নাসির আলী মামুন
নাসির আলী মামুন | |
---|---|
জন্ম | নাসির আলী মামুন জুলাই ১, ১৯৫৩ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
কর্মজীবন | ১৯৭২–বর্তমান |
পরিচিতির কারণ | প্রতিকৃতি আলোকচিত্র |
দাম্পত্য সঙ্গী | নাজমুন নেসা |
পুরস্কার | শিল্পকলা পদক, বাংলা একাডেমি ফেলোশিপ, এম এ বেগ পদক, জীবনের জয়গান আজীবন সম্মাননা, ছবি মেলা আজীবন সম্মাননা |
নাসির আলী মামুন (জন্ম জুলাই ১, ১৯৫৩) একজন বাংলাদেশি প্রতিকৃতি আলোকচিত্রী, লেখক এবং সাক্ষাৎকারগ্রহীতা। শিল্পাঙ্গনে তিনি "ক্যামেরার কবি" হিসেবেও পরিচিত।[১] বাংলাদেশের প্রতিকৃতি আলোকচিত্রাঙ্গণে গত চার দশকের বেশি সময় ধরে তিনি অগ্রণী হিসেবেও ভূমিকা রাখেন। সাধারণ নারী-পুরুষের পাশাপাশি তিনি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রায় শতাধিক কবি, শিল্পী, লেখক, রাজনীতিবিদদের[১] প্রতিকৃতি ক্যামেরায় ধারণ করেছেন।[২]
সত্তরের দশকে বাংলাদেশে তিনি প্রথম প্রতিকৃতি আলোকচিত্রের সূচনা করেন। পাশাপাশি লেখক এবং সাক্ষাৎকারগ্রহীতা হিসেবে তার ১১টি বই প্রকাশিত হয়েছে। তার তোলা প্রতিকৃতি আলোকচিত্রের সংখ্যা পাঁচ হাজারের বেশি। এছাড়াও পঞ্চাশের অধিক একক আলোকচিত্র প্রদর্শনি আয়োজিত হয়েছে।[৩]
২০১৩ সালে ষাটতম জন্মবার্ষিকীতে,তার সাক্ষাৎকার অবলম্বনে নাসির আলী মামুন: তার আলো তার ছায়া নামে একটি বই প্রকাশিত হয়।[৪] ২০০৯ সালে নাসির আলী মামুনের কাজের উপর ভিত্তি করে মন্জুরুল আলম পলাশ "পোয়েট অব ক্যামেরা" শিরোনামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন।[৫]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মামুন ১৯৫৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) মৌলভীবাজার জেলায় জন্ম নেন।[৬]
আলোকচিত্রী জীবন
[সম্পাদনা]মামুন শৈশব থেকে ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছেন। ১৯৬৯ সাল থেকে গত ৪৫ বছর ধরে তিনি শুধুমাত্র প্রতিকৃতি আলোকচিত্রে ধ্যান-সাধনা করেছেন। ১৯৭২ সালে বাংলাদেশে তিনি প্রথম প্রতিকৃতি আলোকচিত্র ধারার অবতারনা ঘটান। বাংলাদেশের শিল্পী পরিতোষ সেন, কামরুল হাসান, এসএম সুলতান, কাজী আবুল কাশেম, আমিনুল ইসলাম, যোগেন চৌধুরী, সুহাস চক্রবর্তী, দেবদাস চক্রবর্তী, মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ ইউনূস, সন্তুর সম্রাট শিবকুমার শর্মা, ঠুমরি রানী বিদুষী গিরিজা দেবী, কবি শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, বরেণ্য শিক্ষাবিদ আবদুর রাজ্জাক, আহমদ ছফা, আবদুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, সুফিয়া কামাল, জসীম উদ্ দীন, শামসুর রাহমান, আখতারুজ্জামান ইলিয়াস, বদরুদ্দীন উমর, গুন্টার গ্রাস, অ্যালেন গিন্সবার্গসহ শতাধিক খ্যাতিমান ব্যক্তির প্রতিকৃতি আলোকচিত্রী মামুনের ক্যামেরায় অর্ন্তভূক্ত হয়েছে। কবি শামসুর রাহমান তার সম্পর্কে এক সাক্ষাৎকারে তাকে ক্যামেরার কবি বলে মন্তব্য করেছেন।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ব্যক্তিগত জীবনে মামুন নাজমুন নেসাকে বিয়ে করেন এবং বর্তমানে তারা একসাথে ঢাকায় বাস করছেন। অন্যতম তাদের একমাত্র পুত্র সন্তান।
গ্রন্থতালিকা
[সম্পাদনা]- গুরু[১]
- কীতৃমানের মুখচ্ছবি (২০০১)
- গুন্টার গ্রাসের ঢাকা আবিষ্কার[১]
- আহমদ ছফার সময়[১]
- ঘর নাই (২০০৭)
- শামসুর রহমান ও আল মাহমুদ তফাৎ ও সাক্ষাৎ (২০০৯)
আলোকচিত্র প্রদর্শণী
[সম্পাদনা]তারিখ | শিরোনাম | বিষয় | স্থান | টীকা |
---|---|---|---|---|
২০১৩, মে ২৪ | ফেস টু ফেস: দ্য মাস্টার উইথ দ্য ফটোগ্রাফার | মৃণাল সেনের দূর্লভ আলোকচিত্র | গোর্কি সদন, কলকাতা | [৭] |
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- দশম স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার জীবনের জয়গান আজীবন সম্মাননা ২০১৭ [৮]
- শিল্পকলা পদক ২০১৭[৯]
- মঞ্জুর আলম বেগ পদক ২০২০[১০]
- ছবি মেলা: আন্তর্জাতিক ছবি প্রদর্শনী আজীবন সম্মাননা ২০১৭[১১]
- বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২২[১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ রবীন আহসান। "ছবির মানুষ"। দৈনিক সমকাল। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ০৪, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Nasir Ali Mamun displays works by famous artists"। রেডিও ভাষা। জুন ৩০, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ০৪, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "Book on Nasir Ali Mamun to be launched"। kurigramlive.com। ২২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ০৪, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Documentary on Nasir Ali Mamun"। highbeam.com। সংগ্রহের তারিখ মার্চ ০৪, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "নাসির আলী মামুন"। http://arts.bdnews24.com। ৩০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ০৪, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য);|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "Rare Moments"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ১০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ০৪, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ প্রতিবেদক, নিজস্ব। "'জীবনের জয়গান'-এ সম্মানিত হচ্ছেন তাঁরা"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "সাত গুণী শিল্পী পেলেন শিল্পকলা পদক"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৪।
- ↑ "ভোরের আলো | 'এম এ বেগ পদক' পেলেন নাসির আলী মামুন"। daynikvoreralo.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৪।
- ↑ "নাসির আলী মামুন"। tarkabangla.com। ২০২৩-০১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৪।
- ↑ ডেস্ক, অন্য আলো। "বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ পেলেন সাতজন"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৪।