আমার নাম এস এম হেমায়েত হোসেন, জন্ম ফরিদপুর জেলায় অবস্হীত নগরকান্দা উপজেলার শাকরাইল গ্রামে। ভাললাগে চলচ্চিত্র বিষয়ে নিবন্ধ করতে, আমার প্রাথম নিবন্ধ খোঁজ-দ্যা সার্চ ইংরেজী উইকিপিডিয়ায়, প্রয়াস নিজে থেকে কারন- আমাদের (বাংলাদেশ) বাংলা চলচ্চিত্রের নিবন্ধের সংখ্যা খুবই কম। আর তাই আমি সব সময় চাইতাম এটা বাড়ানোর চেষ্টা করতে, আশা করি আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন, যা আমার এই পথ চলাকে সুদীর্ঘ করতে প্রেরণা যোগাবে, আমি উইকিপিডিয়ার এই মহান উদ্যোগকে সম্মান জানাই আর প্রচন্ড ভালোবাসি। ভালো থাকবেন সবাই-- ধন্যবাদ।
শুনেছি মানুষ কোন ভুল একবার করলে তার শিক্ষা হয় দ্বিতীয় বার ঐ একই ভুল না করার। কিন্তু এই বাস্তব পৃথিবীতে- মানব সৃষ্টির লগ্ন থেকেই যে, প্রেম নামক এই মায়ার বাঁধনটি মানুষের জীবনে ভুলের স্রোত বইয়ে দিচ্ছে, অথচ এ ভুলের শিক্ষায় আমরা দিন দিন বোকাই হচ্ছি। আমরা জানি- প্রেম মানে অভিনয়, প্রেম মানে প্রহসন, প্রেম মানে যাতনা, প্রেম মানে হৃদয়ে দহন। তবুও বলবো- এই প্রেম আছে বলেইতো জীবন এতো সুন্দর, প্রেম আছে বলেইতো উইকিপিডিয়ার এই মহান উদ্যোগের সাথে মিলিয়েছি অন্তর।
বাংলা উইকিপিডিয়া পরিসংখ্যান মোট নিবন্ধের সংখ্যা : ১,৫৯,৯৬৪ মোট পৃষ্ঠা সংখ্যা : ১২,৮১,৯৪১ মোট ফাইলের সংখ্যা : ১৯,৪৯৩ মোট ব্যবহারকারীর সংখ্যা : ৪,৭৪,২৫৯
আমি আমাকে নিয়ে ভাবছিনা, কারন বিশ্বভূবনের এই বিশাল জ্ঞানের ভান্ডারে আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, নিউটন এর ভাষায় বলতে গেলে- আমি গভীর জ্ঞান সমুদ্রের তিরে কেবল ক্ষুদ্র বালি কনা নিয়েই নাড়াচাড়া করছি। বলতে পারেন এটা এখন আমার একটা নেশা যা- মানব জীবনে কোন ক্ষতি করেনা। আমি উইকিপিডিয়ার নিয়মিত একজন ব্যাবহারকারী হতে চাই।
এটি উইকিপিডিয়ার একটি ব্যবহারকারী পাতা।
এটি কোনো বিশ্বকোষীয় নিবন্ধ নয়। যদি আপনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো সাইটে এই পাতাটি দেখতে পান, তবে আপনি উইকিপিডিয়ার একটি অনুলিপি দেখছেন মাত্র। সচেতন থাকুন যে, এই পাতাটি মেয়াদোত্তীর্ণ হতে পারে এবং এই ব্যবহারকারী পাতাটি যার, তিনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের সাথে জড়িত নাও থাকতে পারেন। মূল ব্যবহারকারী পাতাটি পাওয়া যাবে এই ঠিকানায়— https://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:Hemayet।