বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

সবাইকে একই বার্তা

সম্পাদনা

উইকিপিডিয়ায় স্বাগতম! দেখতে পাচ্ছি, আলোচনাসভায় করা একটি আলোচনার উত্তর অনেকের আলাপ পাতায় কপিপেস্ট করছেন। অনুগ্রহ করে, এরূপ করবেন না। কারণ, তারা পাতাটি নজরতালিকায় যুক্ত করে থেকে থাকবেন। এছাড়া, আপনি এভাবে একই বার্তা প্রদান করতে থাকলে সম্প্রদায় হতে আপনাকে বাধা প্রদানও করা হতে পারে। ধন্যবাদ! আ হ ম সাকিব (সম্পর্কে | কথাবার্তা | অবদান) ১৩:৩২, ৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@আ হ ম সাকিব: ভাই, মনে প্রাণে বাংলা উইকিপিডিয়ার সাফল্য চাই বলেই অনিচ্ছা সত্ত্বেও সমর্থন জ্ঞাপন করতে মন্তব্য করেছি। ইন্টারনেটের কোন একটি দিক যদি আমাকে সভ্যতা সম্পর্কে আশান্বিত করে থাকে তা এই উইকিপিডিয়া। সেই উইকিপিডিয়াও যদি স্প্যামে ছেয়ে যায়, হতাশ লাগে। তাই মন্তব্য না করে পারলাম না। আমার উইকিপিডিয়ার ভিতরের ব্যাপার বা প্রশাসনা নিয়ে কখনো কোন আগ্রহ ছিল না; এসব বিধিনিষেধ সম্পর্কে আমার জানা নেই। ভুল করে থাকলে দুঃখিত। আর আমাকে বাধা দিলে আমার বলার কিছু থাকবে না। যা করেছি সম্পূর্ণ সদিচ্ছা থেকে করেছি। ব্যক্তিগতভাবে উইকিপিডিয়া থেকে আমার পাবার কিছু নেই। শুধু হয়তো বাংলা উইকিপিডিয়া সম্পর্কে আশাভঙ্গ হবে এই যা। আপনাকে ধন্যবাদ। -- সানজিদশাহারিয়ার (আলাপ) ১৮:৫৩, ৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন