বিষয়বস্তুতে চলুন

জোন লরিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোন লরিং
Joan Lorring
১৯৪৬ সালে জোন লরিং
জন্ম
ম্যাডেলিন এলিস[]

(১৯২৬-০৪-১৭)১৭ এপ্রিল ১৯২৬
মৃত্যুমে ৩০, ২০১৪(2014-05-30) (বয়স ৮৮)
অন্যান্য নামডেলি এলিস
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪৪-১৯৮০
দাম্পত্য সঙ্গীমার্টিন সোনেনবার্গ
(বি. ১৯৫৬; মৃ. ২০১১)

জোন লরিং (জন্ম ম্যাডেলিন এলিস,[] ১৭ এপ্রিল ১৯২৬ - ৩০ মে ২০১৪) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। তিনি চলচ্চিত্র ও মঞ্চে তার কাজের জন্য পরিচিতি অর্জন করেন। তিনি দ্য কর্ন ইজ গ্রিন (১৯৪৫) চলচ্চিত্রে বেসি ওয়েটি চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ১৯৫০ সালে কাম ব্যাক, লিটল শেবা নাটকে প্রথমবারের মত ম্যারি বাকহোল্ডার চরিত্রে অভিনয় করেন, এবং এর জন্য তিনি ডোনাল্ডসন পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লরিং ১৯২৬ সালে ১৭ই এপ্রিল হংকং-এ জন্মগ্রহণ করেন। তার মাতা আনিয়া এলিস (১৯০৪-১৯৯৪)[] ছিলেন একজন ইহুদি অভিবাসী।[] তারা ১৯৩৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে হংকং-এ জাপানের আক্রমণকালে হংকং থেকে নৌকায় করে হনলুলু ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে পৌঁছান। এরপর তারা লস অ্যাঞ্জেলেসে চলে যান এবং ম্যাডেলিন ("ডেলি" ডাকনামে পরিচিত) শিশু অভিনেত্রী হিসেবে বেতার ও চলচ্চিত্রে কাজ শুরু করেন। আ ডেট উইথ জুডি (১৯৪২) বেতার অনুষ্ঠানের নাম ভূমিকায় কাজ করার সময় তার নাম ছিল "ডেলি এলিস"।[] পরবর্তীকালে তিনি তার মঞ্চনাম হিসেবে "জোন লরিং" নামটি গ্রহণ করেন।[][][]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
চলচ্চিত্র
বছর শিরোনাম চরিত্র টীকা
১৯৪৪ সং অব রাশিয়া সোনিয়া
দ্য ব্রিজ অব সান লুই রে পেপিটা
১৯৪৫ দ্য কর্ন ইজ গ্রিন বেসি ওয়েটি মনোনীত - শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার
১৯৪৬ থ্রি স্ট্রেঞ্জার্স আইসি ক্রেন
দ্য ভারডিক্ট লটি রসন
১৯৪৭ দ্য আদার লাভ সেলেস্টিন মিলার
দ্য লস্ট মোমেন্ট অ্যামেলিয়া
দ্য গ্যাংস্টার ডরথি
১৯৪৮ গুড স্যাম শার্লি মে
১৯৫১ দ্য বিগ নাইট ম্যারিয়ন রস্টিনা
১৯৫২ Imbarco a mezzanotte অ্যাঞ্জেলা ইংরেজি নাম: স্ট্রেঞ্জার অন দ্য প্রাউল
১৯৭৪ দ্য মিডনাইট ম্যান জুডি

তথ্যসূত্র

[সম্পাদনা]

উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "NYTprofile" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "playbillvault" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Harris2013" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "VtyObit" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "EscSus1" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "EscSus2" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "Kirby1953" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

বহিঃসংযোগ

[সম্পাদনা]