পথের দাবী
লেখক | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
---|---|
প্রচ্ছদ শিল্পী | সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
বিষয় | উপনিবেশবাদ বিরোধী বিপ্লব |
ধরন | উপন্যাস |
পটভূমি | ব্রিটিশ ভারত |
প্রকাশক | উমাপ্রসাদ মুখোপাধ্যায় (কটন প্রেস থেকে)[১] |
প্রকাশনার তারিখ | আগস্ট, ১৯২৬ |
মিডিয়া ধরন | ছাপা বই |
আইএসবিএন | নাই {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ অক্ষর |
পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি রাজনৈতিক ও সাহসী উপন্যাস।[২] যেটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল।
ইতিহাস
[সম্পাদনা]পথের দাবী ধারাবাহিক ভাবে বঙ্গবাণী পত্রিকায় বের হত। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি ছিল পত্রিকার অফিস। পুলিশ কমিশনারের চিঠি ও নোট অনুযায়ী তদানিন্তন চিফ সেক্রেটারি পথের দাবীকে 'বিষময়' বলে উল্লেখ করেন। ১৯২৬ সালের ১১ ডিসেম্বর এডভোকেট জেনারেল ব্রজেন্দ্রনাথ মিত্র মত দেন যে পথের দাবী দেশদ্রোহকর ও বাজেয়াপ্তযোগ্য। ১৯২৭ এর ৪ জানুয়ারি প্রকাশিত গেজেটে পথের দাবী নিষিদ্ধ হয়। সারা দেশ জুড়ে এই নিষিদ্ধকরণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। আইনসভাতে সুভাষচন্দ্র বসু ও হরেন্দ্রনাথ চৌধুরী প্রশ্ন তোলে নিষিদ্ধকরণের যৌক্তিকতা নিয়ে।[৩]
চলচ্চিত্র
[সম্পাদনা]১৯৭৭ সালে পথের দাবী সব্যসাচী নামে চলচ্চিত্রায়িত হয়। পরিচালক পীযুষ বোস। অভিনয় করেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, অনিল চ্যাটার্জী, তরুণকুমার প্রমুখ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Publisher"।
- ↑ শরৎ রচনাবলী, ড. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অন্যান্য সম্পাদিত, নাথ পাবলিশিং, কলকাতা, শ্রাবণ, ১৪১৮, পৃষ্ঠা-৫৯৯।
- ↑ শিশির কর (২০০৯)। ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বই। কলকাতা: আনন্দ পাবলিশার্স প্রা: লি:। পৃষ্ঠা ১৯৮, ২০১। আইএসবিএন 81-7066-137-4।