইনসেপশন | ক্রিস্টোফার নোলান | ক্রিস্টোফার নোলান ও এমা টমাস | ||
দ্য কিংস স্পিচ | টম হুপার | ইয়ান ক্যানিং, এমিল শেরম্যান, গ্যারেথ আনউইন | ||
দ্য ফাইটার | ডেভিড ও. রাসেল | ডেভিড হোবারম্যান, টড লিবারম্যান, রায়ান কাভানাফ, মার্ক ওয়ালবার্গ, ডরথি ওফিরো, পল ট্যামাসি | ||
ব্ল্যাক সোয়ান | ড্যারেন আরোনোফস্কি | মাইক মেডাভয়, স্কট ফ্র্যাঙ্কলিন, আর্নল্ড মেসার, ব্রায়ান অলিভার | ||
২০১১ | দ্য ডিসেন্ড্যান্টস | আলেকজান্ডার পেইন | জিম বার্ক, আলেকজান্ডার পেইন, জিম টেইলর | [৬৯] |
দ্য আইডিজ অব মার্চ | জর্জ ক্লুনি | জর্জ ক্লুনি, গ্র্যান্ট হেসলভ, ব্রায়ান অলিভার | ||
ওয়ার হর্স | স্টিভেন স্পিলবার্গ | স্টিভেন স্পিলবার্গ, ক্যাথলিন কেনেডি | ||
মানিবল | বেনেট মিলার | মাইকেল দে লুকা, রাচেল হরভিৎজ, ব্র্যাড পিট | ||
দ্য হেল্প | টেট টেইলর | ক্রিস কলম্বাস, মাইকেল বার্নাথন, ব্রানসন গ্রিন | ||
হ্যুগো | মার্টিন স্কোরসেজি | জনি ডেপ, টিমথি হেডিংটন, গ্রাহাম কিং, মার্টিন স্কোরসেজি | ||
২০১২ | আর্গো | বেন অ্যাফ্লেক | বেন অ্যাফ্লেক, জর্জ ক্লুনি, গ্রান্ট হেসলভ | [৭০] |
জ্যাঙ্গো আনচেইন্ড | কোয়েন্টিন টারান্টিনো | স্ট্যাসি শের, রেজিনাল্ড হাডলিন, পিলার সাভোন | ||
জিরো ডার্ক থার্টি | ক্যাথরিন বিগেলো | ক্যাথরিন বিগেলো, কলিন উইলসন, গ্রেগ শাপিরো, টেড শিপার, মেগান এলিসন | ||
লাইফ অব পাই | অ্যাং লি | অ্যাং লি, জিল নেটার, ডেভিড ওমার্ক | ||
লিংকন | স্টিভেন স্পিলবার্গ | স্টিভেন স্পিলবার্গ, ক্যাথলিন কেনেডি | ||
২০১৩ | টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ | স্টিভ ম্যাকুইন | ব্র্যাড পিট, ডিড গার্ডনার, জেরেমি ক্লেইনার, আরনন মিলচান, স্টিভ ম্যাকুইন | [৭১] |
ক্যাপ্টেন ফিলিপস | পল গ্রিনগ্রাস | মাইকেল দে লুকা, ড্যানা ব্রুনেত্তি, স্কট রুডিন | ||
গ্র্যাভিটি | আলফোনসো কুয়ারোন | আলফোনসো কুয়ারোন, ডেভিড হেইম্যান | ||
ফিলোমেনা | স্টিফেন ফ্রেয়ার্স | গ্র্যাব্রিয়েল ট্যানা, স্টিভ কুগান, ট্রেসি সিওয়ার্ড | ||
রাশ | রন হাওয়ার্ড | অ্যান্ড্রু ইটন, এরিক ফেলনার, ব্রায়ান অলিভার, পিটার মরগান, ব্রায়ান গ্রেজার, রন হাওয়ার্ড | ||
২০১৪ | বয়হুড | রিচার্ড লিংকলেটার | রিচার্ড লিংকলেটার, ক্যাথলিন সাটারনল্যান্ড | [৭২] |
দি ইমিটেশন গেম | মর্টেন টাইলডাম | নোরা গ্রসম্যান, ইডো অস্ট্রভ্স্কি, টেডি শোয়ার্জম্যান | ||
দ্য থিওরি অব এভরিথিং | জেমস মার্শ | টিম বেভান, এরিক ফেলনার, লিসা ব্রুস, অ্যান্থনি ম্যাকার্টেন | ||
ফক্সক্যাচার | বেনেট মিলার | বেনেট মিলার, মেগান এলিসন, জন কিলিক, অ্যান্থনি ব্রেগম্যান | ||
সেলমা | আভা ডুভার্নি | ডিড গার্ডনার, জেরেমি ক্লাইনার, ক্রিস্টিয়ান কলসন, ওপরা উইনফ্রি | ||
২০১৫ | দ্য রেভেন্যান্ট | আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু | স্টিভ গোলিন, আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু, আর্নন মিলচান, ম্যারি পেরেন্ট | [৭৩] |
ক্যারল | টড হেইন্স | এলিজাবেথ কার্লসেন, ক্রিস্টিন ভাকোন, স্টিফেন উলি | ||
ম্যাড ম্যাক্স: ফিউরি রোড | জর্জ মিলার | ডগ মিচেল, জর্জ মিলার, পি. জে. ভোটেন | ||
রুম | লেনি আব্রাহামসন | এড গুইনি, ডেভিড গ্রস | ||
স্পটলাইট | টম ম্যাকার্থি | স্টিভ গোলিন, ব্লাই প্যাগন ফাউস্ট, নিকোল রকলিন, মাইকেল সুগার | ||
২০১৬ | মুনলাইট | ব্যারি জেনকিন্স | ডিড গার্ডনার, জেরেমি ক্লাইনার, অ্যাডেল রোমান্স্কি | [৭৪] |
ম্যানচেস্টার বাই দ্য সি | কেনেথ লোনারগ্যান | লরেন বেক, ম্যাট ডেমন, ক্রিস মুর, কিবার্লি স্টুয়ার্ড, কেভিন জে. ওয়ালশ | ||
লায়ন | গার্থ ডেভিস | ইয়ান ক্যানিং, অ্যাঞ্জি ফিল্ডার, এমিল শেরমান | ||
হ্যাকস রিজ | মেল গিবসন | টেরি বেনেডিক্ট, পল কারি, ব্রুস ডেভি, উইলিয়াম ডি. জনসন, বিল মেকানিক, ব্রায়ান অলিভার, ডেভিড পারমুট | ||
হেল অর হাই ওয়াটার | ডেভিড ম্যাকেঞ্জি | পিটার বার্গ, কার্লা, হ্যাকেন, সিডনি কিমেল, জিজি প্রিৎজকার, রেচেল শেন, জুলি ইয়োর্ন | ||
২০১৭ | থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি | মার্টিন মাকডনা | গ্রাহাম ব্রডবেন্ট, পিট জার্নিন, মার্টিন মাকডনা | [৭৫] |
কল মি বাই ইওর নেম | লুকা গুয়াদাগনিনো | পিটার স্পিয়ার্স, লুকা গুয়াদাগনিনো, এমিলি জর্জ, রদ্রিগো তেইক্সেইরা, মার্কো মোরাবিতো, জেমস আইভরি, হাওয়ার্ড রোজম্যান | ||
ডানকার্ক | ক্রিস্টোফার নোলান | ক্রিস্টোফার নোলান ও এমা টমাস | ||
দ্য পোস্ট | স্টিভেন স্পিলবার্গ | স্টিভেন স্পিলবার্গ, ক্রিস্টি ম্যাকস্কো ক্রিগার, অ্যামি পাসকেল | ||
দ্য শেপ অব ওয়াটার | গিয়ের্মো দেল তোরো | গিয়ের্মো দেল তোরো, জে. মিলস ডেল | ||
২০১৮ | বোহিমিয়ান র্যাপসোডি | ব্রায়ান সিঙ্গার | গ্রাহাম কিং, জিম বিচ | [৭৬] |
আ স্টার ইজ বর্ন | ব্র্যাডলি কুপার | বিল গার্বার, ব্র্যাডলি কুপার, লিনেট হাওয়েল টেলর | ||
ইফ বিয়াল স্ট্রিট কুড টক | ব্যারি জেনকিন্স | অ্যাডেল রোমান্স্কি, সারা মার্ফি, ব্যারি জেনকিন্স, ডিড গার্ডনার, জেরেমি ক্লেইনার | ||
ব্ল্যাকক্ল্যান্সম্যান | স্পাইক লি | শন ম্যাকিট্রিক, জেসন ব্লুম, রেমন্ড ম্যান্সফিল্ড, শন রেডিক, জর্ডান পিল, স্পাইক লি | ||
ব্ল্যাক প্যান্থার | রায়ান কুগলার | কেভিন ফাইগি | ||
২০১৯ | নাইনটিন সেভেনটিন | স্যাম মেন্ডেজ | স্যাম মেন্ডেজ, পিপ্পা হ্যারিস, জেন-অ্যান টেংগ্রেন, কালাম ম্যাকডুগাল, ব্রায়ান অলিভার | [৭৭] |
দি আইরিশম্যান | মার্টিন স্কোরসেজি | মার্টিন স্কোরসেজি, রবার্ট ডি নিরো, জেন রোজেনথাল, এমা টিলিঞ্জার কস্ফফ, আরউইন উইঙ্কলার, জেরাল্ড শামালেস, গ্যাস্টন পাভলোভিচ, র্যান্ডাল এমেট, গাব্রিয়েল ইসারিলোভিচি | ||
জোকার | টড ফিলিপস | টড ফিলিপস, ব্র্যাডলি কুপার, এমা টিলিঞ্জার কস্কফ | ||
দ্য টু পোপস | ফের্নান্দো মেইরেলিস | ড্যান লিন, জোনাথন এইরিচ, ট্রেসি সিওয়ার্ড | ||
ম্যারিজ স্টোরি | নোয়া বাউমব্যাক | ডেভিড হেম্যান, নোয়া বমবাচ |
২০২০-এর দশক
সম্পাদনাবছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | সূত্র. |
---|---|---|---|---|
২০২০ | নোম্যাডল্যান্ড | ক্লোই চাও | ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, পিটার স্পিয়ার্স, মোলি অ্যাশার, ড্যান জ্যানভি, ক্লোই চাও | [৭৮] |
দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন | অ্যারন সর্কিন | স্টুয়ার্ট এম. বেসার, ম্যাট জ্যাকসন, মার্ক প্ল্যাট, টাইলার টমসন | ||
প্রমিসিং ইয়াং ওম্যান | এমারেল্ড ফেনেল | মার্গো রবি, জোসি ম্যাকনামারা, টম অ্যাকারলি, বেন ব্রাউনিং, অ্যাশলি ফক্স, এমারেল্ড ফেনেল | ||
দ্য ফাদার | ফ্লোরিয়ান জেলার | ডেভিড পারফিট, জঁ-লুই লিভি, ফিলিপ কার্কাসোন, ক্রিস্টফ স্পার্ডন, সিমন ফ্রেন্ড | ||
ম্যাঙ্ক | ডেভিড ফিঞ্চার | সিন চ্যাফিন, এরিক রথ, ডগলাস আরবান্স্কি | ||
২০২১ | দ্য পাওয়ার অব দ্য ডগ | জেন ক্যাম্পিয়ন | এমিল শেরমান, ইয়ান ক্যানিং, রজার ফ্র্যাপিয়ার, জেন ক্যাম্পিয়ন, তানিয়া সেগাচিয়ান | [৭৯] |
কিং রিচার্ড | রাইনাল্ডো মার্কাস গ্রিন | টিম হোয়াইট, ট্রেভর হোয়াইট, উইল স্মিথ | ||
কোডা | সিয়ান হেডার | ফ্যাব্রিস জিয়ানফের্মি, ফিলিপ রুসেলে, জেরোম সিদো, পাট্রিক ভাখশবের্গার | ||
ডিউন | দ্যনি ভিলনোভ | ম্যারি প্যারেন্ট, দ্যনি ভিলনোভ, কেট বয়টার, জো ক্যারাচ্চোলো জুনিয়র | ||
বেলফাস্ট | কেনেথ ব্র্যানা | লরা বারউইক, কেনেথ ব্র্যানা, বেকা কোভাচিক, তামার টমাস | ||
২০২২ | দ্য ফেবলম্যান্স | স্টিভেন স্পিলবার্গ | ক্রিস্টি ম্যাকোস্কো ক্রিগার, স্টিভেন স্পিলবার্গ, টনি কুশনার | [৮০] |
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার | জেমস ক্যামেরন | জেমস ক্যামেরন, জন ল্যান্ডাউ | ||
এলভিস | ব্যাজ লুরমান | ব্যাজ লুরমান, ক্যাথরিন মার্টিন, গেইল বার্ম্যান, প্যাট্রিক ম্যাকরমিক, শুইলার ওয়েইস | ||
টপ গান: ম্যাভরিক | জোসেফ কসিন্স্কি | জেরি ব্রাকহাইমার, টম ক্রুজ, ক্রিস্টোফার ম্যাকুইয়ার, ডেভিড এলিসন | ||
টার | টড ফিল্ড | টড ফিল্ড, আলেকজান্দ্রা মিলচান, স্কট ল্যামবার্ট | ||
২০২৩ | অপেনহাইমার | ক্রিস্টোফার নোলান | ক্রিস্টোফার নোলান, এমা টমাস, চার্লস রোভেন | [৮১] |
অ্যানাটমি অব আ ফল | জ্যুস্তিন ত্রিয়ে | মারি-অ্যাং লুসিয়ানি, ডেভিড থিওন | ||
কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন | মার্টিন স্কোরসেজি | ড্যান ফ্রিডকিন, ব্র্যাডলি টমাস, মার্টিন স্কোরসেজি, ড্যানিয়েল লুপি | ||
দ্য জোন অব ইন্টারেস্ট | জোনাথন গ্লেজার | জেমস উইলসন, ইওয়া পুসৎসিন্স্কা | ||
পাস্ট লাইভস | সেলিন সং | ডেভিড হিনোজোসা, ক্রিস্টিন ভাকোন, পামেলা কফলার | ||
মায়েস্ত্রো | ব্র্যাডলি কুপার | মার্টিন স্কোরসেজি, স্টিভেন স্পিলবার্গ, ব্র্যাডলি কুপার, ফ্রেড বার্নার, অ্যামি ডার্নিং, ক্রিস্টি ম্যাকস্কো ক্রিগার |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Winners & Nominees 1944"। গোল্ডেন গ্লোব। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২২।
- ↑ "Winners & Nominees 1945"। গোল্ডেন গ্লোব। ২৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1946"। গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1947"। গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1948"। গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1949"। গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1950"। গোল্ডেন গ্লোব। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1951"। গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২১।
- ↑ "Winners & Nominees 1952"। গোল্ডেন গ্লোব। ১ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1953"। গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1954"। গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1955"। গোল্ডেন গ্লোব। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1956"। গোল্ডেন গ্লোব। ২৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1957"। গোল্ডেন গ্লোব। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1958"। গোল্ডেন গ্লোব। ৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1959"। গোল্ডেন গ্লোব। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1960"। গোল্ডেন গ্লোব। ৩০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1961"। গোল্ডেন গ্লোব। ৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1962"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1963"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1964"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1965"। গোল্ডেন গ্লোব। ৩০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1966"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1967"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1968"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1969"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1970"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1971"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1972"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1973"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1974"। গোল্ডেন গ্লোব। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1975"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1976"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1977"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1978"। গোল্ডেন গ্লোব। ৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1979"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1980"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1981"। গোল্ডেন গ্লোব। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1982"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1983"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1984"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1985"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1986"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1987"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1988"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1989"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1990"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1991"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1992"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1993"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1994"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1995"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1996"। গোল্ডেন গ্লোব। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1997"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1998"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 1999"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2000"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2001"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2002"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2003"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2004"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2005"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2006"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2007"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2008"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2009"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2010"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2011"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 20112"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2013"। গোল্ডেন গ্লোব। ১৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2014"। গোল্ডেন গ্লোব। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2015"। গোল্ডেন গ্লোব। ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2016"। গোল্ডেন গ্লোব। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2017"। গোল্ডেন গ্লোব। ৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
- ↑ "Winners & Nominees 2018"। গোল্ডেন গ্লোব। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮।
- ↑ "Winners & Nominees 2019"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৭ জানুয়ারি ২০১৯। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Winners & Nominees 2020"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Winners & Nominees 2021"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২১।
- ↑ "Winners & Nominees 2022"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "Winners & Nominees 2023"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ মেয়ার্স, মেলিসা (৮ জানুয়ারি ২০২৪)। "THE 81ST GOLDEN GLOBE AWARDS FOR THE YEAR ENDED DECEMBER 31, 2023 PRESS RELEASE"। গোল্ডেন গ্লোবস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।