নাজাফ প্রদেশ
অবয়ব
নাজাফ প্রদেশ النجف | |
---|---|
প্রদেশ | |
স্থানাঙ্ক: ৩১°৭′ উত্তর ৪৩°৪৮′ পূর্ব / ৩১.১১৭° উত্তর ৪৩.৮০০° পূর্ব | |
দেশ | ইরাক |
রাজধানী | নাজাফ |
আয়তন | |
• মোট | ২৮,৮২৪ বর্গকিমি (১১,১২৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৩) | |
• মোট | ৯,৩১,৬০০ |
প্রধান ভাষাসমূহ | আরবি |
নাজাফ প্রদেশ (আরবি: النجف) ইরাকের একটি প্রদেশ। প্রদেশটির আয়তন ২৮,৮২৪ বর্গকিলোমিটার। ২০০৩ সালে এর প্রাক্কলিত জনসংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। ১৯৭৬ সালের আগে প্রদেশটি দিওয়ানিয়া প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান আল মুসান্না ও আল-কাদিসিয়্যাহ প্রদেশগুলিও এই দিওয়ানিয়া প্রদেশের অংশ ছিল। দখলকারী কোয়ালিশন সেনাবাহিনী ৩য় প্রদেশ হিসেবে নাজাফকে ইরাকি পূর্ণ নিয়ন্ত্রণে হস্তান্তর করে। [১] [২]
প্রদেশের রাজধানী নাজাফ শহর। আল কুফাহ এই প্রদেশের আরেকটি বড় শহর। দুইটি শহরই শিয়া মুসলিমদের পবিত্র তীর্থস্থল। এই প্রদেশের অধিকাংশ জনগণই শিয়া মুসলিম।