গণঅধিকার পরিষদ
গণঅধিকার পরিষদ (নুর) | |
---|---|
সভাপতি | নুরুল হক নুর একাংশের সভাপতি |
সাধারণ সম্পাদক | মুহাম্মদ রাশেদ খান |
প্রতিষ্ঠাতা | নুরুল হক নুর, ড. রেজা কিবরিয়া |
প্রতিষ্ঠা | ২৬ অক্টোবর ২০২১ |
নিবন্ধিত | ২ সেপ্টেম্বর ২০২৪ |
সদর দপ্তর | পুরাতন পল্টন, ঢাকা |
ছাত্র শাখা | বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ |
যুব শাখা | বাংলাদেশ যুব অধিকার পরিষদ |
মহিলা শাখা | বাংলাদেশ নারী অধিকার পরিষদ |
প্রবাসী শাখা | বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ |
শ্রমিক শাখা | বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ |
পেশাজীবি শাখা | বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ |
আইনজীবী শাখা | বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ |
ভাবাদর্শ | গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয়স্বার্থ |
আনুষ্ঠানিক রঙ | |
স্লোগান | "জনতার অধিকার, আমাদের অঙ্গিকার" |
নির্বাচনী প্রতীক | |
ট্রাক | |
দলীয় পতাকা | |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
গণঅধিকার পরিষদ (নুর) বাংলাদেশের একটি রাজনৈতিক দল। ২০২১ সালের ২৬ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয় ও ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে।[১] দলটির নির্বাচনী প্রতীক হলো ট্রাক।[২] পাল্টাপাল্টি বহিষ্কারের দ্বন্দ্বে ভাঙ্গনের পর একাংশের দায়িত্ব নেন নুরুল হক নুর। অন্যদিকে অপর অংশটি পরিচিত গণঅধিকার পরিষদ (তারেক) হিসেবে।
ইতিহাস
১৭ ফেব্রুয়ারি ২০১৮ সালে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ। পরবর্তীতে ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি এর নাম পরিবর্তন করে রাখা হয় ছাত্র অধিকার পরিষদ।[৩] ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে কোটা সংস্কার আন্দোলনের নেতারা তাদের অবস্থান এবং গ্রহণযোগ্যতা বিবেচনা করে প্যানেল করে নির্বাচনে অংশ নেয়।[৪] এ নির্বাচন নিয়ে নানান মতবাদ ও কারচুপির অভিযোগ থাকলেও ভিপি এবং সমাজসেবা পদে জয়লাভ করেন কোটা সংস্কার আন্দোলনের দুই নেতা।[৫] ধীরে ধীরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সারাদেশে সু-সংগঠিত হতে থাকে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। যার ফলশ্রুতিতে একটি নব্য রাজনৈতিক ধারার দ্বার উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়।
২০২১ সালের ২৬ অক্টোবর মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ আত্নপ্রকাশ করে।[৬][৭][৮] অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে দলটির আত্মপ্রকাশ হয়। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ - এই চারটি মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়।[৯] দলটির প্রধান কার্যালয় ঢাকার পুরানা পল্টনের বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সে অবস্থিত।[১০]
২০২৩ সালের জুনে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক একে অপরকে পাল্টাপাল্টি অব্যাহতি দেন।[১১] পরে নুরুল হকের সমর্থকেরা ১০ জুলাই দলের জাতীয় কাউন্সিল করেন। তাতে নুরুল হক সভাপতি ও মুহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[১২] তবে আরেক পক্ষ রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি দিয়ে কার্যক্রম চালায়।[১৩] ২৬ সেপ্টেম্বর রেজা কিবরিয়া তার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে (একাংশ) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনে আবেদন করেন, তবে নির্বাচন কমিশন তা নামঞ্জুর করে।[১৪] ২০২৩ সালের ৩১ ডিসেম্বর রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদ ছেড়ে যান।[১৫]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলটি নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন পেতে ব্যর্থ হয়।[১৬] ২০২৩ সালের ১৩ ডিসেম্বর নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দলটি বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।[১৭] ১৯ ডিসেম্বর পুলিশ দলটির কর্মসূচিতে বাধা দেয়।[১৮]
২০২৪ সালের জুনে দলটির বিভক্ত দুইপক্ষ একত্র হওয়ার প্রচেষ্টা নেয়।[১৯] ১৪ আগস্ট দলটি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানায়।[২০] ৩১ আগস্ট দলটির বিভক্ত দুই পক্ষের তৃণমূল পর্যায়ের কর্মীরা বিভক্ত দুই পক্ষকে একত্র হওয়ার আল্টিমেটাম দেয়।[২১] ২ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন প্রদান করে।[২২]
তথ্যসূূূত্র
- ↑ "নির্বাচন কমিশনের নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ, প্রতীক 'ট্রাক'"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৯-০২)। "ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০২।
- ↑ "নতুন রাজনৈতিক দল 'গণ অধিকার পরিষদ'র আত্মপ্রকাশ | রাজনীতি"। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০২।
- ↑ "নতুন দল গণ অধিকার পরিষদ"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০২।
- ↑ "আত্মপ্রকাশ করলো নুরের দল 'গণ অধিকার পরিষদ'"। banglanews24.com। ২০২১-১০-২৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০২।
- ↑ "বাংলাদেশ গণ অধিকার পরিষদ: রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ"। বিবিসি বাংলা। ২০২১-১০-২৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০২।
- ↑ "গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ"। www.kalerkantho.com। ২৭ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০২।
- ↑ "রেজা কিবরিয়াকে সামনে রেখে নূরের নতুন দল"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০২।
- ↑ "বাংলাদেশে নতুন রাজনৈতিক দল, নেতৃত্বে রেজা কিবিয়া"। এই সময়। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০২।
- ↑ "ট্রাক প্রতীকে ইসির নিবন্ধন পেল নুরের গণ অধিকার পরিষদ (জিওপি)"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (৭ জুলাই ২০২৩)। "গণ অধিকারে বিভক্তি, নুরের ঘনিষ্ঠরা পক্ষ নিয়েছে রেজা কিবরিয়ার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১০ জুলাই ২০২৩)। "সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ রহমান, সামছুর (১৭ সেপ্টেম্বর ২০২৩)। "গণ অধিকার পরিষদ: ঢাকা মহানগরে দুই অংশের পাল্টাপাল্টি কমিটি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১১ ডিসেম্বর ২০২৩)। "রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদকে নিবন্ধন কেন নয়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (৪ জানুয়ারি ২০২৪)। "গণ অধিকার পরিষদ ছাড়লেন রেজা কিবরিয়া"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "নিবন্ধন পাচ্ছে না গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১৩ ডিসেম্বর ২০২৩)। "আওয়ামী লীগকে ডামি প্রার্থীর নির্বাচন করতে দেওয়া হবে না: নুরুল হক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১৯ ডিসেম্বর ২০২৩)। "রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা"। প্রথম আলো।
- ↑ রহমান, সামছুর (১৮ জুন ২০২৪)। "গণ অধিকার পরিষদ: বিভক্ত দুই পক্ষের আবার এক মঞ্চে আসার চেষ্টা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, বিশেষ (১৪ আগস্ট ২০২৪)। "আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "গণ অধিকার পরিষদের দুই পক্ষকে আলটিমেটাম | কালবেলা"। দৈনিক কালবেলা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "নিবন্ধন পেল মান্নার নাগরিক ঐক্য, নূরের গণ অধিকার পরিষদ"। বাংলাদেশ প্রতিদিন। ৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।