অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় (সৌদি আরব)
ফয়সাল আল ইব্রাহিম, ২০২১ সাল থেকে বর্তমান পর্যন্ত অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী | |
মন্ত্রিপরিষদ বিভাগ রূপরেখা | |
---|---|
গঠিত | ২০০৩ |
পূর্ববর্তী সংস্থা |
|
যার এখতিয়ারভুক্ত | সৌদি আরব সরকার |
সদর দপ্তর | রিয়াদ |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় (এমইপি) (আরবি: وزارة الاقتصاد والتخطيط) হলো সৌদি আরবের অন্যতম সরকারি সংস্থা এবং মন্ত্রিসভার অংশ। মন্ত্রণালয়ের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ রয়েছে, যা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লক্ষ্যকে প্রতিফলিত করে। ফয়সাল বিন ফাদেল বিন মোহসেন আল-ইব্রাহিম কর্তৃক মন্ত্রণালয়টি গ্রহণ করা হয়েছে, যাকে ২০২১ সালের ২ মে মনোনীত অর্থমন্ত্রী মুহাম্মাদ আল-জাদানের স্থলাভিষিক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
ইতিহাস
[সম্পাদনা]অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২] তবে সংস্থাটি কার্যকরী ছিল না[১] এবং ১৯৫৪ সালে এটি বিকল হয়ে যায়।[২]
অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় ২০০৩ সালে গঠিত হয়েছিল যখন পরিকল্পনা ও অর্থনীতি বিভাগ মন্ত্রণালয় একীভূত হয়েছিল।[৩][৪] ২০০৩ সাল পর্যন্ত অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়নের দায়িত্বে ছিল।[৩][৫] মন্ত্রণালয়টি রিয়াদে অবস্থিত।[৬]
২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে, এই মন্ত্রণালয়ের নেতৃত্বে রয়েছেন তিনজন মন্ত্রী। প্রথম মন্ত্রী ছিলেন খালিদ বিন মোহাম্মদ আল গোসাইবি, যিনি ২০০৩ সালের এপ্রিলে এই পদে নিযুক্ত হন।[৭] মুহাম্মদ আল-জাসের ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন।[৮][৯] আদেল ফাকেইহ ২০১৫ সালের এপ্রিলে অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী নিযুক্ত হন। বর্তমান মন্ত্রী হলেন ফয়সাল আল ইব্রাহিম, যিনি ২০২০ সালের ৬ মার্চ মুহাম্মদ আল-জাদানের পরিবর্তে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে নিযুক্ত হন।[১০]
কার্যাবলী
[সম্পাদনা]মন্ত্রণালয়ের প্রধান কাজ হচ্ছে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা।[১১] এটিতে কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগ এবং জাতীয় কম্পিউটার কেন্দ্র সহ বিভিন্ন বড় সংস্থা রয়েছে।[৩][১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ স্টিফেন হার্টগ (২০০৭)। "সৌদি রাষ্ট্র গঠন: ভাড়াটিয়া রাষ্ট্র গঠনে মানব সংস্থার স্থানান্তরিত ভূমিকা" (পিডিএফ)। মধ্য প্রাচ্য স্টাডিজের আন্তর্জাতিক জার্নাল। ৩৯: ৫৩৯–৫৬৩। ডিওআই:10.1017/S0020743807071073। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৪।
- ↑ ক খ ঘাসসানে সালামেহ; ভিভিয়ান স্টিয়ার (অক্টোবর ১৯৮০)। "রাজনৈতিক ক্ষমতা ও সৌদি রাষ্ট্র"। এমইআরআইপি রিপোর্ট (৯১)। জেস্টোর 3010946।
- ↑ ক খ গ "পরিকল্পনা ও জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়"। সামিরাদ। ২২ জুন ২০০০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ মাইকেল ও'কেন (মার্চ ২০১৩)। সৌদি আরবে ব্যবসা। মাইকেল ওকেন। পৃষ্ঠা ২১। আইএসবিএন 978-0-615-43178-9। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪।
- ↑ "আরবি, আরবি ও একাডেমিয়া"। সৌদি আরামকো ওয়ার্ল্ড। ৩০ (৩)। মে–জুন ১৯৭৯। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩।
- ↑ মৌলিক ঠিকানা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে ওএসসিই। সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের-তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "সৌদি মন্ত্রিসভায় রদবদল"। সামিরাদ। রিয়াদ। ৩০ এপ্রিল ২০০৩। ২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Glen Carey (১৩ ডিসেম্বর ২০১১)। "রেকর্ড ব্যয় পরিকল্পনার মধ্যে সৌদি বাদশাহর নতুন অর্থনৈতিক দল নিয়োগ"। ব্লুমবার্গ। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "সৌদি অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ আল জাসের"। রয়টার্স। ১৫ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪।
- ↑ "সৌদি আরবে নতুন অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী নিয়োগ"। রয়টার্স (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০২-০২।
- ↑ "১০ম উন্নয়ন পরিকল্পনা কর্মশালার আয়োজন করেছে অর্থনীতি ও পরিকল্পনা"। সৌদি বিজনেস নিউজ। ১৭ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৪।
- ↑ "সাধারণ পরিসংখ্যান সিস্টেম"। কেন্দ্রীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগ। ১৯ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩।