আলিপুরদুয়ার
অবয়ব
আলিপুরদুয়ার | |
---|---|
শহর | |
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°২৯′২০″ উত্তর ৮৯°৩১′৩৭″ পূর্ব / ২৬.৪৮৯° উত্তর ৮৯.৫২৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | আলিপুরদুয়ার |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬৫,২৩২[১] |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
আলিপুরদুয়ার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে আলিপুরদুয়ার এর জনসংখ্যা হল ১২৬৮৯১ জন। এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
আলিপুরদুয়ার শহরের সাক্ষরতার হার ৮৮.৯৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯১.৯৫% এবং নারীদের মধ্যে এই হার ৮৫.৮৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%(ভারতের শহরগুলির সাক্ষরতার হার ৮৫%), তার চাইতে আলিপুরদুয়ার এর সাক্ষরতার হার বেশি।
আলিপুরদুয়ার এর জনসংখ্যার ৮.৫৭% হল ৬ বছর বা তার কম বয়সী(ভারতের শহরগুলির জনসংখ্যার ১০.৯৩% হল ৬ বছর বা তার কম বয়সী)। [২]
জেলা আলিপুরদুয়ার
[সম্পাদনা]২০১৪ খ্রিস্টাব্দের ২৫ জুন আলিপুরদুয়ার জেলার মর্যাদা লাভ করে।
পুরসভা
[সম্পাদনা]ওয়ার্ড নম্বর | কাউন্সিলর | দল |
---|---|---|
১ | প্রসেনজিত কর | তৃণমূল কংগ্রেস |
২ | শ্রীলা দত্ত | নির্দল |
৩ | মৌসুমি বাগচি বিশ্বাস | তৃণমূল কংগ্রেস |
৪ | সুস্মিতা রাহা (দাস) | তৃণমূল কংগ্রেস |
৫ | দেবকান্ত বড়ুয়া | তৃণমূল কংগ্রেস |
৬ | গার্গি তালুকদার | নির্দল |
৭ | পার্থপ্রতিম ঘোষ | তৃণমূল কংগ্রেস |
৮ | মিতালি মজুমদার | তৃণমূল কংগ্রেস |
৯ | দীপক সরকার | তৃণমূল কংগ্রেস |
১০ | ঝুমা মিত্র | নির্দল |
১১ | পার্থ সরকার | তৃণমূল কংগ্রেস |
১২ | দীপ্ত চ্যাটার্জি | তৃণমূল কংগ্রেস |
১৩ | আনন্দ জয়সওয়াল | তৃণমূল কংগ্রেস |
১৪ | মাধবী দে সরকার | তৃণমূল কংগ্রেস |
১৫ | পার্থ প্রতিম মন্ডল | তৃণমূল কংগ্রেস |
১৬ | দিবাকর পাল | তৃণমূল কংগ্রেস |
১৭ | মাম্পি অধিকারী | তৃণমূল কংগ্রেস |
১৮ | অরুপা রায় | তৃণমূল কংগ্রেস |
১৯ | মদন ঘোষ | তৃণমূল কংগ্রেস |
২০ | শান্তনু দেবনাথ | ভারতীয় জাতীয় কংগ্রেস |
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]স্কুল
[সম্পাদনা]- সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়
- লিটল ফ্লাওয়ারস ইংলিশ স্কুল
- রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
- স্টেপিং স্টোন মডেল স্কুল
কলেজ
[সম্পাদনা]- আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়
- আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় (উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত)
- বিবেকানন্দ কলেজ, আলিপুরদুয়ার (উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত)
- ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই), বীরপাড়া
- ইস্টার্ন ডুয়ার্স কলেজ (বেসরকারি), ভাটিবাড়ি, আলিপুরদুয়ার
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.census2011.co.in/data/town/801642-alipurduar-west-bengal.html
- ↑ ২০১১ সালের আদমশুমারি, ভারত,পশ্চিমবঙ্গ, সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৬, ২০১৫
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html
পশ্চিমবঙ্গের অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |