বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটি
অবয়ব
গঠিত | জুলাই ২০০৯ |
---|---|
ধরন | অ্যাকাডেমিক সংস্থা |
নিবন্ধন নং | S11259 |
আলোকপাত | নৈতিকতা, জীবনীতিশাস্ত্রে, মানবাধিকার |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
পরিষেবা | কর্মশালা, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্মেলন, সচেতনতা তৈরি |
পদ্ধতি | Lobbying, publications, outreach programs |
সদস্য | ৩০০ (২০১৪ এর আগস্ট অনুসারে) |
সভাপতি | অধ্যাপক তাসলিমা মনসুর |
সহ-সভাপতি | ডা. আরিফ হোসাইন |
কোষাধ্যক্ষ | ডা. শিতেষ চন্দ্র বাছার |
সাধারণ সম্পাদক | অধ্যাপক শামিমা পারভিন লস্কর |
সম্পৃক্ত সংগঠন | UNESCO Asia-Pacific School of Ethics, Thailand Global Ethics Observatory (GEObs), Paris Kennedy Institute of Ethics, USA International Society of Bioethics (SIBI), Spain Globethics.net, Switzerland |
ওয়েবসাইট | bioethics |
বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটি (বিবিএস) বাংলাদেশের একটি বেসরকারি জীবনীতিশাস্ত্র বিষয়ক প্রতিষ্ঠান। বিবিএস দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকারকে সমর্থন ও সুশাসন প্রচারের জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে নৈতিক মূল্যবোধ, নৈতিকতা চর্চা ও নৈতিকতা প্রচারে কাজ করছে। বিবিএস বাংলাদেশের জীবনীতিশাস্ত্র বিষয়ক প্রথম একাডেমিক সংস্থা। এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, বহু-বিভাগীয় এবং স্বেচ্ছাসেবী সংস্থা।
বিবিএস ২০০৯ সালে রুশসাপ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক ও মানব বিজ্ঞানের জন্য আঞ্চলিক ইউনিট) ইউনেস্কো, ব্যাংকক এবং ইউনেস্কো ঢাকার[১] অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শামীমা পি লস্কর ও ডাঃ আরিফ হোসেন এটি প্রবর্তন করেন।
সম্পর্কিত
[সম্পাদনা]- UNESCO Asia-Pacific School of Ethics, Thailand[২]
- Global Ethics Observatory (GEObs), Paris
- Kennedy Institute of Ethics, USA[৩]
- International Society of Bioethics (SIBI), Spain[৪]
- Globethics.net, Switzerland[৫]
বিবিএস কমিটিসমূহ
[সম্পাদনা]বিবিএসের নির্বাহী কমিটি (২০১৪-২০১৬)
[সম্পাদনা]পদ | নাম | উপাধি | ইনস্টিটিউট |
---|---|---|---|
সভাপতি | প্রফেসর তাসলিমা মনসুর | অধ্যাপক ও ডিন, আইন অনুষদ | ঢাকা বিশ্ববিদ্যালয় |
সহ - সভাপতি | আরিফ হোসেন ড | কোর্স সমন্বয়কারী ও পরামর্শদাতা, মানবাধিকার বিভাগ সহযোগী সম্পাদক |
ইত্রত বিশ্ববিদ্যালয়, ইরান ইবিসিআই গ্রুপ শুক্রবার পর্যালোচনা, ঢাকা |
সহ - সভাপতি | প্রফেসর ওয়ারদাতুল আকমম | সমাজবিজ্ঞান বিভাগ | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
সাধারণ সম্পাদক | প্রফেসর শামীমা পি লস্কর | অধ্যাপক ও অ্যানাটমির প্রধান | সিটি ডেন্টাল কলেজ |
যুগ্ম সচিব | অ্যাড। আলমগীর কবির | পরিচালক, একে এবং সহযোগী ও সদস্য | বাংলাদেশ বার কাউন্সিল |
কোষাধ্যক্ষ | ডাঃ সীতেশ সি বাচার | অধ্যাপক, ওষুধ প্রযুক্তি বিভাগ | ঢাকা বিশ্ববিদ্যালয় |
প্রকাশনা সম্পাদক মো | জনাবা. তাহেরা আহমেদ | সহকারী প্রতিনিধি, ইউএনএফপিএ (আরডিডি) | ইউএনএফপিএ, বাংলাদেশ |
প্রচার সম্পাদক মো | ডাঃ মোঃ হুমায়ুন কবির তালুকদার | অধ্যাপক ও কোর্স সমন্বয়কারী | চিকিৎসা শিক্ষা কেন্দ্র, ঢাকা |
সদস্য | অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া | বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট | রংপুর |
সদস্য | অধ্যাপক মোঃ আইনাল হক | অধ্যাপক ও পরিচালক, বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং সেন্টার | বুয়েট |
সদস্য | অধ্যাপক রওশন আরা | দর্শন বিভাগ | ঢাকা বিশ্ববিদ্যালয় |
সদস্য | বদরুদ্দোজা ড | চেয়ারম্যান ও পরিচালক, সিটি ডেন্টাল কলেজ | সিটি ডেন্টাল কলেজ |
সদস্য | কামাল হোসেন সাহেব | উপ - সচিব | ইউজিসি |
সদস্য | ডাঃ নূর ই পারভিন | প্রাণিবিদ্যার সহযোগী অধ্যাপক ড | ঢাকা কলেজ |
সদস্য | ডাঃ আশরাফ আলী | র
সভাপতি |
তাপসী বাংলা কমিউনিটি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক অর্গানাইজেশন |
সদস্য | ডাঃ এম এ শাকুর | সহযোগী অধ্যাপক, শারীরিক মেডিসিন বিভাগ | বিএসএমএমইউ |
সদস্য | ডাঃ ইফফাত আরা | আরটিডি। | |
সদস্য | মেজর (অব.) জিয়া উদ্দিন আহমেদ | পরিচালক | ডিএমএইচএলটিড |
সদস্য | ডা. জুবায়ের | অ্যানাটমির প্রভাষক | গ্রিনলাইফ মেডিকেল কলেজ, ঢাকা |
সদস্য | মেহেদী ইমাম মো | ইউআরবিআইএস, ঢাকার সমন্বয়কারী, | সেন্টার ফর আরবান স্টাডিজ (সিইএস), ঢাকা। |
ছাত্র প্রতিনিধি | ফারিন বিনতে রহমান | চতুর্থ বর্ষের বিডিএসের শিক্ষার্থী | সিটি ডেন্টাল কলেজ, ঢাকা। |
বিবিএসের উপদেষ্টা কমিটি
[সম্পাদনা]নাম | উপাধি | ইনস্টিটিউট |
---|---|---|
ড্যারিল ম্যাসার ড | বায়োথিক্স এবং বায়োমেডিসিনের অধ্যাপক এএসএন প্রাক্তন আঞ্চলিক উপদেষ্টা ড পরিচালক ও প্রভোস্ট |
আউএসএন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউনেস্কো, ব্যাংকক |
মলামা মালেয়াসিয়া ডা | সামোয়ান স্টাডিজের ডিরেক্টর সেন্টার প্রাক্তন পরিচালক |
সামোয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনেস্কো, ঢাকা। |
প্রফেসর ড. নজরুল ইসলাম | চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান |
আরবান স্টাডিজ কেন্দ্র ইউজিসি |
হাবিবুল্লাহ মজুমদার | সেক্রেটারি প্রাক্তন সচিব |
পরামর্শদাতা আইএমইডি পরিকল্পনা মন্ত্রক |
সেলিনা হোসেন | চেয়ারম্যান বাংলা কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও সম্পাদক |
বাংলাদেশ শিশু একাডেমি |
প্রফেসর এম এ মান্নান | শিশু বিশেষজ্ঞ প্রাক্তন চেয়ারম্যান |
বিএমআরসি। |
ইফতেখারুজ্জামান | নির্বাহী পরিচালক | টিআইবি |
ডাঃ শাহ মোঃ কেরামত আলী | অধ্যাপক ও জনস্বাস্থ্যের প্রধান | ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় |
প্রফেসর ড। আহমেদ নিয়াজ | অর্থনীতি বিভাগ | এআইইউবি |
প্রফেসর ড. শামীমা চৌধুরী | পদার্থবিজ্ঞান বিভাগ | ঢাকা বিশ্ববিদ্যালয় |
শেলিনা আফরোজ পিএইচডি | অতিরিক্ত পরিচালক মো | এইচএসটিটিআই, রাজশাহী |
পারভিন সুলতানা | জেন্ডার অ্যান্ড এনার্জি নেটওয়ার্ক বাংলাদেশ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.unescobkk.org/rushsap/asia-pacific-region/networks/country-list-of-unesco-asia-pacific-school-of-ethics/
- ↑ "UNESCO Office in Bangkok: Country list of UNESCO Asia-Pacific School of Ethics"। www.unescobkk.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২০।
- ↑ "Georgetown Bioethics Library | Bioethics Organizations Advanced Search"। bioethics.georgetown.edu। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২০।
- ↑ "Archived copy"। ২০ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৪।
- ↑ "Search organizations - Globethics.net"। www.globethics.net (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২০।