আমির হোসেন খান
অধ্যাপক ড. আমির হোসেন খান | |
---|---|
উপাচার্য | |
কুমিল্লা বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২৩ নভেম্বর ২০০৯ – ২২ নভেম্বর ২০১৩[১] | |
চ্যান্সেলর | জিল্লুর রহমান |
পূর্বসূরী | এ এইচ এম জেহাদুল করিম |
উত্তরসূরী | আলী আশরাফ |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ১৪ মার্চ ২০২৪[২] ঢাকা, বাংলাদেশ | (বয়স ৭৯–৮০)
মৃত্যুর কারণ | নিউমোনিয়া |
জাতীয়তা | বাংলাদেশী |
সন্তান | ১ ছেলে ও ১ মেয়ে |
পেশা | পদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক |
ধর্ম | ইসলাম |
আমির হোসেন খান একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। উচ্চমাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]আমির হোসেন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ ও কাউন্সেলিং কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন।[৩] ২০০৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করেন। ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন এবং এরপর আলী আশরাফ তার স্থলাভিষিক্ত হন।[১] তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের একজন সদস্য ছিলেন।[৪]
উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য তিনি মোহাম্মদ ইসহাক ও মো. নজরুল ইসলামের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্রের পাঠ্যপুস্তক রচনা করেন।[৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]আমির হোসেন খানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার ছেলে আসিফ হোসেন খান একজন অধ্যাপক।[৬][৭]
মৃত্যু
[সম্পাদনা]আমির হোসেন খান ২০২৪ সালের ১৪ মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে ও অরুণা পল্লী জামে মসজিদে জানাজা শেষে তাকে অরুণা পল্লী কবরস্থানে দাফন করা হয়।[৬][৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Vice Chancellors of the University Since 2006"। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২১।
- ↑ "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমির হোসেন খান আর নেই"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ১৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪।
- ↑ "6 new provosts of JU halls appointed"। ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ জানুয়ারি ১৯৯৯। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৭।
- ↑ "Administration"। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৭।
- ↑ "ড. আমির হোসেন খান এর বই"। রকমারি। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৭।
- ↑ ক খ "কুবির সাবেক উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ১৪ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৪।
- ↑ ক খ "Ex-VC of CoU Amir Hossain Khan dies"। নিউ এইজ (ইংরেজি ভাষায়)। ১৫ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৪।