বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: ধ্বংসপ্রবণতা শনাক্তকারী বট
  • পরিচালক: Nokib Sarkar
  • কাজ: পূর্বানুমোদিত নকীব বটের কিছু কাজ এখন থেকে এই একাউন্ট থেকে করতে চাচ্ছি।
  • প্রোগ্রামিং ভাষা: পাইথন (পাইউইকিবট নয়)
  • সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: পরিবর্তনশীল
  • বিস্তারিত: নকীব বটের আগেই অনুমোদিত এখানকার কাজ ১,৪ এবং এখানকার কাজ ১ এখন থেকে এই একাউন্টের মাধ্যমেই করতে চাচ্ছি। কাজগুলো মূলত উইকির ধ্বংসপ্রবণতামূলক কাজ শনাক্তের পর্যায়েই পড়ে। আর বাকি কাজগুলোর জন্য নকীব বটকেই ব্যবহার করবো।

নকীব সরকার বলুন... ১৩:১৮, ১২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

নীতিমালাবহির্ভূত ব্যবহারকারী নামের ব্যবহারকারীদের বার্তা দেয়ার কাজ ছাড়া নকীব বট কর্তৃক পরিচালিত কাজগুলোর জন্য অনুমোদন করা হলো। — তানভির১৪:৪৫, ১ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা

[সম্পাদনা]
নকীব উপরে শাকিল কর্তৃক উত্থাপিত বিষয়ে আপনার মতামত চাইছি। — তানভির১০:০০, ১০ জুন ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir জবাব দিতে দেরি হওয়ায় দু:খিত, একটু ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। শাকিল ভাইয়ের কথা অনুযায়ী সেক্ষেত্রে আমি ফিল্টারটুকু আরেকটু যাচাই বাছাই করতে হবে। এজন্য আমি নীতিমালাবহির্ভূত ব্যবহারকারী নামের ব্যবহারকারীদের বার্তা দেয়ার কাজটুকু আপাতত সাময়িকভাবে বন্ধ রাখতে চাচ্ছি। বাকি কাজ দুটোর প্রতি অনুমতি চাইছি। নকীব সরকার বলুন... ০৬:১৮, ১২ জুন ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Wikitanvir ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। নকীব সরকার বলুন... ২০:০৮, ২৬ জুলাই ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Wikitanvir এরকমের বটগুলোকে বট অধিকার ছাড়া সম্পাদনার অনুমতি দিলে মনে হয় ভালো হয়। ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে রিপোর্ট করার কাজ সবার অলক্ষ্যে করা উচিত নয়। কারণ শুধু রিপোর্ট করলে তো হবে না, অ্যাকশনও নিতে হবে। আর এরকম বটের ভুল ফলাফল দেওয়ারও অনেক সম্ভাবনা থাকে। আরেকটা পয়েন্ট হচ্ছে, এর যেহেতু সারাদিন কাজ করতে হচ্ছে না, তাই noratelimit অনুমতিরও দরকার নেই। বিষয়টা বিবেচনা করতে পারেন। -- Yahya (আলাপ | অবদান) ১৬:১০, ১ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya এই বটে noratelimit অনুমতির প্রয়োজন আছে। কারণ এটি Realtime একটানা কাজ করে যাচ্ছে (এবং সন্দেহ হলে সংশ্লিষ্ট নিবন্ধের অনেকগুলো সংস্করণ তুলে এনে তদন্ত চালায়) । তবে হ্যা, বট কর্তৃক দেয়া বিজ্ঞপ্তিসমূহে বট পতাকা আমি বন্ধ করে রেখেছি, ফলে সাম্প্রতিক পরিবর্তনে দৃশ্যমান হবে। নকীব সরকার বলুন... ১৯:০২, ১ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]