ফখরুজ্জামান চৌধুরী
ফখরুজ্জামান চৌধুরী (৫ জানুয়ারি, ১৯৪০ - ১২ জুন, ২০১৪) বাংলাদেশের একজন কবি, গল্পকার, অনুবাদক ও গবেষক।[১]
ফখরুজ্জামান চৌধুরী | |
---|---|
জন্ম | ৫ জানুয়ারি ১৯৪০ |
মৃত্যু | ১৪ জুন ২০১৪ |
পেশা | কবি, লেখক ও গবেষক |
ভাষা | বাংলা |
জাতীয়তা |
|
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার |
প্রাতিস্বিক জীবন
[সম্পাদনা]তিনি ১৯৪০ সালের ৫ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন।[২] পিতা শিক্ষাবিদ নূরুজ্জামান চৌধুরী। দাম্পত্যসঙ্গী প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে; তাঁরা হলেন তানিয়া ও যুবায়রা। ফখর বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) ছিলেন।[৩] ২০১৪ সালের ১২ জুন রাজধানী ঢাকাস্থ উত্তরার ১২ নম্বর সেক্টরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।[৪]
শিক্ষাগত পটভূমি
[সম্পাদনা]১৯৫৭ সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান), ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান) এবং ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাহিত্যকর্ম
[সম্পাদনা]ফখরুজ্জামান চৌধুরীর বিশ্বসাহিত্যের বহু সাড়াজাগানো গ্রন্থ অনুবাদ করে জনপ্রিয়তা পান।[তথ্যসূত্র প্রয়োজন] পঞ্চাশটির মতো গ্রন্থ রচনা করেছেন তিনি। সাহিত্যকর্মে অবদানের জন্যে তিনি ২০০৫ সালে বাংলা একাডেমি পুরস্কার[৫] এবং ১৪০০ বঙ্গাব্দে শিশুসাহিত্যে অবদানের জন্যে অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার অর্জন করেন।[৫]
গ্রন্থনিচয়
[সম্পাদনা]কবিতা
[সম্পাদনা]- আনাবাজ (১৯৮৬)
- দূরদিগন্ত (১৯৮৬)
- প্যালেস্টাইন প্রতিরোধের কবিতা (১৯৯৪)
উপন্যাস
[সম্পাদনা]- জনারণ্যে কয়েকজন (১৯৯০)
- ঐরাবত ও অঙ্কুশ (১৯৯৩)
- একা ও একাকী (১৯৯৪)
নাটক
[সম্পাদনা]- ইয়ারমা (১৯৯১)
প্রবন্ধ-গবেষণা
[সম্পাদনা]- লেখকের কথা (১ম খণ্ড ১৯৯২, ২য় খণ্ড ২০০৩)
শিশুসাহিত্য
[সম্পাদনা]- হাড় কিপটে বুড়ি (১৯৫৬)
জীবনী
[সম্পাদনা]- ডিলান টমাস (১৯৮৫)
- আশরাফ আলী খান (১৯৮৮)
- আজিজুর রহমান (১৯৮৯)
ইতিহাস
[সম্পাদনা]- অবিচার (১৯৮৪)
অনুবাদ
[সম্পাদনা]- বিকিকিনির প্রেম (১৯৯২)
- হে দুঃখ বিদায় (১৯৯৩)
- রবিনসন ক্রুসো (২০০৬)
- রিপভ্যান উইংকল (১৯৫৬)
- রাজা আর্থারের দরবারে (১৯৬৮)
- যাদুর রাজা হুডিনি (১৯৮৮)
- আঙ্কল টমস কেবিন (১৯৯৩)
- হাঞ্চব্যাক অফ নটর ডেম (১৯৯৫)
- ট্রেজার আইল্যান্ড (১৯৯৮)
- অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ (১৯৯৩)
তাঁর সর্বশেষ লেখা গ্রন্থের নাম ‘হিরোশিমার অগ্নিশিখা’।[তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯।
- ↑ http://www.dailynayadiganta.com/detail/news/33151
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফখরুজ্জামান চৌধুরী আর নেই"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৪।
- ↑ ক খ "ফখরুজ্জামান চৌধুরী | The University Press Limited"। www.uplbooks.com। ২০২১-১০-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৪।