উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Wikitanvir (ব্যুরোক্র্যাট)
- নিচের আলোচনাটি ব্যুরোক্র্যাটশিপের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (০/০/০); শেষ হবে: ২৬ জানুয়ারি, ২০১২।
মনোনয়ন
আমি তানভির, বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত অবদানকারী ও প্রশাসক। বাংলা উইকিপিডিয়ায় বেশ অনেকদিন ধরেই আমি সক্রিয়ভাবে অবদান রেখে আসছি, এবং বর্তমানে এই উইকিপিডিয়ার সবচেয়ে সক্রিয় প্রশাসক (গত ছয় মাসে আমার সক্রিয়তা)। বর্তমানে বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট মাত্র একজন এবং সক্রিয় একটি উইকিপিডিয়া হিসেবে মাত্র একজন সক্রিয় ব্যুরোক্র্যাট থাকাটা অনেক ক্ষেত্রেই কাজে একটি অপ্রয়োজনীয় ল্যাগের সৃষ্টি করে। রাগিব ভাই যথেষ্ট সক্রিয়, কিন্তু ওঁনার ব্যস্ততার চাপেই হয়তো মাঝে মাঝেই কিছু রিকোয়েস্ট প্রয়োজনের চেয়ে বেশি সময় পড়ে থাকে। এধরনের ল্যাগ দূর করতে ও ব্যুরোক্র্যাট হিসেবে সম্প্রদায়ের প্রতি আমার ডেডিকেশন আরও বৃদ্ধি করতেই আমার এই আবেদন করা। একজন ব্যুরোক্র্যাট তার অতিরিক্ত টুল ব্যবহার করে বাড়তি তিনটি কারিগরী কাজ সম্পাদন করতে পারেন, যেগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা আমি নিচে বিবৃত করছি।
- তিনি কোনো বট অ্যাকাউন্টের জন্য বট ফ্ল্যাগ সেট করতে পারেন। এজন্য ব্যুরোক্র্যাটকে বটের কর্মপদ্ধতি সম্মন্ধে ও বট পরিচালনার অভিজ্ঞতার প্রয়োজন হয়। এ বিষয়ে আমার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা রয়েছে বলে আমি মনে করি। প্রথমত বাংলা উইকপিডিয়াতে আমার দুইটি বট (১ ও ২) সক্রিয় ভাবে কাজ করছে, যেগুলোর গ্লোবাল এডিট সংখ্যা যথাক্রমে ৩৫,০০,০০০ ও ১,৫০,০০০-এর বেশি। প্রথমটি একটি গ্লোবাল বট, এবং বাংলা উইকিপিডিয়া ছাড়াও আরও দুইশরও বেশি উইকিপিডিয়াতে এর লোকাল ফ্ল্যাগ রয়েছে। দ্বিতীয় সকল বাংলা প্রকল্পেই নিয়মিতভাবে বিভিন্ন রকম কাজ সম্পাদন করে। এই উইকিতে বট দিয়ে আমি যেধরনের সম্পাদনা করেছি তার মধ্যে আছে ইন্টার-উইকি লিংক ঠিক করা, ইন্টার-উইকি রিডাইরেক্ট, স্বাগতম জানানো, বানান ঠিক করা, বিষয়শ্রেণী পরিবর্তন, কসমেটিক পরিবর্তন ইত্যাদি। এছাড়াও বাংলা উইকিপিডিয়ায় বট সংক্রান্ত পাতাগুলোতেও আমার কাজ রয়েছে।
- ব্যুরোক্র্যাট কোনো অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন, স্টুয়ার্ড হিসেবে আমি বিভন্ন প্রকল্পব্যাপী গ্লোবাল নামান্তর বা রিনেম সম্পন্ন করে আসছি বেশ কিছুদিন ধরেই। এজন্য বিভিন্ন প্রকল্পে নাম পরিবর্তন করার বিভিন্ন টেকনিক্যাল দিক সম্পর্কে আমি পরিচিত। এছাড়াও আমি বাংলাদেশ চ্যাপ্টার সাইট ও মেটা-উইকিতে একজন ব্যুরোক্র্যাট, তাই লোকালি এর প্রয়োগ সম্পর্কে আমি জ্ঞাত। যদিও লোকাল ও গ্লোবালের ইন্টারফেসে কোনো পার্থক্য নেই।
- একজন ব্যুরোক্র্যাট অপর ব্যবহারকারীকেও প্রশাসক বা ব্যুরোক্র্যাট অ্যাক্সেস প্রদান করতে পারেন। এ বিষয়ক অভিজ্ঞতাও আমার স্টুয়ার্ড রয়েছে। স্টুয়ার্ড হিসেবে গ্লোবালি প্রতিদিন অহরহ আমি এধরনের অ্যাকশন পারফর্ম করছি। তাই এটির সাথেও আমি পরিচিত। উল্লেখ্য, ব্যুরোক্র্যাট এটি করতে গিয়ে নিজে কোনো সিদ্ধান্ত সেভাবে নেন না। মূলত সম্প্রদায়ের মতামতই সিদ্ধান্ত পরিস্কার করে দেয়, কিন্তু কোনো পরিস্কার সিদ্ধান্ত পাওয়া না গেলে ব্যুরোক্র্যাট তখন নিজের বিচারক্ষমতা প্রয়োগ করে একটি সিদ্ধান্ত নিতে পারেন। আমি মনে করি, বাংলা উইকিপিডিয়া ও গ্লোবালি আমার কাজের ব্যাপ্তি প্রমাণ করে যে, কোনো প্রয়োজনে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো প্রয়োজনীয় বিশ্বাসযোগ্যতা ও বিচারক্ষমতা আমার রয়েছে। তাছাড়া দু’জন ব্যুরোক্র্যাট থাকলে এ ধরনের পরিস্থিতিতে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার সুযোগও রয়েছে (যা অন্যান্য উইকিতে প্রায়শই হয়)।
উল্লেখ্য, ব্যুরোক্র্যাটের এই কারিগরী টুলস ব্যবহারের সুবিধা, স্টুয়ার্ড প্যাকেজের অংশ হিসেবে ইতিমধ্যেই আমার রয়েছে। আমার যা প্রয়োজন তা হচ্ছে এগুলো ব্যবহারের জন্য সম্প্রদায়ের অনুমতি। এবং আমি মনে করি, আমাকে এই অনুমতি প্রদানের সপক্ষে প্রয়োজনীয় আস্থা ও বিশ্বাসযোগ্যতা সম্প্রদায়ের রয়েছে। আমার আবেদনটি কষ্ট করে পড়ার জন্য ও আপনাদের সুবিবেচনার জন্য অনেক ধন্যবাদ। — তানভির • আলাপ • ১২:২৫, ১৮ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
- উইকিতে প্রশাসক হিসেবে ব্যুরোক্র্যাটের ভূমিকা কতটুকু রয়েছে বলে ধারণা করেন?
- উইকির প্রশাসকের দৃষ্টিতে ব্যুরোক্র্যোটের ভূমিকা আর ব্যবহারকারীর দৃষ্টিতে ব্যুরোক্র্যাটের ভূমিকা একই। এটি প্রশাসক সরঞ্জামের একটি কারিগরী এক্সটেনশন মাত্র। আর ব্যুরোক্র্যাটের ভূমিকা খুবই সীমিত। বট ফ্ল্যাগ অনুমোদন, ব্যবহারকারীর নাম পরিবর্তন, ও অন্য ব্যবহারকারীদের প্রশাসক বা ব্যুরোক্র্যাট অধিকার প্রদান করা ছাড়া ব্যুরোক্র্যাটের আর কোনো ভূমিকা নেই। এবং এসব ক্ষেত্রেও ব্যুরোক্র্যাট সম্পূর্ণ নিজ কোনো সিদ্ধান্ত নেন না, বরং সম্প্রদায়ের ঐকমত্য অনুসারে প্রণীত নীতি অনুসারের সিদ্ধান্ত নেন ও তা বাস্তবায়ন করেন। সম্পাদকীয় কর্তৃত্ব তো ব্যুরোক্র্যাটের একেবারেই নেই। যদিও বাংলায় ও প্রচলিত পরিভাষায় ব্যুরোক্র্যাটের অর্থ অন্যরকম, কিন্তু সেরকম কোনো কিছুই উইকির জন্য প্রযোজ্য নয়। — তানভির • আলাপ • ০৫:০৭, ২০ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- মি. রাগীব তো ব্যুরোক্র্যাট হিসেবে রয়েছেনই। তাঁর পাশে আপনার অবস্থানকে কিভাবে চিত্রিত করবেন?
- ব্যুরোক্র্যাট হিসেবে রাগিব ভাই যে কাজ করেন আমিও সেই কাজই করবো। পাশাপাশি এসব ক্ষেত্রে নতুন কিছু কাজ করতে আমি আগ্রহী, যেমন বট নীতির ওপর আমি এর আগেও কাজ করেছি, এবং আমি এখানে আরও কিছু পরিবর্তন আনতে চাই ও তা বাস্তবায়ন করতে ইচ্ছুক। ব্যবহারকারী নাম পরিবর্তন নীতির ওপরেও কাজ করার ইচ্ছা রয়েছে, যা আমি ইতিমধ্যেই শুরু করেছি। আর এসব কাজ রাগিব বা আমি নয়, সম্প্রদায়ই ডিসিশন দেয়। — তানভির • আলাপ • ০৫:০৭, ২০ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- প্রশাসক থেকে অবদানকারী কিংবা ব্যবহারকারী পর্যন্ত আপনার দৃষ্টিভঙ্গী কিরূপ? - সুব্রত রায় (আলাপ) ১৭:৫০, ১৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- সত্যি বলতে, এই প্রশ্নটিতে আপনি কোন দৃষ্টিভঙ্গির কথা বলছেন বুঝতে পারছি না। তবে আমার প্রশাসকত্বের আবেদনের সময় আপনার করা এরকম সাদৃশ্যপূর্ণ একটি প্রশ্নের জবাব আমি দিয়েছিলাম। আমি সেটাই কোট করছি এখানে: “ব্যবহারকারীর জন্যই প্রশাসক, প্রশাসকের জন্য ব্যবহারকারী নয়। প্রশাসক শুধু কিছু বাড়তি কাজে অংশগ্রহণ করেন। উদাহরণস্বরূপ: আপনিও নিবন্ধ লেখেন, প্রশাসকও নিবন্ধ লেখেন। আপনার নিবন্ধের লেখা আরেকজন এসে মুছে দিতে পারেন, ঐ প্রশাসকের তৈরি নিবন্ধের লেখাও সেই আরেকজন মুছে দিতে পারেন। কিন্তু এই ভ্যান্ডালিজমে বিরক্ত হয়ে আপনি ঐ ব্যবহারকারীকে বাধা দিতে পারেন না, বা নিবন্ধটি সুরক্ষা করতে পারেন না, যা প্রশাসক পারেন। তাই আপনার পক্ষে প্রশাসক ঐ কাজটি করেন। এটাই হচ্ছে সেই বাড়তি অংশগ্রহণ।” একজন ব্যুরোক্র্যাট ব্যবহারকারীর জন্য শুধুমাত্র বাড়তি আরও তিনটি কাজ করেন যার কথা আমি ওপরেই উল্লেখ করেছি, ধন্যবাদ। — তানভির • আলাপ • ০৫:০৭, ২০ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- ২য় ব্যুরোক্র্যাট হিসেবে বাংলা উইকি আপনার কাছ থেকে কি প্রত্যাশা করে? - সুব্রত রায় (আলাপ) ১৩:৩৬, ২১ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- দ্বিতীয় ব্যুরোক্র্যাট হিসেবে আমি কি করতে চাই তার ধারণা আমি আমার আবেদনেই বলেছি। আরও স্পেসিফিকভাবে বলা যায়, ব্যুরোক্র্যাট হিসেবে আমি মূলত বাংলা উইকিপিডিয়ায় বট নীতি তৈরি করতে ও তা বাস্তবায়নে আগ্রহী। একটি সুসংহত বট নীতি স্থানীয় ও গ্লোবালি সক্রিয় বটগুলোর কার্য নিয়ন্ত্রণে আরও বেশি সুযোগ-সুবিধা দেবে। — তানভির • আলাপ • ২০:১১, ২৩ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- উইকিতে আপনার ভবিষ্যত কর্ম-পরিকল্পনা কিরূপ হবে? - সুব্রত রায় (আলাপ) ১৩:৩৬, ২১ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- উইকিতে আমার কাজকর্ম নিয়ে সুনির্দিষ্ট কোনো ভবিষ্যত পরিকল্পনা সেভাবে আমার নেই। ব্যবহারকারী হিসেবে আমি আগেও প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন কাজ করে এসেছি ও প্রায়োরিটি স্কেল নির্ধারণ করেছি। প্রশাসক হিসেবেও তাই। ব্যুরোক্র্যাট হিসেবে ব্যুরোক্র্যাটের কাজগুলো সঠিকভাবে সম্পাদনা করাই আমার বর্তমান ভবিষ্যত পরিকল্পনা। এছাড়া সম্প্রদায়কে যথাসম্ভব আমার সার্ভিসগুলো প্রদান করা সবসময়ই আমার পরিকল্পনার অংশ ও মূল উদ্দেশ্য, যা আমি শুরু থেকেই করে আসছি। — তানভির • আলাপ • ২০:১১, ২৩ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন
- সমর্থন - তানভিরের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। বাংলা উইকিপিডিয়াতে সে বর্তমানে সবচেয়ে বেশি সক্রিয় প্রশাসক এবং বাংলা উইকিমিডিয়া কমিউনিটি থেকে নির্বাচিত প্রথম স্টুয়ার্ড। সম্প্রতি সে মেটাতেও ব্যুরোক্র্যাট মনোনীত হয়েছে। যেহেতু বর্তমানে বাংলা উইকিপিডিয়া আকারে আরও বাড়ছে, তাই পরবর্তী ব্যুরোক্র্যাট হিসাবে তানভির সবচেয়ে যোগ্য এবং এ সংক্রান্ত অভিজ্ঞতা তার যথেষ্ট আছে। -আলী হায়দার খান তন্ময় (আলাপ) ১৬:৫৩, ১৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - একজন স্টুয়ার্ড হিসেবে তিনি এমনিতেই ব্যুরোক্রেটের টুলগুলো ব্যবহার করতে পারেন। তারপরও কমিউনিটির পক্ষ থেকে অনুমতি চাওয়ার ব্যাপারটা প্রশংসার যোগ্য। আমার পক্ষ থেকে তানভির ভাইয়ের ব্যুরোক্র্যাট-আবেদনের প্রতি পূর্ণ সমর্থন রইলো। শুভ কামনাসহ... —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:২৫, ১৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - সমর্থন ছাড়া কোন কথা নাই।--আশা (আলাপ) ১৭:৫০, ১৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - পঞ্চ-প্রশ্নের বিজ্ঞোচিত উত্তর প্রদানই ব্যুরোক্র্যাট প্রার্থী হিসেবে একজন প্রশাসকের কাছ থেকে প্রত্যাশা করি। ব্যবহারকারীর সাথে প্রশাসকের নৈকট্য সাধনই বাংলা উইকিকে তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে সহায়ক। শুধুমাত্র সমর্থন নয়; বরঞ্চ ব্যবহারকারীর কাছ থেকে ঐকান্তিক আস্থা, ভালবাসা এবং বিশ্বাস অর্জনের মাধ্যমেই ব্যক্তি তার কাঙ্খিত ও নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছে যান আপনা-আপনি। সুপ্ত প্রতিভা বিকাশের ধারা অব্যাহত রাখা, কারিগরী জ্ঞান, উইকি’র প্রতি অগাধ ভালবাসা, আপন জ্ঞানে সমুজ্জ্বল সেই মহিমায় অন্তঃদৃষ্টি দিয়ে বলীয়ান হয়েছেন তানভির এবং তার সবটুকুই আছে বলে মনে করি। উইকির স্বার্থেই তার বিষয়ে অন্যান্য সকলের সু-দৃষ্টি প্রয়োজন। তাই, গঠনতান্ত্রিক জটিলতা না থাকলে প্রশাসক তানভিরকে ব্যুরোক্র্যাট তানভির হিসেবে যথাযোগ্য মর্যাদাদানের লক্ষ্যে প্রয়োজনীয় ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট সবিশেষ অনুরোধ করছি। কেননা, (উইকি) তানভিরের জন্মই হয়েছে উইকি’র জন্যে। - সুব্রত রায় (আলাপ) ১৩:৩৫, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- ধন্যবাদ সুব্রতদাকে। আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি দেখে ভালো লাগছে। উইকিতে কোনো কর্তৃপক্ষ নেই। তবুও আমার প্রশাসকের আবেদনের পর এই সুদীর্ঘ সময়ে আপনাদের আস্থা সমুন্নত রাখতে পেরেছি দেখে ভালো লাগছে, এবং এটা জানানোর লোভ সামলাতে পারলাম না। :-) — তানভির • আলাপ • ১৬:৩৮, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন - যতদিন রাগিব ভাই আছেনই ততদিনো আর অন্ততঃ একজন ব্যাক-আপ ব্যুরোক্রাট অবশ্যই দরকার। তিনি দয়া করে উইকি ছুটির মধ্যেও অনেক কাজ করেছেন বলেই কি অনির্দিষ্ট কাল ধরেই করতে থাকবেন? কোন উইকিপিডিয়াই কোন ব্যক্তি বিশেষের দক্ষতার বা সক্রিয়তার উপর চিরকাল নির্ভরশীল থাকবে না। আমাদের প্রজন্মকে এক দিন না একদিক রিটায়ার করিয়েই দেবে আমাদের পরবর্তী প্রজন্ম। কিন্তু সে তো গেল অনেক পরের কথা। রাগিব ভাইয়ের রিটায়ার করতে অনেক দেরি আছে। এখনকার এই ব্যাক আপ থাকার সঙ্গে রাগিব ভাইয়ের দক্ষতা বা সক্রিয় থাকা না থাকার কোন ব্যাপার নেই। যেমন রাগিব ভাই কি ছুটি নেবেন না? মানছি ব্যুরোক্রাটের অনেক কাজই উইকিছুটিতে থাকলেও রাগিব ভাই করতে সক্ষম। কিন্তু সেটা রাগিব ভাইয়ের এযাবত অতিরিক্ত সদিচ্ছার প্রকাশ। কিন্তু রাগিব ভাইয়ের অন্যান্য কাজের চাপ বাড়লেও কি একই ভাবে বাংলা উইকিপিডিয়ার একমাত্র ব্যুরোক্রাট থাকার এই ধরণের চাপ নিয়ে চলার কোন প্রয়োজন আছে? না কি আমাদের তাঁকে এভাবে বেঁধে রাখার অধিকার আছে? বাংলা ব্যুরোক্রাট পদের জন্য প্রয়োজনীয় দক্ষতা, বিচক্ষণতা, এবং সদিচ্ছার অন্যতম সেরা সমন্বয় তানভির - এব্যাপারে আমার কোন সন্দেহ নেই। আশা করি অন্য অনেকেরই নেই। তাঁর এই আবেদনের প্রতি আমার পূর্ণ সমর্থন। আরো যাঁরা এই সত্য জেনেও হাত গুটিয়ে আছেন তাঁদের প্রতি আবেদন কুণ্ঠা ঝেড়ে ফেলে এগিয়ে এসে তানভির সহ বাংলা উইকিপিডিয়ার দ্রুত এগিয়ে আসা নতুন প্রজন্মের জন্য প্রয়োজনীয় সমর্থন সক্রিয় ভাবে জানিয়ে বাংলা উইকিপিডিয়ার জয়যাত্রাকে ত্বরান্বিত করার শুভ কাজের অংশীদার হবার। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২০:২৫, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)।[উত্তর দিন]
- সমর্থন - শুভকামনা সহ। --জয়ন্ত (আলাপ | অবদান) ০৪:৫১, ২৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
বিরোধিতা
নিরপেক্ষ
মন্তব্য
- ১ মাসেরও বেশি সময় গত হয়েছে। আমার এই অনুরোধটির ব্যাপারে ব্যুরোক্র্যাট ও অন্যান্য ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করছি। — তানভির • আলাপ • ১১:৫৭, ২৩ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
- এই আবেদনের ব্যাপারে আর কারো কোনো মন্তব্য থাকলে তাড়াতাড়ি (আগামি ২ দিনের মধ্যে) জানান। আমি অচিরেই এই আবেদনটির নিষ্পত্তি করতে চাই। --রাগিব (আলাপ | অবদান) ২২:৫৫, ২৪ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
- সর্বসম্মতিক্রমে এবং কোনো আপত্তি না থাকায় তানভিরের এই আবেদনটি অনুমোদন করা হলো। তানভিরকে বাংলা উইকিপিডিয়ার ২য় ব্যুরোক্র্যাট হিসাবে অভিনন্দন জানাচ্ছি। --রাগিব (আলাপ | অবদান) ০৮:১৬, ২৯ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
- আমাকে সমর্থন জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। :) — তানভির • আলাপ • ০৯:১০, ২৯ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]