নির্ঝর
অবয়ব
নির্ঝর কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। গ্রন্থ রেজিস্ট্রেশনের তালিকায় ১৯৩৯ সালের ২৩ জানুয়ারি গ্রন্থটির প্রকাশকাল চিহ্নিত হয়। [১] এই গ্রন্থে মোট কবিতার সংখ্যা ২৫টি। নজরুল ইসলামের নির্ঝর বইকে অনেক সমালোচকের কাছে একটি ভাগ্যবিড়ম্বিত বই বলে মনে হয়েছে। যার পাণ্ডুলিপি প্রস্তুত হয়েছিল ১৯২৬ সালে। অধিকাংশ রচনা পত্রপত্রিকায় ১৯২৪-২৫-এর মধ্যে প্রকাশিত হয়। নির্ঝর-এর কবিতাসমূহ নজরুলের কাব্যচর্চার হাতেখড়ি-পর্বের হলেও এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে কবির কাব্যচর্চার প্রায় শেষ পর্যায়ে—১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে। এ গ্রন্থ প্রকাশে নজরুল-পরবর্তী স্বত্বাধিকারীদের অনীহা বা অবহেলাই প্রধানত কারণ হিসাবে চিহ্নিত। [২]
কবিতাসমূহ
[সম্পাদনা]- অভিমানী,
- বাঁশীর ব্যথা,
- আশায়,
- সুন্দরী,
- মুক্তি,
- চিঠি,
- আরবি ছন্দের কবিতা,
- প্রিয়ার দেওয়া শরাব,
- মানিনী বধূর প্রতি,
- গান (আজ নূতন করে পড়ল মনে মনের মতনে),
- গরিবের ব্যথা,
- তুমি কি গিয়াছ ভুলে,
- হবে জয়,
- পূজা-অভিনয়,
- চাষার গান,
- জীবনে যাহারা বাঁচিল না,
- ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
- ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
- ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
- ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
- ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
- ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
- ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
- ‘দীওয়ান-ই-হাফিজ’: ৮টি গজল,
- নমস্কার।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বেঙ্গল লাইব্রেরি ক্যাটালগ"। ১ম ত্রৈমাসিক খণ্ড (১৯৯৫): ১০৯।
- ↑ "'নির্ঝর' অজানা কথা"। প্রথম অালো। মে ২৪, ২০১৩। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]