বন্ধু কাজল ভ্রমরাজসীম উদ্দীন রচিত এবং সুরারোপিত একটি জনপ্রিয় লোকসঙ্গীত। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র "রঙিন রাখাল বন্ধু"-তে গানটি ব্যবহার প্রথম ব্যবহার করা হয়।[১] এরপর গানটি ঋতুপর্না সেনগুপ্ত অভিনীত "রঙিন রাখাল বন্ধু" চলচ্চিত্রেরই ১৯৯৫ সালের ভারতীয় পুনঃনির্মাণ "রাখাল রাজা" তে ও ব্যবহার করা হয়।[২] এছাড়াও গানটি বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম অভিনীত ২০১৫ সালের ঈদ আয়োজনে মুক্তি প্রাপ্ত বাংলা নাটক "শিক্ষাসফর" এ ব্যবহার করা হয়।[৩]