ঘানার ভাষা
অবয়ব
ঘানা একটি বহুভাষিক দেশ যেখানকার মানুষরা প্রায় আশিটি ভাষায় কথা বলা হয়। [১] এর মধ্যে, ইংরেজি, যা ঔপনিবেশিক যুগ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত, সরকারী ভাষা এবং লিঙ্গুয়া ফ্রাঙ্কা। [২][৩] ঘানার আদিবাসী ভাষাগুলির মধ্যে আকান দক্ষিণে সবচেয়ে বেশি কথ্য। [৪] দাগবানি উত্তরে সবচেয়ে বেশি কথা বলা হয়।
ইংরেজি ভাষা ঘানার সরকারি ভাষা। ঘানার ১০ লাখেরও বেশি লোক দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষাতে কথা বলেন। ঘানাতে স্থানীয় ভাষার সংখ্যা প্রায় ৮০। এদের মধ্যে আকান ভাষাতে ৪৫% লোক কথা বলে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভাষার মধ্যে আছে মোরে ভাষা, এওয়ে ভাষা এবং গা-আদেংমে ভাষা। এদের মধ্যে গা ভাষাটি ঘানার রাজধানী আক্রাতে ব্যবহৃত প্রধান ভাষা। ঘানার উত্তরাঞ্চলে সার্বজনীন ভাষা হিসেবে হাউসা ভাষা প্রচলিত। অনেকগুলি ভাষার লিখিত রূপ সরকারি মর্যাদা পেয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ghana," in: Lewis, M. Paul, Gary F. Simons, and Charles D. Fennig (eds.). 2014. Ethnologue: Languages of the World, 17th ed.Murica Texas: SIL International.
- ↑ "The Bureau Of Ghana Languages-BGL"। Ghana Embassy Washington DC, USA। ২০১৩। ১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৩।
- ↑ Bernd Kortmann Walter de Gruyter, 2004 (২০০৪)। A handbook of varieties of English. 1. Phonology, Volume 2। Oxford University Press। আইএসবিএন 9783110175325। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৩।
- ↑ "Introduction To The Verbal and Multi-Verbalsystem of Akan" (পিডিএফ)। ling.hf.ntnu.no। ২০১৩। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৩।