কসমস ১৪৬
অবয়ব
কসমস ১৪৬ | |||||
---|---|---|---|---|---|
নাম | এল-১ নং. ২পি | ||||
অভিযানের ধরন | পরীক্ষামূলক উড্ডয়ন | ||||
পরিচালক | সোভিয়েত মহাকাশ কর্মসূচি | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৬৭-০২১এ | ||||
এসএটিসিএটি নং | ০৭০৫ | ||||
অভিযানের সময়কাল | ৯ দিন | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযান | জোন্ড এল১পি নং. ২ | ||||
মহাকাশযানের ধরন | সয়ূজ ৭কে-এল১পি | ||||
বাস | জোন্ড এল১পি | ||||
প্রস্তুতকারক | ওকেবি-১ | ||||
উৎক্ষেপণ ভর | ৫,৩৭৫ কেজি (১১,৮৫০ পা)[১] | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ১০ মার্চ ১৯৬৭, ১১:৩০:৩৩জিএমটি | ;||||
উৎক্ষেপণ রকেট | প্রোটন-কে/ডি | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ৮১/২৩ | ||||
ঠিকাদার | ওকেবি-১ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
পরিত্যাগকরণ | কক্ষচ্যুত | ||||
সর্বশেষ যোগাযোগ | মার্চ ১৮, ১৯৬৭ | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক কক্ষপথ[২][a] | ||||
আমল | উচ্চ উপবৃত্তাকার কক্ষপথ[a] | ||||
পেরি | ১৭৭ কিলোমিটার (১১০ মা)[a] | ||||
অ্যাপো | ২৯৬ কিলোমিটার (১৮৪ মা)[a] | ||||
নতি | ৫১.৫°[a] | ||||
পর্যায় | ৮৯.২ মিনিট[a] | ||||
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | ১০ মার্চ ১৯৬৭ | ||||
----
|
কসমস ১৪৬ (রুশ: Космос 27; অর্থ: কসমস ১৪৬), যা এল-১ নং. ২পি নামেও পরিচিত, হলো মহাশূন্যে অনুসন্ধানের জন্য ১৯৬৭ সালে প্রেরণ করা একটি সোভিয়েত মহাকাশযান। এই অভিযানটিকে সোভিয়েত জোন্ড কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি চন্দ্রে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়।
উৎক্ষেপণ
[সম্পাদনা]কসমস ১৪৬-কে একটি প্রোটন-কে[৩] বাহক রকেটের ওপর বসিয়ে বাইকোনুর কসমোড্রোমের সাইট ৮১/২৩ থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটিকে ১৯৬৭ সালের ১০ মার্চ তারিখের ১১:৩০:৩৩ জিএমটিতে উৎক্ষেপণ করা হয়।
অভিযানের বিবরণ
[সম্পাদনা]এর উৎক্ষেপণ কার্য সাফল্যের সাথে সম্পন্ন হয়। কসমস ১৪৬'কে ১৭৭ কিমি (১১০ মা) অনুভূ এবং ২৯৬ কিমি (১৮৪ মা) অপভূ, ৫১.৫° নতি-প্রবণতা এবং ৮৯.২ মিনিটের কক্ষপথ আবর্তনের সময়কাল সহ একটি উচ্চ উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়। এটি ১৯৬৭ সালের ১৮ মার্চ কক্ষচ্যুত হয়।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Cosmos 146: Display 1967-021A"। nssdc.gsfc.nasa.gov। NASA। ২৭ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০। এই উৎস থেকে এই নিবন্ধে লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পাবলিক ডোমেইনে রয়েছে।
- ↑ ক খ "Cosmos 146: Trajectory 1967-021A"। nssdc.gsfc.nasa.gov। NASA। ২৭ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।
- ↑ Harvey, Brian (২০০৭)। Soviet and Russian Lunar Exploration (ইংরেজি ভাষায়)। Springer Science & Business Media। পৃষ্ঠা 138। আইএসবিএন 9780387739762।
পূর্বসূরী জোন্ড ৩ |
জোন্ড কর্মসূচি | উত্তরসূরী কসমস ১৫৪ |