পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন
অবয়ব
ক্রীড়া | ক্রিকেট |
---|---|
কার্যক্ষেত্র | পাঞ্জাব |
সংক্ষেপে | পিসিএ |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৬ |
অধিভুক্ত | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড |
অধিভুক্তের তারিখ | ১৯৬৬ |
আঞ্চলিক অধিভুক্তি | উত্তর অঞ্চল |
সদর দফতর | পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়াম |
অবস্থান | মোহালি |
সভাপতি | গুলজার ইন্দর চাহাল |
চেয়ারম্যান | ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা |
সচিব | দিলশের খানা |
প্রশিক্ষক | সুমিত ওহরি এবং হারবিন্দর বৈদওয়ান |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
www | |
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন হল ভারতের পাঞ্জাব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় এবং পাঞ্জাব ক্রিকেট দলের ক্রিকেট কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা।[১] [২] এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধিভুক্ত।[৩]
বর্তমানে পি.সি.এ-এর অধীনে পাঞ্জাবে দুটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (মোহালি এবং মুল্লানপুর) রয়েছে। এটি যুবরাজ সিং, হরমনপ্রীত কৌর, শুভমান গিল, কপিল দেব এবং হরভজন সিংয়ের মতো দুর্দান্ত খেলোয়াড় তৈরি করেছে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Post-High Court order, Punjab Cricket Association postpones polls"। The Indian Express। The Indian Express। ২০১৯-০৯-০৪। ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০।
- ↑ "Industrialist Rajinder Gupta elected Punjab Cricket Association chief"। The Indian Express। The Indian Express। ২০১৭-০৯-২৫। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১০।
- ↑ "Members of the Executive Committee"। Punjab Cricket Association। ৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
- ↑ "His goal: India in football World Cup!"। tamilmurasu.com.sg। SPH Digital News। ২৪ এপ্রিল ২০২০। ২৯ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১।