আসাম রাজীব গান্ধী সমবায় ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়
অবয়ব
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১০ |
অবস্থান | , , |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আসাম রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্ট ভারতের আসাম রাজ্যের শিবসাগরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। "আসাম রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্ট আইন, ২০১০" এর অধীনে প্রতিষ্ঠিত[১] ভারতের প্রথম সমবায় ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়।[২] এটি উচ্চ আসামের শিবসাগরে প্রতিষ্ঠিত একটি আবাসিক শিক্ষাদানকারী বিশ্ববিদ্যালয়।
অনুষদ সমূহ
[সম্পাদনা]আসাম রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্টের পাঁচটি অনুষদ রয়েছে।[২]
- স্কুল অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট,
- স্কুল অফ ইনোভেশন অ্যান্ড টেকনোলজি,
- স্কুল অফ কালচার অ্যান্ড মিডিয়া,
- স্কুল অফ পাবলিক পলিসি অ্যান্ড ল,
- স্কুল অফ ইকোলজি অ্যান্ড সাসটেন্যান্স।
অর্জন
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়টি বিশ্ব শিক্ষা সম্মেলনে "বেস্ট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ"-এর ট্রফি জিতেছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "State University Assam"। University Grants Commission। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
- ↑ ক খ "Country's 1st cooperative management university in Assam"। The Economic Times। ১৩ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
- ↑ "'Minority Education' gets prime focus at World Education Meet"। Muslim Mirror। ১২ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-২৭।