আর৫৬০ (বাংলাদেশ)
অবয়ব
আঞ্চলিক সড়ক ৫৬০ | ||||
---|---|---|---|---|
তিস্তা ব্যারেজ সড়ক | ||||
পথের তথ্য | ||||
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | ||||
দৈর্ঘ্য | ৫৭.১৩ কিমি[১] (৩৫.৫০ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
দক্ষিণ প্রান্ত: | এন৫ (পাগলাপির) | |||
জেড৫৭০৩ (জলঢাকা) | ||||
উত্তর প্রান্ত: | এন৫০৯ (বড়খাতা) | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
আঞ্চলিক সড়ক ৫৬০ বা আর৫৬০ হল বাংলাদেশের একটি আঞ্চলিক সড়ক। এটি রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, লালমনিরহাট - এই তিন জেলায় অবস্থিত দক্ষিণ-উত্তরগামী একটি আঞ্চলিক মহাসড়ক। এ রাস্তাটি এন৫-এর সাথে এন৫০৯-কে সংযুক্ত করে পাটগ্রাম স্থলবন্দরের সাথে রংপুরের দূরত্ব কমিয়েছে। রাস্তাটি এন৫ থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত ৪৯.১৩[২] কিলোমিটার এবং সেখান থেকে এন৫০৯ পর্যন্ত ৮ কিলোমিটার লম্বা এবং একটি দুই লেন বিশিষ্ট গুরুত্বপূর্ণ মহাসড়ক। ২০০৯ সালে রাস্তাটি আঞ্চলিক মহাসড়ক হিসাবে নকশা করা হয়।
প্রধান সংযোগস্থলসমূহ
[সম্পাদনা]সম্পূর্ণ রাস্তাটি রংপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলাতে অবস্থিত।
অবস্থান | মাইল | কি.মি. | গন্তব্য | টীকা |
---|---|---|---|---|
রংপুর | ০.০০ | ০.০০ | এন৫ (পাগলাপির) | |
কিশোরগঞ্জ উপজেলা | জেড৫০১৮ (মোন্থানার হাট) | |||
জলঢাকা উপজেলা | জেড৫৭০১ (তিনমাথা) | |||
জলঢাকা উপজেলা | জেড৫৭০৩ (জলঢাকা) | |||
ডিমলা উপজেলা | ডালিয়া - ডিমলা সড়ক | |||
হাতীবান্ধা উপজেলা | এন৫০৯ (বড়খাতা) |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Basic info (R560)"। OnlineRoadNetwork। সড়ক ও জনপথ বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ List of links of R560 (what is a link)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]