বিষয়বস্তুতে চলুন

কানপুর মেট্রো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কানপুর মেট্রো
ইউপিএমআরসি লোগো
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন
অবস্থানকানপুর, উত্তরপ্রদেশ, ভারত
পরিবহনের ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
লাইনের (চক্রপথের)
সংখ্যা
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
প্রধান কার্যালয়বিপিন খণ্ড, গোমতী নগর, লখনউ ২২৬০১০
চলাচল
রেলগাড়ির দৈর্ঘ্য৩ টি কোচ
দুই রেলগাড়ীর
মধ্যবর্তী সময়
৩ মিনিট
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য৮.৯৮ কিমি (৫.৫৮ মা)[]
রেলপথের গেজ১,৪৩৫ মিমি (৪ ফুট ৮ ইঞ্চি)
বিদ্যুতায়ন৭৫০ ভি ডিসি তৃতীয় রেল[]
শীর্ষ গতিবেগ৮০ কিমি/ঘণ্টা
গণপরিবহন ব্যবস্থার মানচিত্র

কানপুর মেট্রো হল একটি রেল-ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, যা ভারতের কানপুর শহরের দ্রুতগতির গণপরিবহনের জন্য নির্মাণাধীন, এবং কানপুর মহানগর অঞ্চলে প্রসারণযোগ্য। প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়ন আরআইটিইএস দ্বারা ২০১৫ সালের জুন করা হয়েছিল। গবেষণাটি শহরের বৃদ্ধি, উন্নয়ন ও সমৃদ্ধিকে বাধাগ্রস্তকারী যানচলাচল সমস্যা ও যানজট নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুত করা হয়েছিল। বিশদ প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) অনুযায়ী সরকার দুটি করিডোর অনুমোদন করে। আইআইটি থেকে মতিঝিলের মধ্যে করিডোর-১-এর অগ্রাধিকার অংশের জন্য দরপত্র ডাকা হয়েছিল। অ্যাপকনস ইনফ্রা দরপত্রে ভূষিত হয়। করিডোর-১-এর অগ্রাধিকার বিভাগটি ২০২১ সালের নভেম্বর মাস থেকে কার্যকর বা চালু হবে বলে আশা করা হচ্ছে, যা বিশ্বের দ্রুততম নির্মিত ও চালু করা মেট্রো ব্যবস্থায় পরিণত হবে।

কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের ২৮শে ফেব্রুয়ারি কানপুরের জন্য ১১,০৭৬.৪৮ কোটি টাকার আনুমানিক ব্যয় এবং পাঁচ বছরের সময়সীমায় মেট্রো প্রকল্প অনুমোদন করে।[][] ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) প্রকল্পের জন্য €৬৫০ মিলিয়ন ঋণ প্রদানের প্রস্তাব করে।[] প্রকল্পের নির্মাণ কাজ ২০১৯ সালের ১৫ই নভেম্বর শুরু হয়।[] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ২৮শে ডিসেম্বর কানপুর মেট্রোর প্রথম ৯ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন।[]

রুট নেটওয়ার্ক

[সম্পাদনা]

প্রথম পর্যায়ে আইআইটি কানপুর থেকে নওবাস্তা পর্যন্ত প্রথম করিডোরে (লাইন ১) ২২ টি মেট্রো স্টেশন তৈরি করা হবে এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বাররা-৮ পর্যন্ত দ্বিতীয় করিডোরে (লাইন ২) ৮ টি মেট্রো স্টেশন তৈরি করা হবে।

রেড লাইন (আইআইটি কানপুর - নওবাস্তা)

[সম্পাদনা]

আইআইটি কানপুর থেকে নওবাস্তা পর্যন্ত প্রসারিত রেড লাইনটি মোট ২৩.৭৮৫ কিলোমিটার দীর্ঘ। লাইনটি ১৫.১৬৪ কিলোমিটার উড়ালপথে এবং ৮.৬২১ কিলোমিটার ভূগর্ভস্থপথে নির্মিত হবে। এই পথে মোট ২২ টি স্টেশন রয়েছে।

লাইনটির ৯ কিলোমিটার অংশ যাত্রী পরিবহনের জন্য ২০২১ সালের ২৮শে ডিসেম্বর উদ্বোধন করা হয়।

ব্লু লাইন (কৃষি বিশ্ববিদ্যালয়- বাররা-৮)

[সম্পাদনা]

লাইনটির মোট দৈর্ঘ্য ৮.৬ কিলোমিটার। ব্লু লাইনটি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বাররা-৮ পর্যন্ত প্রসারিত। লাইনটি ৪.৩ কিলোমিটার উড়ালপথে এবং ৪.৩ কিলোমিটার ভূগর্ভস্থপথে নির্মিত হবে। এই পথে মোট ৮ টি স্টেশন রয়েছে।

বর্তমান স্থিতি

[সম্পাদনা]
কানপুর মেট্রো
লাইনের নাম প্রথম প্রসারণ শেষ প্রসারণ স্টেশন দৈর্ঘ্য প্রান্তিক রোলিং স্টক ট্র্যাক গেজ (এমএম) বিদ্যুতায়ন
রেড লাইন ২৮ ডিসেম্বর ২০২১ জানা নেই ৮.৯৮ কিমি আইআইটি কানপুর মতিঝিল আলস্টম (মোভিয়া[]) ১৪৩৫ ৭৫০ ভি ডিসি তৃতীয় রেল

রোলিং স্টক

[সম্পাদনা]

অ্যালস্টম ২০২০ সালের জুলাই মাসে আগ্রা মেট্রো ও কানপুর মেট্রো রোলিং স্টক ও সিগন্যালিং চুক্তি অর্জন করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "PM Modi to inaugurate Kanpur Metro. Here's all about India's fastest built project"। www.hindustantimes.com। হিন্দুস্থান টাইমস। ২৮ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১ 
  2. https://themetrorailguy.com/2020/09/02/sterling-wilson-wins-kanpur-metros-third-rail-electrification-bid/
  3. "कैबिनेट ने कानपुर मेट्रो रेल परियोजना को मंजूरी दे दी"Navbharat Times (হিন্দি ভাষায়)। ২০১৯-০২-২৮। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১ 
  4. "Adityanath thanks Modi for clearing Agra, Kanpur Metro projects"outlookindia.com/। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১ 
  5. "EIB Evaluating €650 mn Loan for Kanpur Metro Phase 1"The Metro Rail Guy (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-৩১। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১ 
  6. Aug 29, Abhinav Malhotra /। "Kanpur Metro work nears completion, trial run in Nov | Kanpur News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১ 
  7. Spohr, Alain (২০২১-০৯-১৮)। "Alstom delivers the first trainset for Kanpur Metro"Alstom। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১