বিষয়বস্তুতে চলুন

আবদুল হাকিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল হাকিম
জন্ম১৬২০
মৃত্যু১৬৯০(1690-00-00) (বয়স ৬৯–৭০)
জাতীয়তাবাঙালি
পেশাকবি
পরিচিতির কারণকবিতা

আবদুল হাকিম (জন্ম : ১৬২০ - মৃত্যু : ১৬৯০) মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি। তিনি তার রচিত নূরনামা কাব্যের জন্য অধিক পরিচিত। তিনি বেশ কিছু ফার্সি কবিতার বঙ্গানুবাদ করেন। তিনি ফার্সি, আরবি ও সংস্কৃৃত ভাষায় পণ্ডিত ছিলেন।

জন্ম ও জীবনী

[সম্পাদনা]

কবি আবদুল হাকিম আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে পর্তুগিজ শাসনাধীন চট্টগ্রামের সন্দ্বীপের সুধারামপুর গ্রামে (এখানে মতান্তর রয়েছে, কবি নোয়াখালী জেলার সুধারামের বাবপুরে) জন্ম গ্রহণ করেন।[] স্বদেশের ও স্বভাষার প্রতি তার ছিল অটুট ও অপরিসীম প্রেম।সে যুগে মাতৃভাষার প্রতি এমন প্রবল আকর্ষণ ছিল বিরল। তার আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলঃ ‌‌ইউসুফ-জুলেখা, লালমতি, সয়ফুলমুলুক, শিহাবুদ্দিননামা, নসীহতনামা, কারবালাশহরনামা। তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সিসংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন| বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। [] সেসময় একশ্রেণির লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তার নূরনামা কাব্যে লিখেছিলেন :

যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।[]

গ্রন্থ

[সম্পাদনা]
  • ইউসুফ-জুলেখা
  • নূরনামা
  • চারি মোকাম ভেদ
  • লালমতি
  • সয়ফুলমুলক
  • নসিহৎনামা
  • কারবালা ও শহরনামা[]
  • শাহাবুদ্দিননামা
  • দূররে মজলিস।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আবদুল হাকিম - বাংলাপিডিয়া
  2. The Essential Rokeya: Selected Works of Rokeya Sakhawat Hossain (1880-1932) (ইংরেজি ভাষায়)। BRILL। ২০১৩-০৮-২২। আইএসবিএন 978-90-04-25587-6 
  3. Quasem, Mohammed Abul (২০০২)। Aronowitz, Stanley, সম্পাদক। Bangladesh: A Land of Beautiful Traditions & Cultures (পিডিএফ)। Chittagong: Chattagram Sangskriti Kendra। পৃষ্ঠা 142। আইএসবিএন 9848208046। ২০১৬-১১-২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২২ 
  4. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ৪১১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]