নারী শক্তি পুরস্কার
নারী শক্তি পুরস্কার | |
---|---|
ধরন | অসামরিক |
নারী শক্তি পুরস্কার (পূৰ্বতন স্ত্ৰী শক্তি পুরস্কার) মহিলাদের প্রাগ্রসর উৎকৃষ্ট অবদানের জন্য ভারত সরকার-এর মহিলা ও শিশু বিকাশ মন্ত্ৰণালয় প্ৰদান করা পুরস্কার। সৰ্বমোট ছয়টি বিষয়ে এই পুরস্কার প্ৰদান করা হয়। কঠিন পরিস্থিতির মধ্যে মহিলাদের অদম্য সাহসের বলে ব্যক্তিগত, সামাজিক ও পেশাদারি জীবনে উৎকৃষ্ট ফলাফল দেখানো নারীকে এই পুরস্কার প্ৰদান করা হয়। সাথে মহিলা সবলীকরণ ও মহিলার সামাজিক স্থিতির উন্নতি সাধন করার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্ৰদান করা হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯১ সালে প্ৰথমবার এই পুরস্কার প্ৰদান করা হয়েছিল। সেই বছরের আন্তৰ্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মাৰ্চ তারিখে নতুন দিল্লীতে ভারতের রাষ্ট্ৰপতি এই পুরস্কারের শুভারম্ভ করে। ততখন থেকে প্ৰতি বছর ৮ মাৰ্চ তারিখে এই পুরস্কার প্ৰদান করা হয়। আগে এই পুরস্কারের নাম স্ত্ৰী শক্তি পুরস্কার ছিল। পরে এর নাম নারী শক্তি পুরস্কার করা হল। এই পুরস্কারের সাথে আগে ১ লাখ টাকা ও একটি প্ৰশস্তি পত্ৰ প্ৰদান করা হয়েছিল। বৰ্তমান এর অৰ্থমূল্য ৩ লাখ টাকা করা হল।[২]
পুরস্কারসমূহ
[সম্পাদনা]এই পুরস্কার ভারতীয় ইতিহাসেরর বীরাঙ্গনার নামে নামকরণ করা হয়েছে। নিচে উল্লেখ করা শ্ৰেণীসমূহে এই পুরস্কার প্ৰদান করা হয়:[১][৩]
- দেবী অহল্যা বাঈ হলকার পুরস্কার: ১৮শ শতকের মালব রাজ্যের রাণী অহল্যা বাঈ হলকারের নামে
- কান্নাগী পুরস্কার: কিংবদন্তিমূলক তামিল মহিলা কান্নাগীর নামে
- মাতা জিজাবাঈ পুরস্কার: ১৭শ শতকের মারাঠা সাম্ৰাজ্যের সৰ্বশ্ৰেষ্ঠ রাজা ছত্ৰপতি মাতা জিজাবাইর নামে
- রাণী গাইডিনলিউ জেলিয়াং পুরস্কার: বিংশ শতকের নাগা আধ্যাত্মিক তথা রাজনৈতিক নেত্ৰী রাণী গাইডিনলিউর নামে
- রাণী লক্ষ্মীবাঈ পুরস্কার: স্বাধীনতা সংগ্ৰামী ঝান্সীর রাণী লক্ষ্মীবাঈর নামে
- রাণী রুদ্ৰাম্মা দেবী পুরস্কার (এই পুরস্কার মহিলা ও পুরুষ উভয়কে প্ৰদান করা হয়): ১৩শ শতকের ডেক্কান মালভূমির রাণী রুদ্ৰাম্মা দেবীর নামে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Stree Shakti Puraskar" (পিডিএফ)। Ministry of Women and Child Development। ২০১২-০১-১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৪।
- ↑ "Press Information Bureau"। Government of India। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৭।
- ↑ "Women's Award"। Ministry of Women and Child Development। ২০০১-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]নারী শক্তি পুরস্কারের গাইডলাইন