বিষয়বস্তুতে চলুন

অঘোর মন্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অঘোর মন্ডল ছিলেন একজন বাংলাদেশী সিনিয়র ক্রীড়া সাংবাদিক, লেখক ও কলামিস্ট। তিনি কিডনি জনিত সমস্যায় ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ৫৮ বছর বয়সে মারা যান।[][]

কর্ম জীবন

[সম্পাদনা]

তিন দশকের বেশি সময় সাংবাদিকতায় জড়িত অঘোর মন্ডলের সাংবাদিকতা ক্যারিয়ার শুরু নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে। পরে ভোরের কাগজে কাজ করেন। এরপর তিনি চ্যানেল আই, দীপ্ত ও এটিএন নিউজে কাজ করেছেন। তিনি এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসাবে কর্মরত ছিলেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন। দেশের স্বনামধন্য পত্রিকা ও টেলিভিশনে নিয়মিত ক্রীড়া বিশ্লেষণ করতেন তিনি। এ ছাড়া, এনটিভি অনলাইনে নিয়মিত কলাম লিখতেন বর্ষীয়ান এই সাংবাদিক।[][][]

প্রকাশনা

[সম্পাদনা]

অঘোর মন্ডলের উল্লেখযোগ্য বই হলো-

  • এক্সট্রা কাভার[][]
  • এক্সট্রা টাইম[]

অসুস্থতা

[সম্পাদনা]

অঘোর মন্ডল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ডেঙ্গু আক্রান্ত হন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শেষ দিকে আইসিইউ ও লাইফ সাপোর্টে ছিলেন। গত ২৭ আগস্ট নিজের ফেসবুক ওয়ালে অঘোর মন্ডল লিখেছিলেন, 'গত একমাস রাজধানীর বড় বড় প্রায় সবগুলো হাসপাতালের বেড আমার চেনা পরিচিত। প্রতিদিন রক্ত পরীক্ষা, ইনজেকশন, ডায়ালাইসিস আর মুঠো মুঠো ওষুধ এর মধ্যে দিয়ে কেটে যাচ্ছে আমার চব্বিশ ঘন্টা! মিস করছি আমার অফিস এবং কলিগদের। এ অবস্থার মধ্যে আনন্দবাজার পত্রিকার জন্য একটা লেখা দিতে হলো কাল রাতে।'[][১০][১১]

মৃত্যু

[সম্পাদনা]

অঘোর মন্ডল কিডনি জনিত জটিলতা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৫ সেপ্টেম্বর মারা যান। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই"Prothomalo। ২০২৪-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  2. "গুণী ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  3. "মারা গেছেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল | কালবেলা"কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  4. "চলে গেলেন ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  5. "চলে গেলেন গুণী ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল"banglanews24.com। ২০২৪-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  6. "বাংলাদেশ ক্রিকেটের উত্থান নিয়ে অঘোর মন্ডলের 'এক্সট্রা কাভার'"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  7. "জীবনের জন্য 'এক্সট্রা কাভার'"banglanews24.com। ২০১৬-০২-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  8. "এক্সট্রা টাইম"www.prothoma.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  9. "লাইফ সাপোর্টে ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল"dhakapost.com। ২০২৪-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  10. "লাইফ সাপোর্টে ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল"jjdin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  11. "লাইফ সাপোর্টে সাংবাদিক অঘোর মন্ডল"songbadprokash.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫ 
  12. "Journalist Aghore Mondal dies at 58"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৯-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৫