ছবি
এক ধরনের চিত্রকর্ম যা সাধারণত দুই মাত্রার চিত্র হয়ে থাকে।
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
ছবি (ইংরেজি: Picture) এক ধরনের চিত্রকর্ম যা সাধারণত দুই মাত্রার চিত্র হয়ে থাকে। ছবি মূলত কোন বস্তুর ছোট আকারের প্রতিকৃতি। ছবি কোনো বস্তু বা ব্যক্তির হতে পারে।
ছবি (English :- Photo/Picture/image) এটা হলো এক রকমের প্রতিফলিত রশ্মির সাহায্য ক্যামেরা বন্দী করা হয়। এটা কয়েক ধরনের হয়। কেউ চিত্র শিল্পী দিয়ে এটা অঙ্কন করায় বা করে।
তবে বর্তমানে এমন খুব কম দেখা যায়। তবে অনেকে সখের বসে এমন শিল্পী দিয়ে আঁকিয়ে নেন।
বেশিরভাগই ক্যামেরা দিয়ে ফ্রেম বন্দী করে থাকে। পরে হয়তো নতুন করে এডিটিং করে ব্যবহার করে থাকে।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে ছবি সম্পর্কিত মিডিয়া দেখুন।
- উইকিউক্তিতে Image সম্পর্কিত উক্তি পড়ুন।
- উইকিঅভিধানে image-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।
- The B-Z Reaction: The Moving or the Still Image?
- Library of Congress – Format Descriptions for Still Images
- Image Processing – Online Open Research Group ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে