ফয়সাল আফ্রিদি
অবয়ব
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | ফয়সাল খান আফ্রিদি |
জন্ম | সারগোধা , পাঞ্জাব, পাকিস্তান | ৩১ ডিসেম্বর ১৯৭৭
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট মিডিয়াম |
ভূমিকা | আম্পায়ার |
আম্পায়ারিং তথ্য | |
টি২০আই আম্পায়ার | ৩ (২০২২–২০২৩) |
মহিলা ওডিআই আম্পায়ার | ৮ (২০১৮–২০২২) |
মহিলা টি২০আই আম্পায়ার | ৭ (২০১৮–২০২২) |
উৎস: Cricinfo, ১৪ এপ্রিল ২০২৩ |
ফয়সাল আফ্রিদি (জন্ম ৩১ ডিসেম্বর ১৯৭৭) একজন পাকিস্তানি ক্রিকেট আম্পায়ার এবং সাবেক ক্রিকেটার । ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫৩টি প্রথম-শ্রেণীর এবং ৩৫টি লিস্ট এ ম্যাচ খেলেছেন [১] ২০১৭ সালের ২১ অক্টোবর ২০১৭-১৮ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফিতে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির মধ্যকার খেলায় তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। [২] ২০১৮ সালের ডিসেম্বরে, ২০১৮-১৯ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালের জন্য মাঠের আম্পায়ারদের একজন ছিলেন। [৩]
২০২১ সালের অক্টোবরে, সোজাব রাজার স্থলাভিষিক্ত করে আফ্রিদিকে আইসিসি আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে উন্নীত করা হয়েছিল। [৪] ২৩ সেপ্টেম্বর ২০২২ সালে,পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যেকার খেলায় প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20I) ম্যাচে আম্পায়াররিত্ব করেন। [৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Faisal Afridi"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৭।
- ↑ "Pool A, Quaid-e-Azam Trophy at Rawalpindi, Oct 21-24 2017"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৭।
- ↑ "Final, Quaid-e-Azam Trophy at Karachi, Dec 4-8 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Faisal Afridi promoted to ICC International Panel of Umpires"। Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১।
- ↑ "3rd T20I (N), Karachi, September 23, 2022, England tour of Pakistan"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Faisal Afridi at ESPNcricinfo