পত্রপুট
অবয়ব
লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
---|---|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ধরন | কবিতা |
প্রকাশনার তারিখ | ২৫ বৈশাখ, ১৩৪৩ |
ইংরেজিতে প্রকাশিত | ১৯৩৬ |
মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ |
পাঠ্য | পত্রপুট উইকিসংকলন |
পত্রপুট রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২][৩] এটি বাংলা ২৫ বৈশাখ, ১৩৪৩ (১৯৩৬ খ্রীস্টাব্দে) প্রকাশিত হয়।[১][৩][৪][৫] এতে সর্বমোট আঠারোটি কবিতা রয়েছে।[৬] পত্রপুট রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্ত্যপর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[৫]
উৎসর্গীকরণ
[সম্পাদনা]রবীন্দ্রনাথ গ্রন্থটি শ্রীমান কৃৃৃষ্ণ কৃৃপালানি ও শ্রীমতী নন্দিতাকে তাঁদের শুভ পরিণয় উপলক্ষ্যে উৎসর্গ করেন।[৭]
কবিতার তালিকা
[সম্পাদনা]"পুত্রপুট" কাব্যের অন্তর্গত কবিতাগুলো হল[৬]–
- জীবনে নানা সুখদুঃখের এলোমেলো ভিড়ের মধ্যে
- আমার ছুটি চার দিকে ধু ধু করছে
- আজ আমার প্রণতি গ্রহণ করো, পৃথিবী
- একদিন আষাঢ়ে নামল
- সন্ধ্যা এল চুল এলিয়ে
- অতিথিবৎসল, ডেকে নাও পথের পথিককে
- চোখ ঘুমে ভোরে আসে
- আমাকে এনে দিল এই বুনো চারাগাছটি
- হেঁকে উঠল ঝড়
- এই দেহখানা বহন করে আসছে দীর্ঘকাল
- ফাল্গুনের বঙিন আবেশ
- বসেছি অপরাহ্নে পারের খেয়াঘাটে
- হৃদয়ের অসংখ্য অদৃশ্য পত্রপুট
- গো তরুণী
- ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত
- উদ্ভ্রান্ত সেই আদিম যুগে
- যুদ্ধের দামামা উঠল বেজে
- কথার উপরে কথা চলেছ সাজিয়ে দিনরাতি।
তথ্যসূত্র
[সম্পাদনা]বাংলা ভাষার উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: পত্রপুট
- ↑ ক খ Foundation, Poetry (২০২০-০৭-০৩)। "Rabindranath Tagore"। Poetry Foundation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩।
- ↑ "কবিতা | রবীন্দ্র রচনাবলী"। rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩।
- ↑ ক খ ""সমকালের অস্ত্রে বিদ্ধ নিত্যকালের রবীন্দ্রনাথ -- সুমিতা চক্রবর্তী""। www.parabaas.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩।
- ↑ "রবীন্দ্রনাথ ঠাকুর"। Bengali Grammar। বাংলা ব্যাকরণ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩।
- ↑ ক খ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুুলাল চক্রবর্তী, জুুুলাই - ২০০৭, বাণী বিতান।
- ↑ ক খ পত্রপুট – রবীন্দ্র রচনাবলী
- ↑ "পত্রপুট - উৎসর্গ | রবীন্দ্র রচনাবলী"। rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৩।