আলাপ:নকশা
আলোচনা যোগ করুনএই পাতাটি নকশা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এর অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। প্রতিযোগিতাটি আয়োজন করেছে উইকিমিডিয়া বাংলাদেশ ও এতে সহযোগিতা করেছে জাগো নিউজ। |
নিবন্ধ সম্পর্কে
[সম্পাদনা]@Kamrul1996: সুপ্রিয় কামরুল, আপনার তৈরিকৃত নিবন্ধটি যান্ত্রিক। আপনার নিবন্ধটিকে অবশ্যই সম্পূর্ণ অনুবাদ করতে হবে। নিবন্ধটিতে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুবাদ ও উইকিপিডিয়ার মানদণ্ড অনুসারে সম্পূর্ণ করতে হবে। নিবন্ধের কাজ শেষ হলে এখানে আমাকে উল্লেখ করে দিবেন। —রুহান (আলাপ) ১৯:৪২, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি) @Wiki Ruhan এবং —রুহান: সুপ্রিয় রুহান ভাইয়া, আমার জানা মতে সম্পূর্ণ নিবন্ধের কাজ শেষ তবে কোথায় সংশোধন করা প্রয়োজন বললে উপকৃত হব। ব্যবহারকারী:Kamrul1996 (আলাপ) @Wiki Ruhan এবং —রুহান:
@Kamrul1996:নিবন্ধে তথ্যসূত্র যোগ করেন নি। আর নিবন্ধের বাক্যগুলি প্রানবন্ত হয়নি। তাছাড়াও বাক্যের মধ্যে বানানে সমস্যা আছে। অনেক জায়গায় উইকিকরণ প্রয়োজন।—রুহান (আলাপ) ০৮:৫২, ৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)
@Wiki Ruhan এবং —রুহান: সুপ্রিয় রুহান ভাইয়া, সংশোধন করা হয়েছে একটু দেখবেন। ব্যবহারকারী:Kamrul1996 (আলাপ) ১৫:১৩, ৯ আগস্ট ২০১৯ (ইউটিসি)