বিষয়বস্তুতে চলুন

পত্রপুট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পত্রপুট
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশভারত
ভাষাবাংলা
ধরনকবিতা
প্রকাশনার তারিখ
২৫ বৈশাখ, ১৩৪৩
ইংরেজিতে প্রকাশিত
১৯৩৬
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ
পাঠ্যপত্রপুট উইকিসংকলন

পত্রপুট রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[][][] এটি বাংলা ২৫ বৈশাখ, ১৩৪৩ (১৯৩৬ খ্রীস্টাব্দে) প্রকাশিত হয়।[][][][] এতে সর্বমোট আঠারোটি কবিতা রয়েছে।[] পত্রপুট রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্ত্যপর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[]

উৎসর্গীকরণ

[সম্পাদনা]

রবীন্দ্রনাথ গ্রন্থটি শ্রীমান কৃৃৃষ্ণ কৃৃপালানি ও শ্রীমতী নন্দিতাকে তাঁদের শুভ পরিণয় উপলক্ষ্যে উৎসর্গ করেন।[]

কবিতার তালিকা

[সম্পাদনা]

"পুত্রপুট" কাব্যের অন্তর্গত কবিতাগুলো হল[]

  1. জীবনে নানা সুখদুঃখের এলোমেলো ভিড়ের মধ্যে
  2. আমার ছুটি চার দিকে ধু ধু করছে
  3. আজ আমার প্রণতি গ্রহণ করো, পৃথিবী
  4. একদিন আষাঢ়ে নামল
  5. সন্ধ্যা এল চুল এলিয়ে
  6. অতিথিবৎসল, ডেকে নাও পথের পথিককে
  7. চোখ ঘুমে ভোরে আসে
  8. আমাকে এনে দিল এই বুনো চারাগাছটি
  9. হেঁকে উঠল ঝড়
  10. এই দেহখানা বহন করে আসছে দীর্ঘকাল
  11. ফাল্গুনের বঙিন আবেশ
  12. বসেছি অপরাহ্নে পারের খেয়াঘাটে
  13. হৃদয়ের অসংখ্য অদৃশ্য পত্রপুট
  14. গো তরুণী
  15. ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত
  16. উদ্ভ্রান্ত সেই আদিম যুগে
  17. যুদ্ধের দামামা উঠল বেজে
  18. কথার উপরে কথা চলেছ সাজিয়ে দিনরাতি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Foundation, Poetry (২০২০-০৭-০৩)। "Rabindranath Tagore"Poetry Foundation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩ 
  2. "কবিতা | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩ 
  3. ""সমকালের অস্ত্রে বিদ্ধ নিত্যকালের রবীন্দ্রনাথ -- সুমিতা চক্রবর্তী""www.parabaas.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩ 
  4. "রবীন্দ্রনাথ ঠাকুর"Bengali Grammar। বাংলা ব্যাকরণ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩ 
  5. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুুলাল চক্রবর্তী, জুুুলাই - ২০০৭, বাণী বিতান।
  6. পত্রপুট – রবীন্দ্র রচনাবলী
  7. "পত্রপুট - উৎসর্গ | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]