হিসাব পরীক্ষণ
অবয়ব
হিসাব পরীক্ষণ (বিকল্প বানান: হিসেব পরীক্ষণ; ইংরেজি: Audit) হচ্ছে একটি লাভজনক বা অলাভজনক প্রতিষ্ঠানের আকার বা আইনি ধরনের কোনো পার্থক্য ছাড়াই মতামত দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত আর্থিক তথ্য ও অ্যাকাউন্টশিটগুলোর একটি স্বাধীন বিচারধারা।[১] অর্থাৎ হিসাব পরীক্ষণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক কাজকর্ম বা অ্যাকাউন্ট স্বাধীনভাবে পরীক্ষা করে এই বিষয়ে মতামত দেওয়া হয়। হিসাব পরীক্ষণ আইন দ্বারা যেন নির্ধারিত নিয়ম অনুযায়ী সংস্থা তার অ্যাকাউন্টের নথিগুলো বজায় রাখে, তা নিশ্চিত করার জন্য যত্নের ব্যবস্থা করা হয়েছে। একজন হিসাব পরীক্ষক হিসাব পরীক্ষণের পূর্বে পরিস্থিতির ভিত্তিতে তাঁর প্রমাণ বিশ্লেষণ করে এবং অডিট অ্যাকাউন্ট বা অডিট রিপোর্টের মাধ্যমে তাদের মতামত সরবরাহ করে।[২]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
আরও পড়ুন
- এম্যাট, ও. (২০০৮)। Earnings management and audit adjustments: An empirical study of IBEX 35 constituents। SSRN 1374232-তে উপলব্ধ আছে।
তথ্যসূত্র
- ↑ গুপ্ত, কমল। Contemporary Auditing। ম্যাকগ্র হিল। পৃষ্ঠা ১০৯৫। আইএসবিএন 0070585849।
- ↑ "Audit assurance"। ১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১।