উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট
অবয়ব
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট
- পরিচালক: Nokib Sarkar
- কাজ: পূর্বানুমোদিত নকীব বটের কিছু কাজ এখন থেকে এই একাউন্ট থেকে করতে চাচ্ছি।
- প্রোগ্রামিং ভাষা: পাইথন (পাইউইকিবট নয়)
- সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
- সম্পাদনার হার: পরিবর্তনশীল
- বিস্তারিত: নকীব বটের আগেই অনুমোদিত এখানকার কাজ ১,৪ এবং এখানকার কাজ ১ এখন থেকে এই একাউন্টের মাধ্যমেই করতে চাচ্ছি। কাজগুলো মূলত উইকির ধ্বংসপ্রবণতামূলক কাজ শনাক্তের পর্যায়েই পড়ে। আর বাকি কাজগুলোর জন্য নকীব বটকেই ব্যবহার করবো।
‐নকীব সরকার বলুন... ১৩:১৮, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- নীতিমালাবহির্ভূত ব্যবহারকারী নামের ব্যবহারকারীদের বার্তা দেয়ার কাজ ছাড়া নকীব বট কর্তৃক পরিচালিত কাজগুলোর জন্য অনুমোদন করা হলো। — তানভির • ১৪:৪৫, ১ আগস্ট ২০২৪ (ইউটিসি)
আলোচনা
[সম্পাদনা]- দৃষ্টি আকর্ষণের স্বার্থে ব্যুরোক্র্যাট তানভীর ও নাহিদ ভাইদের উল্লেখ করছি ‐নকীব সরকার বলুন... ১৩:১৮, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- মন্তব্য উইকিপিডিয়া:সম্পাদনার সংখ্যা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকা/১-১০০০ পাতাটি এখন কনিক বট হালনাগাদ করে থাকে। Yahya (আলাপ) ১৩:৫৯, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Yahyaভাই, জ্বি আমি সেটিতে হাত দেবো না। সংগ্রহশালার দিকেও আপাতত হাত দেয়ার ইচ্ছে নেই, তবে যদি হাত দেই, কনিক ভাইয়ের সঙ্গে আলোচনা করে নেবো। গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্ভব হলে একাধিক বট করা ভালো। এতে ব্যাকাপ থাকে। ‐নকীব সরকার বলুন... ২০:৪০, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- মন্তব্য ব্যুরোক্র্যাটদের অনুপস্থিতিতে সম্প্রদায়ের আপত্তি না থাকলে সাময়িকভাবে ব্যবহারকারী বট অধিকার দেওয়া যেতে পারে। তবে আমি মনে করি নীতিমালা বিরোধী ব্যবহারকারী নামের ক্ষেত্রে আপনার ব্যবহার করা পদ্ধতির পরিবর্তন প্রয়োজন হতে পারে। বর্তমানে আমি সহ কয়েকজন প্রশাসক টুইংকল দিয়ে দুইভাবে সরাসরি সম্পূর্ণ বাধা দিয়ে থাকেন। ({{uw-softerblock}} ও ({{uw-spamublock}}, বিশেষ:লগ/block দেখুন) এই টেমপ্লেটগুলো তথ্যবহুল এবং আলাপ পাতা ও সারাংশে ব্যবহার উপযোগী। এখানে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। পাশাপাশি স্প্যমিং করা ব্যবহারকারীকে আংশিক বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এইরকম একটি পাতার কথা ভাবতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৩০, ২৭ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- অপেক্ষা করুন
ব্যুরোক্র্যাট ব্যতীত অন্য কেউ বট পতাকা প্রদান করতে পারেন না। সুতরাং আমি স্টুয়ার্ড @Yahya ভাইকে অনুরোধ করছি আমাকে সাময়িকভাবে বট পতাকা প্রদানের জন্য। ধন্যবাদ। ‐নকীব সরকার বলুন... ০৩:০৯, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)- MdsShakil ভাই, কিছু পরীক্ষামূলক সম্পাদনার অনুমতির জন্য অনুরোধ করছি। আর অনুমোদিত হলে, আমার মনে হচ্ছে
বট
পতাকা দেয়া উচিত (highlimits
অধিকারের জন্য), কিন্তু সম্পাদনাগুলো বট পতাকা ছাড়াই (bot=False
) করতে চাচ্ছি (কারণ এতে সাম্প্রতিক পরিবর্তনে গোচরীভূত হবে, কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সমাধান করা যাবে।)। ‐নকীব সরকার বলুন... ০৩:২৯, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- MdsShakil ভাই, কিছু পরীক্ষামূলক সম্পাদনার অনুমতির জন্য অনুরোধ করছি। আর অনুমোদিত হলে, আমার মনে হচ্ছে
- পুনশ্চ ১: MdsShakil ভাই, বটটি কোনো ব্যবহারকারীকে বাধা দেবে না। সুতরাং এই টেমপ্লেটগুলো এক্ষেত্রে প্রযোজ্য নয়। বটটি কেবল সতর্ক করবে। ‐নকীব সরকার বলুন... ০৩:৩৫, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar বুঝতে পারছি তবে যারা স্প্যমিং করছে তাদের নাম পরিবর্তনের বার্তা দিয়ে লাভ কী? —শাকিল (আলাপ · অবদান) ১৩:৩৬, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil আসলে স্প্যামিং বা ধংসপ্রবণতা শনাক্তের কাজটি এখনো আমার গবেষণা পর্যায়ে রয়েছে। তাই বটটি এখন অবধি ধরতে পারবে না কারা স্প্যামিং করছে, আর কারা না বুঝেই এমন নাম দিয়েছে। তবে হ্যাঁ, আমি পরীক্ষামূলকভাবে সম্পাদনা ইতিহাস পরীক্ষা করে ধ্বংসপ্রবণতা শনাক্তের একটি মডেল বানানোর চেষ্টা করছি। আশা করছি সফল হবো। ততদিন পর্যন্ত, আপাতত সবাইকেই দেবে, যারা যারাই নামের মধ্যে আপাতদৃষ্টিতে অগ্রহণযোগ্য পদাবলী রাখবেন। ‐নকীব সরকার বলুন... ১৩:৫৬, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar বুঝতে পারছি তবে যারা স্প্যমিং করছে তাদের নাম পরিবর্তনের বার্তা দিয়ে লাভ কী? —শাকিল (আলাপ · অবদান) ১৩:৩৬, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- পুনশ্চ ২: @MdsShakil ভাই, আপনি কি এরকম একটি পাতার কথা বলেছেন? ‐নকীব সরকার বলুন... ০৪:৪৪, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar মাসভিত্তিক পাতা নয়, একটি নিদিষ্ট পাতা। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৩৬, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে একটি পাতাতেই দেবো। ‐নকীব সরকার বলুন... ১৩:৫৬, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar মাসভিত্তিক পাতা নয়, একটি নিদিষ্ট পাতা। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৩৬, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- অপেক্ষা করুন
- MdsShakil ভাই, কিছু পরীক্ষামূলক সম্পাদনার অনুমতির জন্য অনুরোধ করছি। ‐নকীব সরকার বলুন... ১৪:০১, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar করতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:১৮, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil করা হয়েছে ‐নকীব সরকার বলুন... ১৪:১৯, ১৩ মে ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar বটের করা দশটি সম্পাদনার মাঝে ছয়টিই ভুল দেখতে পাচ্ছি। বিশেষ:স্থায়ী সংযোগ/7371657, বিশেষ:স্থায়ী সংযোগ/7371658, বিশেষ:স্থায়ী সংযোগ/7371664, বিশেষ:স্থায়ী সংযোগ/7371656, বিশেষ:স্থায়ী সংযোগ/7371662 ও বিশেষ:স্থায়ী সংযোগ/7371659। এই ব্যবহারকারী নামগুলো নীতিমালা বিরোধী নয়। পাশাপাশি Chowdhuryhouses নামটি নীতিমালা বিরোধী হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই ত্রুটিগুলো সংশোধন করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪৩, ১৩ মে ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil ধন্যবাদ। তবে আমার কাছে বিশেষ:স্থায়ী সংযোগ/7371664 ব্যতীত অন্যগুলো ঠিকই বলে মনে হচ্ছে। ফিল্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো ব্যবহারকারী নাম দ্বারা ব্যক্তির পেশা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কোনো কোম্পানীর নাম ইত্যাদি প্রকাশ পেলেই এই ফিল্টারটি তাকে বিজ্ঞপ্তি দেবে। আর বিশেষ:স্থায়ী সংযোগ/7371664 এর ক্ষেত্রে টেকনিক্যালি তিনি কারো ভক্ত - এটা দ্বারা কোনো একটি মতবাদ প্রচারের প্রয়াস প্রকট হয় (যেমন, মোদীর ভক্ত, গান্ধীর ভক্ত, ইসলামের ভক্ত) প্রভৃতি। বট মূলত এজন্যই বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু এক্ষেত্রে উনার নামেরই অংশ এটি, সুতরাং এটাকে ফলস পজেটিভ হিসেবে গণ্য করা যায়।
- Sajibtrader, Realme gamer নামগুলো মূলত উনার পেশা উল্লেখ করছে, এবং প্রকারান্তে উনি এই পেশায় আছেন সেটার বিজ্ঞাপন দিচ্ছে।
- Rajib Munshi Asian tv এটি কোনো একটি টিভি চ্যানেলের প্রচার করছে।
- সাইফুল ইসলাম কম্পিউটার এটি কোনো একটি কম্পিউটার দোকানের প্রচার করছে
- MD. MAHMUDUL HASAN SAGOR (police) এটি উনার পেশাকে উল্লেখ করছে।
- ‐নকীব সরকার বলুন... ১৮:৩৯, ১৩ মে ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar ব্যবহারকারী নামে নিজের নামের সাথে নিজের পেশা উল্লেখ করা ব্যবহারকারী নামের নীতিমালা বিরোধী নয়; এবং এর মাধ্যমে কোনো বিজ্ঞাপনও প্রচারিত হয়না। শুধু Asian tv হলে এটি নীতিমালা বিরোধী হতো, এখানে বলা আছে Rajib Munshi Asian tv অর্থাৎ নামটি একজন নির্দিষ্ট ব্যক্তিকে উপস্থাপন করছে যিনি Asian tv'র সাথে সম্পর্কিত। সাইফুল ইসলাম কম্পিউটারের দোকান জাতীয় নাম থাকলে অথবা এই নামেই তিনি উক্ত প্রতিষ্ঠানের প্রচারণা চালালে সেটা নীতিমালা বিরোধী হতো, যেহেতু তিনি তা করেননি এখানে বেনিফিট অফ দা ডাউট ওনার পক্ষে অর্থাৎ নীতিমালা বিরোধী নয়। কোনো ব্যবহারকারীর নাম নীতিমালা বিরোধী না হওয়া সত্ত্বেও ওনাকে সতর্কতা প্রদান করা কাম্য নয়, এব্যাপারে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৪৯, ১৩ মে ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil ধন্যবাদ। তবে আমার কাছে বিশেষ:স্থায়ী সংযোগ/7371664 ব্যতীত অন্যগুলো ঠিকই বলে মনে হচ্ছে। ফিল্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো ব্যবহারকারী নাম দ্বারা ব্যক্তির পেশা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, কোনো কোম্পানীর নাম ইত্যাদি প্রকাশ পেলেই এই ফিল্টারটি তাকে বিজ্ঞপ্তি দেবে। আর বিশেষ:স্থায়ী সংযোগ/7371664 এর ক্ষেত্রে টেকনিক্যালি তিনি কারো ভক্ত - এটা দ্বারা কোনো একটি মতবাদ প্রচারের প্রয়াস প্রকট হয় (যেমন, মোদীর ভক্ত, গান্ধীর ভক্ত, ইসলামের ভক্ত) প্রভৃতি। বট মূলত এজন্যই বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু এক্ষেত্রে উনার নামেরই অংশ এটি, সুতরাং এটাকে ফলস পজেটিভ হিসেবে গণ্য করা যায়।
- @Nokib Sarkar বটের করা দশটি সম্পাদনার মাঝে ছয়টিই ভুল দেখতে পাচ্ছি। বিশেষ:স্থায়ী সংযোগ/7371657, বিশেষ:স্থায়ী সংযোগ/7371658, বিশেষ:স্থায়ী সংযোগ/7371664, বিশেষ:স্থায়ী সংযোগ/7371656, বিশেষ:স্থায়ী সংযোগ/7371662 ও বিশেষ:স্থায়ী সংযোগ/7371659। এই ব্যবহারকারী নামগুলো নীতিমালা বিরোধী নয়। পাশাপাশি Chowdhuryhouses নামটি নীতিমালা বিরোধী হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই ত্রুটিগুলো সংশোধন করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৪৩, ১৩ মে ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil করা হয়েছে ‐নকীব সরকার বলুন... ১৪:১৯, ১৩ মে ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar করতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:১৮, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- নকীব উপরে শাকিল কর্তৃক উত্থাপিত বিষয়ে আপনার মতামত চাইছি। — তানভির • ১০:০০, ১০ জুন ২০২৪ (ইউটিসি)
- @Wikitanvir জবাব দিতে দেরি হওয়ায় দু:খিত, একটু ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। শাকিল ভাইয়ের কথা অনুযায়ী সেক্ষেত্রে আমি ফিল্টারটুকু আরেকটু যাচাই বাছাই করতে হবে। এজন্য আমি নীতিমালাবহির্ভূত ব্যবহারকারী নামের ব্যবহারকারীদের বার্তা দেয়ার কাজটুকু আপাতত সাময়িকভাবে বন্ধ রাখতে চাচ্ছি। বাকি কাজ দুটোর প্রতি অনুমতি চাইছি। ‐নকীব সরকার বলুন... ০৬:১৮, ১২ জুন ২০২৪ (ইউটিসি)
- নকীব উপরে শাকিল কর্তৃক উত্থাপিত বিষয়ে আপনার মতামত চাইছি। — তানভির • ১০:০০, ১০ জুন ২০২৪ (ইউটিসি)
Wikitanvir ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ‐নকীব সরকার বলুন... ২০:০৮, ২৬ জুলাই ২০২৪ (ইউটিসি)
- @Wikitanvir এরকমের বটগুলোকে বট অধিকার ছাড়া সম্পাদনার অনুমতি দিলে মনে হয় ভালো হয়। ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে রিপোর্ট করার কাজ সবার অলক্ষ্যে করা উচিত নয়। কারণ শুধু রিপোর্ট করলে তো হবে না, অ্যাকশনও নিতে হবে। আর এরকম বটের ভুল ফলাফল দেওয়ারও অনেক সম্ভাবনা থাকে। আরেকটা পয়েন্ট হচ্ছে, এর যেহেতু সারাদিন কাজ করতে হচ্ছে না, তাই noratelimit অনুমতিরও দরকার নেই। বিষয়টা বিবেচনা করতে পারেন। -- Yahya (আলাপ | অবদান) ১৬:১০, ১ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @Yahya এই বটে noratelimit অনুমতির প্রয়োজন আছে। কারণ এটি Realtime একটানা কাজ করে যাচ্ছে (এবং সন্দেহ হলে সংশ্লিষ্ট নিবন্ধের অনেকগুলো সংস্করণ তুলে এনে তদন্ত চালায়) । তবে হ্যা, বট কর্তৃক দেয়া বিজ্ঞপ্তিসমূহে বট পতাকা আমি বন্ধ করে রেখেছি, ফলে সাম্প্রতিক পরিবর্তনে দৃশ্যমান হবে। ‐নকীব সরকার বলুন... ১৯:০২, ১ আগস্ট ২০২৪ (ইউটিসি)