দেবদাস (২০০২-এর বাংলা চলচ্চিত্র)
অবয়ব
দেবদাস | |
---|---|
পরিচালক | শক্তি সামন্ত |
চিত্রনাট্যকার |
|
উৎস | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক দেবদাস |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | বাবুল বোস |
চিত্রগ্রাহক | নন্দু ভট্টাচার্য্য |
সম্পাদক | সুধীর বর্মা |
মুক্তি | ২০০২ |
স্থিতিকাল | ১২৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
দেবদাস শক্তি সামন্ত পরিচালিত ২০০২ সালের বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র। ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিয়োগাত্মক উপন্যাস দেবদাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন শক্তিপদ রাজগুরু ও শক্তি সামন্ত। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পার্বতী চরিত্রে অর্পিতা পাল এবং চন্দ্রমুখী চরিত্রে ইন্দ্রানী হালদার।[১][২]
কুশীলব
[সম্পাদনা]- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - দেবদাস মুখার্জি
- অর্পিতা পাল - পার্বতী
- ইন্দ্রানী হালদার - চন্দ্রমুখী
- তাপস পাল - চুনীলাল
- অমরনাথ মুখার্জী
- মনোজ মিত্র
- মৃণাল মুখার্জী
- মনু মুখার্জী
- যীশু সেনগুপ্ত
- শম্ভু ভট্টাচার্য্য
- অরিন্দম শীল
- প্রবীর সিংহরায়
- চেতনা দাস
সঙ্গীত
[সম্পাদনা]দেবদাস চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস। গীত রচনা করেছেন মুকুল দত্ত। গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, বাবুল সুপ্রিয় ও কুমার শানু।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মারিয়া, শান্তা (১৪ ফেব্রুয়ারি ২০১৬)। "'দেবদাস' - বাঙালির প্রেমের অমর আখ্যান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "কালে কালে যত 'দেবদাস'"। বাংলাদেশ প্রতিদিন। ১২ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।