বিষয়বস্তুতে চলুন

ফ্রান্সিস ফোর্ড কোপলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফ্রান্সিস ফোর্ড কপোলা থেকে পুনর্নির্দেশিত)
ফ্রান্সিস ফোর্ড কোপলা
Francis Ford Coppola
২০১১ সালে সান দিয়েগো কমিক-কন ইন্টারন্যাশনালে কোপলা
জন্ম (1939-04-07) ৭ এপ্রিল ১৯৩৯ (বয়স ৮৫)
মাতৃশিক্ষায়তনহফস্ট্রা বিশ্ববিদ্যালয়
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৬২–বর্তমান
রাজনৈতিক দলডেমোক্রেটিক
দাম্পত্য সঙ্গীএলিনর কোপলা (বি. ১৯৬৩)
সন্তানজিয়ান-কার্লো কোপলা
রোমান কোপলা
সোফিয়া কোপলা
পিতা-মাতাকারমিন কোপলা
ইতালিয়া পেন্নিনো
আত্মীয়কোপলা পরিবার
পুরস্কারপূর্ণ তালিকা

ফ্রান্সিস ফোর্ড কোপলা (ইংরেজি: Francis Ford Coppola, /ˈkpələ/ জন্ম: ৭ই এপ্রিল, ১৯৩৯)[] হলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। তিনি ৫ বার একাডেমি পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি কোপলা মদ্যব্যবসায়ী, পত্রিকার প্রকাশক এবং হোটেল-মালিকও ছিলেন। তিনি হফস্ট্রা বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ইউসিএলএ ফিল্ম স্কুল থেকে চলচ্চিত্র পরিচালনায় এমএফএ ডিগ্রি অর্জন করেন। সবচেয়ে বেশি জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেছেন যে ছবিগুলো পরিচালনা করে সেগুলো হচ্ছে: গডফাদার ত্রয়ী, দ্য কনভার্সেশন এবং ভিয়েতনাম যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত অ্যাপোক্যালিপ্‌স নাও

কোপলার ১৯৮০ ও ১৯৯০ এর দশকের চলচ্চিত্রগুলো সমাদৃত হলেও ১৯৭০ এর দশকের চলচ্চিত্রগুলোর মত বাণিজ্যিক সফলতা লাভ করতে পারে নি।[][][] ১৯৮০ এর দশকের পর থেকে মুক্তিপ্রাপ্ত তার চলচ্চিত্রগুলো হল নাট্যধর্মী দি আউটসাইডার্সরাম্বল ফিশ (১৯৮৩), অপরাধ-নাট্যধর্মী দ্য কটন ক্লাব (১৯৮৪) ও দ্য গডফাদার পার্ট ৩ (১৯৯০) এবং ভীতিপ্রদ চলচ্চিত্র ব্রাম স্টোকার্স ড্রাকুলা (১৯৯২)।

২০০১ সালের কান চলচ্চিত্র উৎসবে কোপলা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় ফ্রান্সিস ফোর্ড কোপলা
  2. "Francis Ford Coppola"সেন্স অফ সিনেমা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮ 
  3. "Directors Hall of Fame, Class of 2010"বুলজ আই (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:গডফাদার