বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটি
গঠিতজুলাই ২০০৯
ধরনঅ্যাকাডেমিক সংস্থা
নিবন্ধন নংS11259
আলোকপাতনৈতিকতা, জীবনীতিশাস্ত্রে, মানবাধিকার
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
পরিষেবাকর্মশালা, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্মেলন, সচেতনতা তৈরি
পদ্ধতিLobbying, publications, outreach programs
সদস্য
৩০০ (২০১৪ এর আগস্ট অনুসারে)
সভাপতি
অধ্যাপক তাসলিমা মনসুর
সহ-সভাপতি
ডা. আরিফ হোসাইন
কোষাধ্যক্ষ
ডা. শিতেষ চন্দ্র বাছার
সাধারণ সম্পাদক
অধ্যাপক শামিমা পারভিন লস্কর
সম্পৃক্ত সংগঠনUNESCO Asia-Pacific School of Ethics, Thailand
Global Ethics Observatory (GEObs), Paris
Kennedy Institute of Ethics, USA
International Society of Bioethics (SIBI), Spain
Globethics.net, Switzerland
ওয়েবসাইটbioethics.org.bd

বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটি (বিবিএস) বাংলাদেশের একটি বেসরকারি জীবনীতিশাস্ত্র বিষয়ক প্রতিষ্ঠান। বিবিএস দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকারকে সমর্থন ও সুশাসন প্রচারের জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে নৈতিক মূল্যবোধ, নৈতিকতা চর্চা ও নৈতিকতা প্রচারে কাজ করছে। বিবিএস বাংলাদেশের জীবনীতিশাস্ত্র বিষয়ক প্রথম একাডেমিক সংস্থা। এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, বহু-বিভাগীয় এবং স্বেচ্ছাসেবী সংস্থা।

বিবিএস ২০০৯ সালে রুশসাপ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক ও মানব বিজ্ঞানের জন্য আঞ্চলিক ইউনিট) ইউনেস্কো, ব্যাংকক এবং ইউনেস্কো ঢাকার[] অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শামীমা পি লস্কর ও ডাঃ আরিফ হোসেন এটি প্রবর্তন করেন।

সম্পর্কিত

[সম্পাদনা]
  1. UNESCO Asia-Pacific School of Ethics, Thailand[]
  2. Global Ethics Observatory (GEObs), Paris
  3. Kennedy Institute of Ethics, USA[]
  4. International Society of Bioethics (SIBI), Spain[]
  5. Globethics.net, Switzerland[]

বিবিএস কমিটিসমূহ

[সম্পাদনা]

বিবিএসের নির্বাহী কমিটি (২০১৪-২০১৬)

[সম্পাদনা]
পদ নাম উপাধি ইনস্টিটিউট
সভাপতি প্রফেসর তাসলিমা মনসুর অধ্যাপক ও ডিন, আইন অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়
সহ - সভাপতি আরিফ হোসেন ড কোর্স সমন্বয়কারী ও পরামর্শদাতা, মানবাধিকার বিভাগ
সহযোগী সম্পাদক
ইত্রত বিশ্ববিদ্যালয়, ইরান
ইবিসিআই গ্রুপ
শুক্রবার পর্যালোচনা, ঢাকা
সহ - সভাপতি প্রফেসর ওয়ারদাতুল আকমম সমাজবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়
সাধারণ সম্পাদক প্রফেসর শামীমা পি লস্কর অধ্যাপক ও অ্যানাটমির প্রধান সিটি ডেন্টাল কলেজ
যুগ্ম সচিব অ্যাড। আলমগীর কবির পরিচালক, একে এবং সহযোগী ও সদস্য বাংলাদেশ বার কাউন্সিল
কোষাধ্যক্ষ ডাঃ সীতেশ সি বাচার অধ্যাপক, ওষুধ প্রযুক্তি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশনা সম্পাদক মো জনাবা. তাহেরা আহমেদ সহকারী প্রতিনিধি, ইউএনএফপিএ (আরডিডি) ইউএনএফপিএ, বাংলাদেশ
প্রচার সম্পাদক মো ডাঃ মোঃ হুমায়ুন কবির তালুকদার অধ্যাপক ও কোর্স সমন্বয়কারী চিকিৎসা শিক্ষা কেন্দ্র, ঢাকা
সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট রংপুর
সদস্য অধ্যাপক মোঃ আইনাল হক অধ্যাপক ও পরিচালক, বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং সেন্টার বুয়েট
সদস্য অধ্যাপক রওশন আরা দর্শন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
সদস্য বদরুদ্দোজা ড চেয়ারম্যান ও পরিচালক, সিটি ডেন্টাল কলেজ সিটি ডেন্টাল কলেজ
সদস্য কামাল হোসেন সাহেব উপ - সচিব ইউজিসি
সদস্য ডাঃ নূর ই পারভিন প্রাণিবিদ্যার সহযোগী অধ্যাপক ড ঢাকা কলেজ
সদস্য ডাঃ আশরাফ আলী

সভাপতি

তাপসী বাংলা কমিউনিটি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক অর্গানাইজেশন
সদস্য ডাঃ এম এ শাকুর সহযোগী অধ্যাপক, শারীরিক মেডিসিন বিভাগ বিএসএমএমইউ
সদস্য ডাঃ ইফফাত আরা আরটিডি।
সদস্য মেজর (অব.) জিয়া উদ্দিন আহমেদ পরিচালক ডিএমএইচএলটিড
সদস্য ডা. জুবায়ের অ্যানাটমির প্রভাষক গ্রিনলাইফ মেডিকেল কলেজ, ঢাকা
সদস্য মেহেদী ইমাম মো ইউআরবিআইএস, ঢাকার সমন্বয়কারী, সেন্টার ফর আরবান স্টাডিজ (সিইএস), ঢাকা।
ছাত্র প্রতিনিধি ফারিন বিনতে রহমান চতুর্থ বর্ষের বিডিএসের শিক্ষার্থী সিটি ডেন্টাল কলেজ, ঢাকা।

বিবিএসের উপদেষ্টা কমিটি

[সম্পাদনা]
নাম উপাধি ইনস্টিটিউট
ড্যারিল ম্যাসার ড বায়োথিক্স এবং বায়োমেডিসিনের অধ্যাপক
এএসএন প্রাক্তন আঞ্চলিক উপদেষ্টা ড
পরিচালক ও প্রভোস্ট
আউএসএন, মার্কিন যুক্তরাষ্ট্র
ইউনেস্কো, ব্যাংকক
মলামা মালেয়াসিয়া ডা সামোয়ান স্টাডিজের ডিরেক্টর সেন্টার
প্রাক্তন পরিচালক
সামোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়
ইউনেস্কো, ঢাকা।
প্রফেসর ড. নজরুল ইসলাম চেয়ারম্যান
প্রাক্তন চেয়ারম্যান
আরবান স্টাডিজ কেন্দ্র
ইউজিসি
হাবিবুল্লাহ মজুমদার সেক্রেটারি
প্রাক্তন সচিব
পরামর্শদাতা আইএমইডি
পরিকল্পনা মন্ত্রক
সেলিনা হোসেন চেয়ারম্যান
বাংলা কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও সম্পাদক
বাংলাদেশ শিশু একাডেমি
প্রফেসর এম এ মান্নান শিশু বিশেষজ্ঞ
প্রাক্তন চেয়ারম্যান
বিএমআরসি।
ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক টিআইবি
ডাঃ শাহ মোঃ কেরামত আলী অধ্যাপক ও জনস্বাস্থ্যের প্রধান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়
প্রফেসর ড। আহমেদ নিয়াজ অর্থনীতি বিভাগ এআইইউবি
প্রফেসর ড. শামীমা চৌধুরী পদার্থবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
শেলিনা আফরোজ পিএইচডি অতিরিক্ত পরিচালক মো এইচএসটিটিআই, রাজশাহী
পারভিন সুলতানা জেন্ডার অ্যান্ড এনার্জি নেটওয়ার্ক বাংলাদেশ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.unescobkk.org/rushsap/asia-pacific-region/networks/country-list-of-unesco-asia-pacific-school-of-ethics/
  2. "UNESCO Office in Bangkok: Country list of UNESCO Asia-Pacific School of Ethics"www.unescobkk.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২০ 
  3. "Georgetown Bioethics Library | Bioethics Organizations Advanced Search"bioethics.georgetown.edu। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২০ 
  4. "Archived copy"। ২০ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৪ 
  5. "Search organizations - Globethics.net"www.globethics.net (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২০