বিষয়বস্তুতে চলুন

ইনসুলিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইনসুলিন
কম্পিউটারে সৃষ্ট ছয়টি ইনসুলিন অণুর হেক্সামার, যা ত্রি-পার্শ্বীয় প্রতিসম। এখানে গাঢ় রঙের জিংক আয়ন দেখা যাচ্ছে। ইনসুলিন দেহে হেক্সামার হিসেবে জমা থাকে। তবে মনোমারটি সক্রিয়।[]
Available structures
PDB Ortholog search: PDBe, RCSB
সনাক্তকারী
প্রতীকসমূহ INS; IDDM2; ILPR; IRDN; MODY10
বাহ্যিক আইডিসমূহ OMIM176730 MGI96573 HomoloGene173 ChEMBL: 5881 GeneCards: INS Gene
আরএনএ এক্সপ্রেশন প্যাটার্ন
More reference expression data
Orthologs
প্রজাতি মানব মাউস
Entrez 3630 16334
Ensembl ENSG00000254647 ENSMUSG00000000215
UniProt P01308 P01326
RefSeq (mRNA) NM_000207.2 NM_001185083.1
RefSeq (প্রোটিন) NP_000198.1 NP_001172012.1
অবস্থান (UCSC) Chr 11:
2.18 – 2.18 Mb
Chr 7:
142.68 – 142.7 Mb
PubMed search [১] [২]

ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন[] নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে।[] ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।

ইনসুলিন ৫১টি অ্যামিনাে অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রােটিন । দুটি পলিপেপটাই চেইন ( ২১টি অ্যামাইনাে অ্যাসিড নিয়ে গঠিত চেইন – A এবং ৩০টি অ্যামিনাে অ্যাসিড নিয়ে গঠিত চেইন – B ) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে । এর রাসায়নিক সংকেত হলাে : । এর আণবিক ভর ৫৭৩৪ ।বর্তমানে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন E . coli তে স্থানান্তর করে ব্যাপক হারে ইনসুলিন উৎপাদন করা হচ্ছে । একটি ব্যাক্টেরিয়াম কোষে প্রায় দশ লক্ষ অণু ইনসুলিন তৈরি হয়ে থাকে । ইনসুলিন  কৃত্রিমভাবে উৎপাদনের কারণে বর্তমান পৃথিবীর অধিকাংশ জৈবিক সমস্যা সমাধান সম্ভব হয়েছে।  বর্তমানে বিজ্ঞানীরা এই বিষয়ে আরো ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে ।

ইনসুলিন এর কাজ

[সম্পাদনা]

কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ

[সম্পাদনা]

এই হরমোন যকৃত ও পেশী-কলায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্য করে।

প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ

[সম্পাদনা]

ইনসুলিন বিভিন্ন অ্যামিনো-অ্যাসিড একত্রিত করে প্রোটিন গঠনে সাহায্য করে।

চর্বি বিপাক নিয়ন্ত্রণ

[সম্পাদনা]

ইনসুলিনের প্রভাবে গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি থেকে চর্বি ও স্নেহদ্রব্য উৎপন্ন হতে পারে।

মধুমেহ বা ডায়াবেটিস রোগ

[সম্পাদনা]

ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তখন মূত্রের সঙ্গে গ্লুকোজ বেরিয়ে আসে। এই অবস্থাকে মধুমেহ বা ডায়াবেটিস রোগ বলা হয়।

গ্লুকোজ অবশোষণে সাহায্য

[সম্পাদনা]

রক্ত থেকে বিভিন্ন কলার কোষে গ্লুকোজ অবশোষণে ইনসুলিন সাহায্য করে।

গ্লুকোজ জারণ

[সম্পাদনা]

ইনসুলিন কোষের মধ্যে গ্লুকোজের জারণ বাড়িয়ে দেয়।

কিটোন বস্তু প্রস্তুতিতে বাধা

[সম্পাদনা]

ইনসুলিনের সাহায্যে চর্বি সম্পূর্ণভাবে জারিত হয়, ফলে কিটোন বস্তু (যেমন, অ্যাসিটো-অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন ইত্যাদি) প্রস্তুত হতে পারে না।

উৎসেচক নিয়ন্ত্রণ

[সম্পাদনা]

ইনসুলিন যকৃৎ-কোষের মধ্যে কয়েকটি গ্লুকোজ বিপাকের উৎসেচককে নিয়ন্ত্রণ এমন কি পরিবর্তনকরতে পারে।

সোমাটোট্রফিক হরমোন (STH) এর সঙ্গে সম্পর্ক

[সম্পাদনা]

প্রোটিন সংশ্লেষ এবং বৃদ্ধির সময় ইনসুলিন এবং সোমাটোট্রফিক হরমোন (STH) যৌথভাবে একসঙ্গে কাজ করতে পারে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. পিডিবি: 1ai0​; Chang X, Jorgensen AM, Bardrum P, Led JJ (১৯৯৭)। "Solution structures of the R6 human insulin hexamer,"। Biochemistry36 (31): 9409–22। ডিওআই:10.1021/bi9631069পিএমআইডি 9235985  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. "ইনসুলিন কি বিস্তারিত"। ১১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১ 
  3. Insulin May Do More Harm Than Good ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ এপ্রিল ২০১৫ তারিখে, DiabetesCare24।
  4. মাধ্যমিক জীবন বিজ্ঞান: তুষারকান্তি ষন্নিগ্রহী, শ্রীভূমি পাবলিশিং কোম্পানি, কলকাতা, বছর:১৯৮৬, পৃঃ ৪৯

আরও তথ্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]