টোগো প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৭২ সালে এবং তার পরের দুটি গেমস অংশগ্রহণ করতে পারেনি। ১৯৮৪ সালের গেমসে পুনরায় ফিরে আসে এবং পরের প্রত্যেকটি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে। এছাড়া শীতকালীন গেমসে প্রথম অংশগ্রহণ করে ২০১৪ সালে, যাতে টোগো দুজন ক্রীড়াবিদ পাঠিয়েছিল।[১]
টোগোর ক্রীড়াবিদগণ প্রথম ও একমাত্র পদক জিতে ২০০৮ বেইজিং গেমসে।[২]
"Togo" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
"Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)